For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বক্সিং ডে টেস্টের আগে শেষ দিনের প্রস্তুতিতে নিজেদের নিংড়ে দিলেন বিরাট-ইশান্ত’রা

বক্সিং ডে টেস্টের আগে শেষ দিনের প্রস্তুতিতে নিজেদের নিংড়ে দিলেন বিরাট-ইশান্ত’রা

Google Oneindia Bengali News

দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্টে নামার আগে সেঞ্চুরিয়ানে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ভারতীয় দল। ২৬ ডিসেম্বর শুরু বক্সিং ডে টেস্ট। তার আগে ভারতীয় দলের নিয়মিত খবরাখবর টুইটারে শেয়ার করছে বিসিসিআই। প্রথম টেস্ট শুরু হওয়ার এক দিন আগে নিয়ম করে ভারতীয় দলের অনুশীলনের ছবি শেয়ার করল ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা।

বক্সিং ডে টেস্টের আগে শেষ দিনের প্রস্তুতিতে নিজেদের নিংড়ে দিলেন বিরাট-ইশান্ত’রা

ছবিতে দেখা যাচ্ছে কী ভাবে রাহুল দ্রাবিড়ে কড়া নজরদারিতে প্রস্তুতি সারছেন অধিনায়ক বিরাট কোহলি সহ দলের অন্যান্য ক্রিকেটার'রা।

রাহুল দ্রাবিড় এবং বিরাট কোহলি দু'জনের কাছেই এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় দলের কোচ হিসেবে এটাই প্রথম সিরিজ হতে চলেছে রাহুল দ্রাবিড়ের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলকে সিরিজ জিতিয়ে নতুন ইতিহাস তৈরি করার জন্য মুখিয়ে থাকবেন দ্রাবিড়। অপর দিকে, ওডিআই ফরম্যাটে অধিনায়কত্ব হারানোর পর এই সিরিজে শুধু টেস্ট অধিনায়ক হিসেবে অনেক কিছুর জবাব দেওয়ার রয়েছে বিরাটের। ওডিআই সিরিজ থেকে আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন। ফলে টেস্ট সিরিজ'কে পাখির চোখ করেই দক্ষিণ আফ্রিকার মাটিতে পা রেখেছেন বিরাট।

১৯৯২ সাল ডারবানে প্রোটিয়া ব্রিগেডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচটি খেলেছিল ভারত। প্রায় তিন দশক হয়ে গেলেও কখনও দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়া বধের স্বাদ পায়নি টিম ইন্ডিয়া। ডিন এলগারের দলের এই অপরাজেয় তকমা টেনে খুলে দেওয়ার জন্য ভারতীয় দল যে কোনও খামতি রাখবে না তা এদিনের অনুশীলনের ছবিগুলি থেকেই পরিষ্কার।

টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকা যেমন এনরিচ নোকিয়ার সার্ভিস পাবে না তেমন ভারত'কেও প্রথম একাদশের একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটার'কে বাদ দিয়েই নামতে হবে মাঠে। সহ অধিনায়ক রোহিত শর্মা সহ চোটের কারণে ভারতীয় দলে নেই অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা এবং তরুন ওপেনার শুভমন গিল।

প্রথম একাদশ নির্বাচনের ক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট'কে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে বক্সিং ডে টেস্ট শুরুর আগে। ছন্দে নেই দীর্ঘদিন টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের সহ অধিনায়কের দায়িত্ব সামলানো অজিঙ্ক রাহানে। বক্সিং ডে টেস্টে বাদ পড়তে পারেন তিনি। অজিঙ্কের জায়গায় খেলার জন্য তৈরি রয়েছেন শ্রেয়াস আইয়ার এবং হনুমা বিহারী। মাঝে মধ্যে বল হাতেও কার্যকারী হয়ে ওঠেন হনুমা।

শেষ দুই-তিন বছর বিদেশের মাটিতে বেশ সফল ভারতীয় টেস্ট দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জয় হোক কিংবা ইংল্যান্ডে গিয়ে তাদেরই হারিয়ে ফেরা, বিরাটের নেতৃত্বে একের পর এক নজির স্থাপন করেছে ভারতীয় দল। সাম্প্রতিক ফর্মের বিচারে ভারত টেস্ট সিরিজে এগিয়ে থেকে শুরু করলেও পরিসংখ্যান কিছুটা হলেও চাপে রাখবে গোটা দলকে। সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্ট পার্কে ২৬টি টেস্টের মধ্যে মাত্র দু'টি টেস্টে হেরেছে দক্ষিণ আফ্রিকা। তারা জিতেছে ২১টি টেস্ট।

English summary
Team India took part in the final training season ahead of first test match against South Africa. BCCI Shares the pictures in a series to give fans a glimpse of Virat Kohli lead team’s final preparation. Virat and other cricketers can be seen sweating it out in nets under close monitor of Rahul Dravid.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X