For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলে ফিরতে আগ্রহী অস্ট্রেলিয়ার তারকা পেসার, লখনউ ও আমেদাবাদকে বোর্ডের নয়া নির্দেশ

  • |
Google Oneindia Bengali News

চলতি বছরের আইপিএল হবে ১০টি দলকে নিয়ে। লখনউ ও আমেদাবাদের ফ্র্যাঞ্চাইজিকে তিনজন করে ক্রিকেটার বেছে নেওয়ার জন্য নতুন সময়সীমা ধার্য করে দিল বিসিসিআই। ২২ জানুয়ারির মধ্যেই তিনজন ক্রিকেটার নিতে পারবে এই দুই দল। এরপর কোন ক্রিকেটারদের কে নিল তা জানা যাবে ১৩ ফেব্রুয়ারি। বেঙ্গালুরুতে ১২ ও ১৩ ফেব্রুয়ারি হবে আইপিএলের নিলাম। সেই নিলামে নিজের নাম রাখতে চাইছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার।

আইপিএলে ফিরতে আগ্রহী অস্ট্রেলিয়ার তারকা পেসার

মিচেল স্টার্ক মনস্থির করেই ফেলেছেন আইপিএল খেলার ব্যাপারে। তবে সেটা নির্ভর করবে আইপিএল মেগা নিলাম থেকে তাঁকে কোনও দল নেয় কিনা। নিলামে দেখা গিয়েছে অনেক তারকাই দল পাননি। তবে কাগজপত্র তৈরি করে নিলামে নিজের নাম যে তিনি রাখতে চাইছেন সে কথা অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে নিজেই জানিয়েছেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ায় চলতি বছরেই হবে টি ২০ বিশ্বকাপ। অজিরা নামবে খেতাব দখলে রাখার লড়াইয়ে। সেই বিশ্বকাপ ও অস্ট্রেলিয়ার উপমহাদেশ সফরের বিষয়টি মাথায় রেখেই স্টার্কের এই সিদ্ধান্ত। ২০১৪ ও ২০১৫ সালে মিচেল স্টার্ক রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছিলেন। ২৭ ম্যাচে ৩৪টি উইকেট রয়েছে।

আইপিএলে ফিরতে আগ্রহী অস্ট্রেলিয়ার তারকা পেসার

অ্যাশেজের পরই দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি একদিনের আন্তর্জাতিক ও একটি টি ২০ খেলবে অস্ট্রেলিয়া। তারপরই রয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ। মার্চে পাকিস্তান সফরে গিয়ে তিনটি টেস্ট, তিনটি ওয়ান ডে ও একটি টি ২০ খেলবে অজিরা। এই সিরিজ শেষ হবে এপ্রিলের ৫ তারিখ। এপ্রিলেই শুরু হবে আইপিএল, যা চলবে জুন অবধি। জুন-জুলাইয়ে অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা সফরও রয়েছে। যাঁরা তিন ফরম্যাটেই খেলেন তাঁদের জন্য ঠাসা ক্রীড়াসূচি। তবে কয়েকজন অস্ট্রেলীয় ক্রিকেটার পাকিস্তান সফরে নাও যেতে পারেন। মিচেল স্টার্ক সাদা বলের ক্রিকেটে বিশ্বে অন্যতম সেরা বোলার হলেও তিনি ক্রিকেটার-স্ত্রী অ্যালিসা হিলির সঙ্গে সময় কাটাতে আইপিএল উইন্ডোর সময় বিশ্রাম নিয়ে থাকেন বিগত কয়েক বছর ধরেই। তবে সেই সিদ্ধান্ত এবার বদলাতে চলেছে।

এদিকে, বিসিসিআই লখনউ ও আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দিয়েছে কোন তিনজন করে ক্রিকেটার তারা নিতে চায় তা ২২ জানুয়ারির মধ্যে জানাতে হবে। প্রথম ক্রিকেটার পাবেন ১৫ কোটি, দ্বিতীয় ও তৃতীয় ক্রিকেটার যথাক্রমে ১১ ও ৭ কোটি টাকা। জাতীয় দলে না খেলা কোনও ক্রিকেটারকে নিতে হবে সর্বাধিক ৪ কোটি টাকার বিনিময়ে। একজন আনক্যাপড ও একজন বিদেশি ক্রিকেটারকে নিতে পারবে এই দুই দল। যদি দুজন ক্রিকেটার নিতে চায় তাহলে প্রথমজন পাবেন ১৪ কোটি, দ্বিতীয় ক্রিকেটার ১০ কোটি টাকা।

English summary
BCCI Sets New Deadline For Lucknow And Ahmedabad Franchises To Complete 3 Signings Each. Mitchel Starc May Play In IPL.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X