For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার আবহে ভারতে ঘরোয়া ক্রিকেট মরসুমের সূচনা কবে থেকে? কী জানাল সৌরভ শিবির?

করোনার আবহে ভারতে ঘরোয়া ক্রিকেটের মরসুমের সূচনা কবে থেকে? কোন টুর্নামেন্টের হাত ধরে যাত্রা শুরু?

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের আবহে দেশের মাটিতে রমরমিয়ে চলছে ২০২১ সালের আইপিএল। আট দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখে মুগ্ধ হচ্ছে বিশ্ব। রীতিমতো জমে উঠেছে ব্যাট ও বলের যুদ্ধ। সে সবের মধ্যেই অতিমারী পরিস্থিতিতে ঘরোয়া ক্রিকেট চালু করার পরিকল্পনাও শুরু করে দিল বিসিসিআই। কবে থেকে কোন টুর্নামেন্টের মাধ্যমে শুরু হবে মরসুম, সৌরভ গঙ্গোপাধ্যায় শিবিরের তরফে তার ইঙ্গিত পাওয়া গেল।

করোনার আবহে ভারতে ঘরোয়া ক্রিকেট মরসুমের সূচনা কবে থেকে? কী জানাল সৌরভ শিবির?

বিসিসিআইয়ের এক সূত্র মারফত জানা গিয়েছে আগামী সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ভারতের ঘরোয়া ক্রিকেটের মরসুম। সৈয়দ মুস্তাক আলি ট্রফির মাধ্যমে এই মরসুমের যাত্রা শুরু হবে বলে জানানো হয়েছে। কোনও অঘটন না ঘটলে করোনার আবহে আগামী অক্টোবর কিংবা নভেম্বরে দেশে বিজয় হাজারে ট্রফির আসর বসতে পারে বলে জানানো হয়েছে।

করোনা ভাইরাসের কারণে ২০২০-২০২১ মরসুমে ভারতে রঞ্জি ট্রফির আসর বসানো হয়নি। উল্টে সৈয়দ মুস্তাক আলি ট্রফি ও বিজয় হাজারে ট্রফি দিয়ে মরসুম শেষ করা হয়েছিল। তবে বিসিসিআই এবার যেনতেন-প্রকারেণ লাল বলের টুর্নামেন্ট আয়োজন করতে চায় বলে জানানো হয়েছে। সেক্ষেত্রে চলতি বছরের ডিসেম্বরে দেশে রঞ্জি ট্রফি শুরু হতে পারে বলে খবর। মার্চ পর্যন্ত টুর্নামেন্ট চলতে পারে বলে জানানো হয়েছে।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী অক্টোবরে ভারতে টি২০ বিশ্বকাপ শুরু হওয়ার কথা। নভেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্ট। এই সময় দেশের মাটিতে কোনও ঘরোয়া টুর্নামেন্ট হবে না বলেই মনে করা হচ্ছে। তা মাথায় রেখে বিসিসিআই সূচি তৈরি করার পরিকল্পনা করেছে বলে এক সূত্রের মারফত জানানো হয়েছে।

English summary
BCCI to resume 2021-22 domestic season with Syed Mushtaq Ali Trophy in coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X