For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কতটা ফিট বিরাট অ্যান্ড কোং! তা জানতে বিসিসিআই-এর নতুন 'ইয়ো ইয়ো' মাপকাঠি!

বিরাটদের ফিটনেস সংক্রান্ত উদ্যোগ! ক্রিকেটারদের নতুন মাপকাঠি বেঁধে দিল বিসিসিআই!

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পরেও টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের ফিটনেস নিয়ে উদ্বিগ্ন বিসিসিআই। তাই বিরাট কোহলি ও রোহিত শর্মাদের জন্য ফিটনেসের নয়া মাপকাঠি বেঁধে দিল সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। জানিয়ে দেওয়া হল যে দলে স্থান ধরে রাখতে হলে ক্রিকেটারদের এই পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে।

কতটা ফিট বিরাট অ্যান্ড কোং! তা জানতে বিসিসিআই-এর নতুন ইয়ো ইয়ো মাপকাঠি!

সম্প্রতি বিসিসিআইয়ের তরফে এক নির্দেশিকা জারি করে এই নয়া ফিটনেস টেস্টের কথা জানানো হয়েছে। ভারতীয় বোর্ডর সঙ্গে চুক্তিবদ্ধ সব ক্রিকেটারদের হাতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সই করা পত্র পৌঁছে দেওয়া হয়েছে বলেও খবর। তাতে বলা হয়েছে যে, ফাস্ট বোলাররা ফিট তখনই প্রমাণ হবেন, যখন তাঁরা ২ কিলোমিটার দূরত্ব ন্যূনতম ৮ মিনিট ১৫ সেকন্ডে অতিক্রম করবেন। ব্যাটসম্যান, উইকেটরক্ষক এবং স্পিনারদের একই দূরত্ব ৮ মিনিট ৩০ সেকেন্ডে অতিক্রম করতে হবে বলে জানিয়েছে বিসিসিআই। প্রতি ক্রিকেটারের ইয়ো ইয়ো লেভেল ১৭.১-এর মধ্যে থাকা আবশ্যক বলে জানিয়ে দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজ হারিয়েছে ভারতীয় ক্রিকেট দল। তার আগে অজি ভূমে টি-টোয়েন্টি সিরিজও জিতেছে বিরাট কোহলির ভারত। কিন্তু ওই সফর থেকে চোট-আঘাতে জর্জরিত হয়ে দুই ফাস্ট বোলার সহ একের পর এক ভারতীয় ক্রিকেটারের ছিটকে যাওয়ার ঘটনায় বিসিসিআইয়ের উদ্বেগ বেড়েছে বলে খবর। তাছাড়া গোটা সিরিজ ভারতীয় ক্রিকেটারদর মিস ফিল্ড, ক্যাচ মিসের বহর দেখেও সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির অসন্তুষ্ট বলে জানানো হয়েছে। সেই চিন্তা থেকেই বিসিসিআই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ক্রিকেটারদের জন্য নতুন ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করেছে বলে খবর।

এর আগে ক্রিকেটারদের জন্য ফিটনেস সংক্রান্ত ইয়ো ইয়ো টেস্ট চালু করছিল বিসিসিআই। টিম ইন্ডিয়ার বহু সিনিয়র ক্রিকেটার ওই পরীক্ষায় অকৃতকার্য হওয়ায়, তা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল। সেই স্থানে ভারতীয় বোর্ডের নতুন নির্দেশিকায় ভারতীয় ক্রিকেটাররা কীভাবে সাড়া দেন, সেদিকে তাকিয়ে ক্রীড়া মহল।

English summary
BCCI to introduced mandatory 2-km time trials to measure speed and endurance levels for cricketers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X