For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2023 Auction: চেন্নাইয়ের ইতিহাসে সর্বকালীন দামী খেলোয়াড় হলেন স্টোকস

IPL 2023 Auction: চেন্নাইয়ের ইতিহাসে সর্বকালীন দামী খেলোয়াড় হলেন স্টোকস

Google Oneindia Bengali News

চড়া দামে দল পেলেন বেন স্টোকস। বর্তমানে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডারকে বিডিং যুদ্ধ শেষে অবশেষে সই করাল চেন্নাই সুপার কিংস। আইপিএল ২০২৩ আইপিএল-এ স্টোকসকে ১৬.২৫ কোটি টাকায় দলে তুলল সিএসকে। ২ কোটি টাকা বেস প্রাইসে বেন স্টোকসকে নিয়ে লড়াই শুরু হয়েছিল।

IPL 2023 Auction: চড়া দামে বেন স্টোকসকে দলে তুলল চেন্নাই সুপার কিংস

চেন্নাই সুপার কিংস এমনিতে চড়া দামে ক্রিকেটার কেনাকে অগ্রাধিকার দেয় না। নিলামে তাদের বিগত কয়েক বছরের স্ট্র্যাটেজির দিকে নজর রাখলে বোঝা যাবে তারা কম অর্থে ভাল ক্রিকেটারের খোঁজে থাকেন। কিন্তু বিগত দুইটি নিলামে তেমনটা দেখা যায়নি। গত বছর দল থেকে রিলিজ করে দেওয়া ক্রিকেটারদের পাওয়ার জন্য টাকার ঝুলি নিয়ে ঝাঁপিয়েছিল চেন্নাই। এ বার দেখা গেল বেন স্টোকসের জন্য নিজেদের চেনা ছন্দের বাইরে গিয়ে ঝাঁপাল চেন্নাই।

কলকাতা নাইট রাইডার্সকে পিছনে ফেলে শেষ পর্যন্ত ১৬.২৫ কোটি টাকায় ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ককে নিজেের দলে নেয় দক্ষিণের দলটি। বেন স্টোকস হলুদ জার্সিতে খেলতে চলেছে তা নিশ্চিত হওয়ার পরই চেন্নাইয়ের সমর্থকেরা আনন্দে মেতেছেন।

এই নিলামের দিকে নজর রেখেছেন বেন স্টোকস। আইপিএল-এ নতুন ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত হওয়ার পর তিনি একটি টুইট করেন। যেখানে কোনও মন্তব্য শুধু সম্পূর্ণ হলুদ রঙের একটি ছবি রয়েছে। এর মাধ্যমে তিনি সিএসকে-কেই বোঝাতে চেয়েছেন এই বিষয়ে কোনও সংশয় নেই।

আগে কখনও চেন্নাই সুপার কিংসের দলে না খেললেও বেন স্টোকস খেলেছেন মহেন্দ্র সিং ধোনির সঙ্গে। দুই বছর নির্বাসিত ছিল সিএসকে। সেই দুই বছরের জন্য আইপিএল-এ খেলেছিল রাইজিং পুনে সুপার জায়ান্ট। বর্তমানে লখনউ সুপার জায়ান্টের যিনি মালিক সেই সঞ্জীব গোয়েঙ্কার দল ছিল সেটি। রাইজিং পুনে সুপার জায়ান্টের অধিনায়কত্ব করেছিলেন মাহি এবং সেই দলে তাঁর সঙ্গে খেলেছিলেন ইংল্যান্ডের জোড়া বিশ্বকাপ জয়ী মহাতারকা।

English summary
Ben Stokes goes to CSK after bidding War 16.25 Cr.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X