For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অশ্বিনের ৩০০ ও ৩৫০, দুই সময়কে এক সুতোয় বাঁধল বিসিসিআই

২০১৭ সালে নাগপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ৩০০ উইকেট নিয়েছিলেন রবীচন্দ্রন অশ্বিন। দুই বছর পর ভাইজাকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের টেস্ট কেরিয়ারের ৩৫০তম উইকেট নিয়ে শ্রীলঙ্কান লেজেন্ড মুথাইয়া

  • |
Google Oneindia Bengali News

২০১৭ সালে নাগপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ৩০০ উইকেট নিয়েছিলেন রবীচন্দ্রন অশ্বিন। দুই বছর পর ভাইজাকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের টেস্ট কেরিয়ারের ৩৫০তম উইকেট নিয়ে শ্রীলঙ্কান লেজেন্ড মুথাইয়া মুরলীধরনকে ছুঁলেন ভারতীয় স্পিনার। এই দুই সময়কে একটি ভিডিও-র মাধ্যমে তুলে একই সুতোয় বাঁধল বিসিসিআই।

মিমি চক্রবর্তী

মিমি চক্রবর্তী

বাংলা টেলিভিশন দিয়ে শুরু করেছিলেন মিমি। তারপর পা রাখা টলিউডে। টলিউডের প্রথম সারির অভিনেত্রী এখন মিমি। রংয়ের মাঝে একটু বে-রং পছন্দ মিমির।

২০১৭-র নাগপুর টেস্ট

২০১৭-র নাগপুর টেস্ট

শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩০০ উইকেট নিয়েছিলেন রবীচন্দ্রন অশ্বিন। সেই ম্যাচ শেষের পর তাঁর সাক্ষাৎকার নিয়েছিলেন টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ আর শ্রীধর। সেদিন অশ্বিন জানিয়েছিলেন যে ৩০০ উইকেট নেওয়ার অনুভূতি তাঁর কাছে অন্যরকম। নিজের পছন্দের টেস্ট উইকেট কোনগুলি, তাও টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ আর শ্রীধরকে জানিয়েছিলেন অশ্বিন।

নুসরত জাহান

নুসরত জাহান

বাংলা সিনেমার পাশাপাশি বাংলা টেলিভিশনেও জনপ্রিয় মুখ নুসরত। না ধারাবাহিকে অভিনয়ে নয়, বরং নাচের রিয়্যালিটি শো-এ বিচারকের আসনে বসে দর্শকের মন জয় করেছেন নুসরত। কনট্রাস্ট পছন্দ এই অভিনেত্রীর। আর সাদা-কালো হলে তো কথাই নেই।

২০১৯-র ভাইজাক টেস্ট

২০১৯-র ভাইজাক টেস্ট

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভাইজাক টেস্টের প্রথম ইনিংসে সাত উইকেট নেন রবীচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে এক উইকেট নিয়ে শ্রীলঙ্কান লেজেন্ড মুথাইয়া মুরলীধরনকে ধরে ফেললেন ভারতীয় স্পিনার। তাঁরা যুগ্মভাবে দ্রুততম ৩৫০ টেস্ট উইকেটের মালিক হলেন। এদিনও ভাইজাকে প্রোটিয়া বধে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া অশ্বিনের সাক্ষাৎকার নিতে দেখা যায় টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ আর শ্রীধরকে। অশ্বিন জানান, তিনি নিজের পারফরম্যান্সে খুশি। এভাবে তিনি আগামী দিনেও খেলে যেতে চান বলে জানিয়েছেন অশ্বিন।

পাওলি দাম

পাওলি দাম

বাংলা সিনেমার জনপ্রিয় ও বিতর্কিত এই অভিনেত্রীর চেহারাতেই একটা আলাদা বাঙালি চটক রয়েছে। সাদা-কালো জমানার নায়িকাদের সঙ্গে বিশেষ করে মহানায়িকা সুচিত্রা সেনের সঙ্গে তার চেহারার বেশ একটা মিল পান অনেকে। এই ছবিটি দেখলে সে মিল খুঁজতে বোধহয় আপনারও খুব একটা অসুবিধা হবে না।

বিসিসিআই-র ভিডিও

২০১৭ ও ২০১৯-র দুই সাক্ষাৎকারকে একই সুতোয় বেঁধে তা নিজেদের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছে বিসিসিআই। ভারতীয় দলে অশ্বিনের দুর্দান্ত কামব্যাককে কুর্নিশও জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

পার্নো মিত্র

পার্নো মিত্র

বাংলা সিনেমায় একটু হটকে অভিনয় করতে ভালবাসেন আধুনিকা এই অভিনেত্রী। তাই অপুর পাঁচালি, রঞ্জনা আমি আর আসব না, রাজকাহিনী-র মতো একাধিক ছবিতে ভিন্ন স্বাদের চরিত্রে অভিনয় করেছেন পার্নো। তবে আধুনিকা পার্নোরও কিন্তু মন মজে সাদা-কালোতেই।

রাইমা সেন

রাইমা সেন

মহানায়িকার নাতনি বলে কথা, সাদা-কালোয় প্রেম যে থাকবেই তা তো স্বাভাবিক। তাই বারে বারে নিজেকে সাদা-কালো রংয়ে মুড়ে ফেলার চেষ্টা করেন রাইমা।

ঋতাভরী চক্রবর্তী

ঋতাভরী চক্রবর্তী

ঋতাভরীও বাংলা টেলিভিশন দিয়ে শুরু করেছিলেন। তাঁর প্রথম সিরিয়াল ওগো বধূ সুন্দরী বেশ জনপ্রিয়ও হয়েছিল। এরপর বড়পর্দায়ও অভিনয় করেন। সাদা-কালোর যাদুতে যে তিনি বুঁদ তা আপনির ওঁর ইনস্তাগ্রাম ছবি দেখলেই বুঝতে পারবেন।

তনুশ্রী চক্রবর্তী

তনুশ্রী চক্রবর্তী

মূলত মডেলিং দুনিয়া থেকেই অভিনয়ের দুনিয়ায় পা রাখা তনুশ্রীর। নিজের রেস্তোরাঁও খুলেছেন। এখন টেলিভিশনের ধারাবাহিক মহানায়ক-এ অভিনয় করছেন।

English summary
BCCI tweets interview of R Aswhin with R Sridhar in 2015 and 2017
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X