For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্টোকসের চার উইকেটের পরও চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ, করোনা পরবর্তী ক্রিকেটের আপডেট

স্টোকসের চার উইকেটের পরও চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ, করোনা পরবর্তী ক্রিকেটের আপডেট

  • |
Google Oneindia Bengali News

করোনা পরবর্তী ক্রিকেটে দুর্দান্ত লড়াই। ৮ জুলাই থেকে সাউদাম্পটনে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্য প্রথম টেস্ট শুরু হয়েছে। যে লড়াইয়ে দ্বিতীয় দিন গ্যারিয়েলের ৪ ও হোল্ডারের ৬র উইকেটের সুবাদে ইংল্যান্ডকে ২০৪ রান গুটিয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে এই রান তাড়া করতে নেমে এবার তিনশো রান তুলল ক্যারিবিয়ান দল।

ব্যাটে দাপট ওয়েস্ট ইন্ডিজের

ব্যাটে দাপট ওয়েস্ট ইন্ডিজের

বলের পর ব্যাটে দাপট ওয়েস্ট ইন্ডিজের। ব্যাট হাতে ক্যারবিয়ান দল ৩১৮ রান তুলে অলআউট হয়েছে। জেসন হোল্ডার অ্যান্ড কোম্পানি প্রথম ইনিংসে ১১৪ রান লিড নিয়ে মাঠ ছাড়ে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে কারা বড় রান পেলেন

ওয়েস্ট ইন্ডিজের হয়ে কারা বড় রান পেলেন

ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে ওপেনার ক্লেগ ব্রেথওয়েট ৬৫, ব্রুকশ ৩৯ রান করেন। মিডল অর্ডারে ৩ রানের জন্য রস্টন চেজ হাফ সেঞ্চুরি মাঠে ফেলে আসেন। উইকেটকিপার ব্যাটসম্যান সেন ডাউরিচ ৬১ রান করেন।

ইংল্যান্ডের হয়ে সফল বেন স্টোকস

ইংল্যান্ডের হয়ে সফল বেন স্টোকস

টেস্ট কেরিয়ারে প্রথমবার নেতৃত্ব করতে নেমে ব্যাটে ৪৩ রান করার পর বলেও দাপট দেখালেন স্টোকস। বল হাতে স্টোকস প্রথম ইনিংসে ৪টি উইকেট পেয়েছেন। জেমস অ্যান্ডারসন ৩টি ও ডম বেস ২ টি উইকেট পান।

তৃতীয় দিনের শেষে ম্যাচের স্কোর

তৃতীয় দিনের শেষে ম্যাচের স্কোর

তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড দল কোনও উইকেট না হারিয়ে ১৫ রান তুলেছে। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজে লিড থেকে স্টোকসরা এখনও ৯৯ রানে পিছিয়ে।

English summary
Ben stokes takes 4 wicket,west indies leads by 99 runs in 2nd innings
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X