For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এশিয়া কাপের ব্যর্থতা বিশ্লেষণ বিসিসিআইয়ের, টি ২০ বিশ্বকাপের আগে মেটাতে হবে কোন দুর্বলতা?

  • |
Google Oneindia Bengali News

এশিয়া কাপে সুপার ফোরে আফগানিস্তানের বিরুদ্ধে জিতলেও তার আগে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হারায় ভারতের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। যে শ্রীলঙ্কাকে গত ফেব্রুয়ারিতে দেশের মাটিতে ভারত দুরমুশ করেছিল, তারাই পাকিস্তানকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ভারত গত টি ২০ বিশ্বকাপের পর থেকে প্রচুর কম্বিনেশন খেলিয়েছে। যদিও তারপরেও এড়ানো যায়নি বিপর্যয়।

ব্যর্থতার বিশ্লেষণ

ব্যর্থতার বিশ্লেষণ

এশিয়া কাপের হারের কারণ বিশ্লেষণের কাজও ইতিমধ্যেই সেরে ফেলেছে বিসিসিআই। টি ২০ বিশ্বকাপের আগে মাঝের ওভারগুলিতে ব্যাটিংয়ের যে দুর্বলতা রয়েছে তা মিটিয়ে ফেলতে হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মোট ৬টি টি ২০ আন্তর্জাতিকে। গতকালই ভারতের টি ২০ বিশ্বকাপ দল ঘোষণা হয়েছে। ভারতের কন্ডিশনের সঙ্গে অস্ট্রেলিয়ার কন্ডিশনের ফারাক থাকলেও দুই শক্তিশালী দলের বিরুদ্ধেই খামতি মেটানোর যাবতীয় পরিকল্পনা করতে হবে রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়দের।

মাঝের ওভারের ব্যাটিংয়ের সমস্যা

মাঝের ওভারের ব্যাটিংয়ের সমস্যা

এশিয়া কাপের ব্যর্থতার কারণ অনুসন্ধানে নির্বাচকমণ্ডলীর সঙ্গে কথাও বলেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ। বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, এশিয়া কাপের পারফরম্যান্স নিয়ে কথা হয়েছে। তবে সমস্যার চেয়ে তা সমাধানের রাস্তা খোঁজার উপরই বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। টি ২০ বিশ্বকাপে পারফরম্যান্সের উন্নতি ঘটাতে কী কী করণীয় তা নিয়েও বিস্তারিত কথাবার্তা সেরে নেওয়া হয়েছে। সকলেই একবাক্যে মেনে নিয়েছেন ৭ থেকে ১৫ ওভারে দলের ব্যাটিংয়ে সমস্যা রয়েছে। এশিয়া কাপে এই জায়গায় ভারত মার খেয়েছে বলেও মনে করছেন সংশ্লিষ্ট সকলেই। দলের থিঙ্কট্যাঙ্কও বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল। তারকা ক্রিকেটাররাও রয়েছেন। তাঁরা নিশ্চিতভাবেই এই খামতি মেটাতে দলের প্রয়োজনে নিজেদের খেলায় পরিবর্তন ঘটাবেন বলে আশাবাদী বিসিসিআই কর্তারা।

এশিয়া কাপে সমস্যা প্রকট

এশিয়া কাপে সমস্যা প্রকট

উল্লেখ্য, পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৭ থেকে ১৫ ওভারের মধ্যে ভারত তিন উইকেট হারিয়ে তুলেছিল ৫৯ রান। হংকংয়ের বিরুদ্ধে এই ৯ ওভারে আসে ৬২ রান। সুপার ফোরে পাকিস্তান ম্যাচে এই সময়কালে ভারত ১ উইকেট হারিয়ে ৬২ রান তোলে। আফগানিস্তান ম্যাচে ভারত দুই শতাধিক রান তুলেছিল। এই ম্যাচটি বাদে ভারত মাঝের ওভারগুলিতে সেরা ব্যাটিং করেছে সুপার ফোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে। এই ম্যাচে ৯ ওভারে ওঠে ৭৮ রান। স্লো বোলারদের বিরুদ্ধে তারকা ব্যাটাররা প্রত্যাশিতভাবে রানের গতি বাড়াতে পারছেন না, এই সমস্যাটাই বড় হয়ে দেখা দিচ্ছে।

উইকেকিপার নিয়ে

উইকেকিপার নিয়ে

টি ২০ বিশ্বকাপে সঞ্জু স্যামসনকে দলে রাখেননি নির্বাচকরা। যা নিয়ে সমালোচনাও হচ্ছে। বিসিসিআইয়ের এক কর্তা সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, সঞ্জু স্যামসন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজের দলে থাকবেন। জিম্বাবোয়ে সফরের দলে থাকা ক্রিকেটাররাই বেশি সংখ্যায় থাকবেন এই সিরিজে। ধারাবাহিকতা বজায় রাখা হবে। তিনি আরও জানান, ঋষভ পন্থকে বাদ দেওয়ার কোনও পরিকল্পনাই ছিল না নির্বাচকদের। ভারতের টপ বা মিডল অর্ডারে খেলার মতো বাঁহাতি বলতে পন্থই রয়েছেন। তিনি যে কোনও দিন একার কাঁধে দলকে জেতাতে পারেন।

English summary
BCCI Unhappy Over India's Slow Batting During Middle Overs Ahead Of T20 World Cup. India's First Match Is In Melbourne Against Arch-Rivals Pakistan On October 23.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X