
ইন্ডিয়া এ দলের জার্সিতে প্রথম দিনই তিন উইকেট, বল হাতে আগুন ঝরাচ্ছেন বাংলার মুকেশ কুমার
ইন্ডিয়া 'এ' বনাম নিউজিল্যান্ড 'এ' দলের মধ্যে আয়োজিত 'আনঅফিসিয়াল টেস্ট'-এ নজর কাড়লেন বাংলার পেসার মুকেশ কুমার। ম্যাচের প্রথম দিন শেষে নিউজিল্যান্ড এ-এর রান ১৫৬/৫। খারাপ আলোর কারণে নির্দিষ্ট সময়ের আগেই প্রথম দিনের খেলা শেষ হয়ে যায়।

ইন্ডিয়া এ দলের হয়ে প্রথম বার খেলার সুযোগ পাওয়া মুকেশ কুমার এই আনঅফিসিয়াল টেস্টের প্রথম দিন তিন উইকেট সংগ্রহ করেছেন। সারা দিনে তিনটি স্পেলে বোলিং করেছেন মুকেশ এবং প্রতিটা স্পেলে একটি করে উইকেট সংগ্রহ করেছেন। দিনের শেষে তাঁর বোলিং ফিগার ১৩-৪-৩৪-৩। নতুন বল, হালকা পুরনো বল এবং পুরনো বল- বলের তিন রকম অবস্থাতেই উইকেট পেয়েছেন মুকেশ।
এই দিনের ম্যাচে মুকেশ প্রথম উইকেটটি পান ৪.৩ ওভারে, দ্বিতীয় উইকেটটি পান ৩৫.৩ ওভারে এবং তৃতীয় উইকেটটি পান ৫৭.৪ ওভারে। ৯০ ওভারের মধ্যে মাত্র ৬১ ওভারই এ দিন খেলা সম্ভব হয়েছে। খারাপ আলোর কারণে তাড়াতাড়ি প্রথম দিনের খেলা শেষ করে দেন আম্পায়ার। প্রথম দিনের খেলার সেরা বোলার নিঃসন্দেহে মুকেশ। অপর দুই বোলার যাঁরা উইকেট পেয়েছেন তাঁরা মুকেশের ধারের কাছে আসতে পারেননি প্রথম দিনের বোলিং পারফরম্যান্সের ভিত্তিতে। যশ দয়াল ১৩ ওভারে ৩৫ রান দিয়ে ১ উইকেট নেন, অর্জান নাগস্বলা ১৩ ওভারে ৩৪ রান দিয়ে ১ উইকেট পান। কুলদীপ যাদব ১৯ ওভার হাত ঘুড়িয়ে একটিও উইকেট পাননি।
অন্যান্য বোলারদের বলকে নিউজিল্যান্ড এ দলের ব্যাটম্যানরা যেখানে ছেড়ে দিচ্ছিলেন সেখানে মুকেশ তাঁদের বাধ্য করিয়েছেন তাঁর প্রতিটা বল খেলার জন্য। চাদ বাওস এই ম্যাচে মুকেশের প্রথম শিকার। ৫ রানে তাঁকে ডাগ আউটের রাস্তা দেখান বাংলার পেসার। মুকেশ কুমারের দ্বিতীয় শিকার নিউজিল্যান্ড এ-দলের অধিনায়ক রবার্ট ও'ডোনেল। ২৪ রানে মুকেশের বলে লেগ বিফোর উইকেট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। নিউজিল্যান্ড এ দলের উইকেটরক্ষক ক্যাম ফ্লেচারকেও একই ভাবে এলবিডাব্লিউ করে আউট করেন মুকেশ। দিনের শেষে নিউজিল্যান্ডের হয়ে ৭৩ রানে ক্রিজে অপরাজিত রয়েছেন জো কার্টার এবং ১ রানে অপরাজিত রয়েছেন সিন সোলিয়া।