For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোনার ডিম পাড়া হাঁস আইপিএল, এবারের টুর্নামেন্টে আরও ধণী হতে চলেছে বিসিসিআই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ -ভারতীয় ক্রিকেট মহলের সোনার ডিম পাড়া হাঁস। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই টুর্নামেন্ট।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ -ভারতীয় ক্রিকেট মহলের সোনার ডিম পাড়া হাঁস। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই টুর্নামেন্ট। একদশক পেরিয়েও এটাই সেরা রাজস্ব এনে দেয় বিসিসিআইকে। এবারের আইপিএল থেকে বোর্ড ২০০০ কোটি টাকা রোজগার করবে। যার ৯৫ শতাংশই লভ্যাংশ।

সোনার ডিম পাড়া হাঁস আইপিএল, এবারের টুর্নামেন্টে আরও ধণী হতে চলেছে বিসিসিআই

এবারের আইপিএলের জন্য বোর্ড বিনিয়োগ করেছে ১২৫ কোটি টাকা। বোর্ড নিজেদের আয়ের যে ভবিষ্যত রেখা দেখেছে তাতে সেটা ২১০৭ কোটি টাকা হবে বলে জানা যাচ্ছে।

সোনার ডিম পাড়া হাঁস আইপিএল, এবারের টুর্নামেন্টে আরও ধণী হতে চলেছে বিসিসিআই

অর্থাৎ মাত্র ৪৫ দিনের ক্রিকেট উইন্ডো থেকে বোর্ড যা রোজগার করে তা বাকি ৩২০ দিনের ক্রিকেটের থেকে অনেকটা বেশি। পরিকাঠামোগত ক্ষেত্রে বোর্ডের খরচ হতে পারে ১২৭২ কোটি টাকা। তার বিনিময়ে আয় হবে ৩৪১৩ কোটি টাকা। গত মরশুমের আইপিএল থেকে বোর্ডের রোজগার করেছিলে ৪০০ কোটি টাকা। অন্যদিকে বিসিসিআইয়ের সেই আয়টা এবার হবে ৬৭০ কোটি টাকা। রাজস্ব শেয়ারিং পরিকাঠামোয় রদবদলের জন্য এবার বিসিসিআই -র আয় আরও বাড়তে চলেছে। আগে সেটা ছিল ৫২:৪৮, এখন সেটা বদলে হচ্ছে ৮০:২০।

English summary
BCCI will earn 2000 crore from this year's IPL tournament 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X