For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোহিত-রাহুল-লক্ষ্মণের সঙ্গে তলব চেতনকেও, কাল বোর্ডের পর্যালোচনা বৈঠকে ঝড় উঠবে?

  • |
Google Oneindia Bengali News

কাল মুম্বইয়ে বিসিসিআইয়ের হাই ভোল্টেজ বৈঠক। যেখানে ভারতের এশিয়া কাপ ও টি ২০ বিশ্বকাপের পারফরম্যান্স নিয়ে পর্যালোচনা হবে। আগে জানা গিয়েছিল, বিসিসিআই সভাপতি রজার বিনি, সচিব জয় শাহ-র সঙ্গে বৈঠকে থাকবেন হেড কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা ও এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণ। জানা যাচ্ছে, বৈঠকে তলব করা হয়েছে বিদায়ী নির্বাচক প্রধান চেতন শর্মাকেও।

রিভিউ মিটিং

রিভিউ মিটিং

এশিয়া কাপে ভারত ফাইনালে উঠতে পারেনি। টি ২০ বিশ্বকাপে সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে বিধ্বস্ত হয়ে বিদায় নিয়েছিল রোহিত শর্মার দল। তারপরই জানা গিয়েছিল, বিসিসিআই রিভিউ মিটিং ডাকবে। এক মাস পর অবশেষে তা হতে চলেছে। টি ২০ বিশ্বকাপের ব্যর্থতার পর বাংলাদেশে গিয়ে একদিনের সিরিজেও হেরে গিয়েছে ভারত। সবমিলিয়ে এই হতাশাজনক পারফরম্যান্সের পর্যালোচনা বৈঠকের দিকে ইংরেজি নতুন বছরের প্রথম দিনেই থাকবে সকলের নজর।

জবাবদিহি তলব

জবাবদিহি তলব

রোহিত শর্মার সঙ্গে বিরাট কোহলিরও এই বৈঠকে থাকার কথা ছিল। কিন্তু পরিবার নিয়ে বিরাট এখন ছুটি কাটাচ্ছেন। ফলে তিনি হাজির থাকছেনা কালকের বৈঠকে। এই বৈঠকের প্রথম অ্যাজেন্ডা স্পষ্ট। এশিয়া কাপ ও টি ২০ বিশ্বকাপে কী কারণে ব্যর্থতা সে ব্যাপারে আলাদা আলাদা করে অধিনায়ক, কোচ ও নির্বাচক প্রধানের জবাবদিহি তলব করা হবে। বিসিসিআই এনসিএ প্রধানের কাছে জানতে চাইতে পারে, কেন এত বেশি সংখ্যক ক্রিকেটার চোট-আঘাতের সমস্যায় ভুগছেন? এনসিএতে কীভাবে ক্রিকেটারদের ফিট করার কাজ চলছে সে প্রসঙ্গে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হতে পারে। বিনি নিজে প্লেয়ারদের চোট সমস্যা ও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন। লক্ষ্মণের কাছে ক্রিকেটারদের চোট পাওয়ার কারণ জানতে চাওয়া হতে পারে। এনসিএ স্টাফরা কেমন কাজ করছেন তাও খতিয়ে দেখবে বিসিসিআই।

ক্যাপ্টেন্সি নিয়ে আলোচনা

ক্যাপ্টেন্সি নিয়ে আলোচনা

অধিনায়কত্বের বিষয়েও রোহিত, রাহুল ও লক্ষ্মণের মতামত জানতে চাওয়া হবে। ইতিমধ্যেই টি ২০ ফরম্যাটে আলাদা কোচ রাখার প্রস্তাব এসেছে বিভিন্ন মহল থেকে। বিসিসিআই চাইছে রোহিত ওডিআই ও টেস্ট ক্যাপ্টেন থাকুন। হার্দিককে ২০২৪ সালের টি ২০ বিশ্বকাপে ক্যাপ্টেন্সির জন্য প্রস্তুতির পর্যাপ্ত সময় দিতে চাইছেন অনেকেই। এখনও স্থায়ী টি ২০ অধিনায়ক ঘোষণা করেননি নির্বাচকরা। মধ্য তিরিশে পৌঁছে যাওয়া সিনিয়রদের সসম্মানে টি ২০ দল থেকে সরানোর প্রক্রিয়ার বিষয় নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে।

নির্বাচক হওয়ার দৌড়ে

নির্বাচক হওয়ার দৌড়ে

এদিকে, একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ইতিমধ্যেই পরবর্তী নির্বাচকমণ্ডলী প্রায় চূড়ান্ত। বেঙ্কটেশ প্রসাদ নির্বাচক প্রধান হতে চলেছেন। দক্ষিণাঞ্চল থেকে শ্রীধরণ শরৎ, উত্তরাঞ্চল থেকে রীতিন্দর সিং সোধি, পূর্বাঞ্চল থেকে শিবসুন্দর দাস ও মধ্যাঞ্চল থেকে রিজওয়ান শামশাদের নির্বাচক হওয়া স্রেফ সময়ের অপেক্ষা।

English summary
BCCI To Review India's Debacle In Asia Cup And T20 World Cup. Outgoing Chief Selector Chetan Sharma Has Been Invited By The Board.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X