For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনায় আইপিএল, শ্রীলঙ্কা বোর্ডের তরফে কোনও প্রস্তাবই পায়নি বিসিসিআই!

করোনায় আইপিএল, শ্রীলঙ্কা বোর্ডের তরফে কোনও প্রস্তাবই পায়নি বিসিসিআই!

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের জেরে স্থগিত হয়ে যাওয়া আইপিএল শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া কোনও প্রস্তাব নাকি পায়নি বিসিসিআই। তাছাড়া বর্তমান পরিস্থিতিতে এসব নিয়ে ভাবনাচিন্তার অবকাশ তাদের কাছে নেই বলেও জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু কেন, তা জেনে নিন।

আত্মঘাতী পুলিশ কনস্টেবল

আত্মঘাতী পুলিশ কনস্টেবল

দিল্লি পুলিশের হেড কনস্টেবল চন্দন পাল নিজের সার্ভিস রিভলভার দিয়ে গুলি করে আত্মঘাতী হলেন। সুপ্রিম কোর্টের গেট নম্বর জি-এর সামনে এই ঘটনা ঘটেছে।

করোনা ও লকডাউন

করোনা ও লকডাউন

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ২২ লক্ষে পৌঁছে গিয়েছে। মৃতের সংখ্যা প্রায় দেড় লক্ষ। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ১৩ হাজার। মৃত্যু হয়েছে প্রায় সাড়ে চারশো মানুষের। অন্যদিকে শ্রীলঙ্কায় করোনা আক্রান্তের সংখ্যা ২৩৮। সে দেশে মারণ ভাইরাসের বলি হয়েছেন ৭ জন। করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশব্যাপী প্রথমে ১৪ এপ্রিল পর্যন্ত ২১ দিনের লকডাউনের ঘোষণা দিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। অবস্থার উন্নতি না হওয়ায় লকডাউনের মেয়াদ আরও বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ৩ মে পর্যন্ত থাকবে এই অচলাবস্থা।

দুই পৃথক পথদুর্ঘটনায় মৃত

দুই পৃথক পথদুর্ঘটনায় মৃত

ছত্তিশগড়ের গড়িয়াবন্দে ট্রাক্টর ও বাসের ধাক্কায় মৃত ৫ আহত আর ২৫। পাশাপাশি কেরলের কোচিতে একটি গাড়িকে বাস ধাক্কা দিলে ৪ জনের মৃত্যু হয়।

ফের স্থগিত আইপিএল

ফের স্থগিত আইপিএল

ঠিক ছিল, চলতি বছরের ২৯ মার্চ থেকে শুরু হবে আইপিএল। করোনা ভাইরাসের জেরে তা পিছিয়ে ১৫ এপ্রিল থেকে শুরু করার কথা জানিয়েছিল বিসিসিআই। কিন্তু দেশজুড়ে লকডাউন জারি থাকায় এবং তার মেয়াদ বৃদ্ধি হওয়ায় আইপিএল এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিতে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ক্রিকেট প্রেমীদের তাদের পরবর্তী নোটিশের দিকে তাকিয়ে বসে থাকার পরামর্শ দিয়েছে বিসিসিআই। জানিয়ে দিয়েছে, বর্তমান পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্য এবং জীবনের সুরক্ষাই সবচেয়ে বড় প্রাধান্যের বিষয়।

সপার বৈঠক ডাকলেন মুলায়ম

সপার বৈঠক ডাকলেন মুলায়ম

মুলায়ম সিং যাদবের ডাকা সপা বৈঠক বাতিল করা হল। নেতাজি বললেন আমার নামে মিথ্যা অভিযোগ লাগানো হচ্ছে, আমি একেবারেই অসুস্থ নই, সম্পূর্ণ সুস্থ রয়েছি জানালেন মুলায়ম।

কী বলেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

কী বলেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

করোনা ভাইরাস ক্রমে প্রভাব বিস্তার করছে ভারতে। তুলনায় শ্রীলঙ্কা মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সফল বলা চলে। হয়তো ভারতের আগে করোনা মুক্ত হয়েও যেতে পারে প্রতিবেশী দেশ। তেমনটা হলে ২০২০ আইপিএল তাদের দেশে আয়োজন করা যেতে পারে বলে জানাল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবারই বিসিসিআই-কে এই প্রস্তাব দিয়েছে প্রতেবেশী দেশের ক্রিকেট সংস্থার সভাপতি শাম্মি সিলভা।

ইস্তানবুল হানায় মৃত ২ ভারতীয়

ইস্তানবুল হানায় মৃত ২ ভারতীয়

ইস্তানবুলের নাইটক্লাবে সন্ত্রাসহানায় মৃত ৩৯ জনের মধ্যে ২ জন ভারতীয় ছিলেন। কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এদিন টুইট করে একথা জানিয়েছেন। দুজনের মধ্যে একজন আবিস রিজভি, প্রাক্তন নেতা আখতার হাসান রিজভির ছেলে এবং অন্যজন গুজরাতের বাসিন্দা খুশি শাহ।

কী বলল বিসিসিআই

কী বলল বিসিসিআই

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে এ ধরনের কোনও প্রস্তাব তাঁদের কাছে এসে পৌঁছয়নি বলে জানালেন বিসিসিআই-র এক শীর্ষ কর্তা। তিনি সাফ জানালেন, এ ব্যাপারে বিসিসিআই-র অন্দরে কোনও কথাই হয়নি। তাছাড়া করোনা ভাইরাসের তাণ্ডবে যখন গোটা বিশ্ব অস্থির, তখন এহেন প্রস্তাব মেনে নেওয়াও মুশকিল বলে মনে করেন বিসিসিআই-র ওই কর্তা।

রোজভ্যালি কাণ্ডে সুদীপের হাজিরা

রোজভ্যালি কাণ্ডে সুদীপের হাজিরা

সিবাইআইয়ে হাজিরা বিতর্ক উড়িয়ে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করলেন, মঙ্গলবারই সিবিআই দফতরে যাচ্ছেন তিনি। সোমবারই এই নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। সিবিআই দাবি করেছিল, সুদীপবাবু তাঁদের ফোন করে জানিয়েছেন ১৮ জানুয়ারির আগে হাজিরা দেওয়া সম্ভব নয়। তবে কড়া শাস্তির ভয়েই সম্ভবত ৩ জানুয়ারিই হাজিরা দিচ্ছে সুদীপ।

মুখ্যমন্ত্রী হোন শশীকলা!

মুখ্যমন্ত্রী হোন শশীকলা!

আম্মা ঘনিষ্ঠ শশীকলার এআইএডিএমকে-র শীর্ষপদের দায়িত্ব গ্রহণ করার মাত্র দুদিনের মাথায় তাঁকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী করার আর্জি উঠল। লোকসভার ডেপুটি স্পিকার তথা এআইএডিএমকে নেতা থাম্বিদুরাই চিনাম্মাকে দলের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি রাজ্য সরকারের নেতৃত্ব দেওয়ারও আর্জি জানালেন

অপসারণ অনুরাগের

অপসারণ অনুরাগের

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি অনুরাগ ঠাকুরকে শপথভঙ্গ ও আদালতে মিথ্যা বচনের অভিযোগে বিসিসিআই পদ থেকে অনুরাগ ঠাকুরকে সরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। অনুরাগ ঠাকুরের পাশাপাশি অজয় শিকরেকে অবলম্বে সরানোর নির্দেশ দিল শীর্ষ আদালত। বিসিসিআই পরিচালনার জন্য বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি প্যানেল গঠন করা হবে বলেও জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

জেরায় সোহিনী পাল

জেরায় সোহিনী পাল

বাবার সঙ্গে দেখা করতে গিয়ে সিবিআই জেরার মুখে তাপস পাল কন্যা সোহিনী। আজ সোমবার ভুবনেশ্বরে সিবিআই দফতরে বাবা তাপস পালের সঙ্গে দেখা করতে যান সোহিনী পাল। সেই সময়ে তাঁকে দীর্ঘক্ষণ দফায় দফায় জেরা করেন সিবিআই আধিকারিকরা। জিজ্ঞাসাবাদে রোজভ্যালি থেকে তিনি কোনও ভাবে উপকৃত হয়েছিলেন কিনা তা জানার চেষ্টা করেন তদন্তকারী আধিকারিকরা।

স্থগিত আইপিএল, টুর্নামেন্টের ৫টি উল্লেখযোগ্য ঘটনার দিকে নজর ফেরানো যাকস্থগিত আইপিএল, টুর্নামেন্টের ৫টি উল্লেখযোগ্য ঘটনার দিকে নজর ফেরানো যাক

English summary
BCCI yet not get any proposal from SLC on IPL 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X