করোনার আবহে রঞ্জি ট্রফির আসর বসবে কি? বিসিসিআইয়ের সিদ্ধান্ত আসন্ন
করোনা ভাইরাসের আবহে দেশে ইতিমধ্যেই ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়ে গিয়েছে। জৈব সুরক্ষা বলয়ে জোরকদমে চলছে সৈয়দ মুস্তাক আলি ট্রফি। ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে টুর্নামেন্ট। সেই আবহে দেশে রঞ্জি ট্রফিও আয়োজন করা সম্ভব কিনা, তা নিয়ে আসন্ন এক বৈঠকে বিসিসিআই ঠিক করবে বলে জানানো হয়েছে। কবে হবে সেই বৈঠক, তা জেনে নেওয়া যাক।

বিসিসিআইয়ের বৈঠক
সূত্র মারফত জানা গিয়েছে যে আগামী ১৭ জানুয়ারি অর্থাৎ রবিবার বিসিসিআইয়ের অ্যাপেক্স কমিটির বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। ওই বৈঠকে রঞ্জি ট্রফি আয়োজন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে বোর্ড সূত্রে খবর পাওয়া গিয়েছে। ভার্চুয়ালি বৈঠকে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ যুক্ত হবেন বলে জানানো হয়েছে।

হলে কবে হবে রঞ্জি ট্রফি
বিসিসিআইয়ের একটা সূত্র মনে করে, করোনা ভাইরাসের আবহে দেশে সৈয়দ মুস্তাক আলি ট্রফি আয়োজন করা গেলে রঞ্জি টুর্নামেন্টের আসরও বসানো সম্ভব। যদিও বোর্ডের অন্যপক্ষ এ ব্যাপারে ধীরে চল নীতিতে চলার পক্ষপাতি বলে জানানো হয়েছে। সেই আবহে জৈব সুরক্ষা বলয়ে রঞ্জি ট্রফি সত্যিই আয়োজন করা হলে, ফেব্রুয়ারিতে টুর্নামেন্ট শুরু হতে পারে বলে বিসিসিআই সূত্রে খবর।

রঞ্জি ছাড়া অন্য বিষয়
এখনও পর্যন্ত যা খবর তাতে বিসিসিআইয়ের অ্যাপেক্স কমিটির বৈঠকে রঞ্জি ট্রফি ছাড়াও ২০২৩ থেকে ২০৩১ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেটের ফিউচার ট্যুর প্রোগ্রাম নিয়ে আলোচনা হতে পারে বলে খবর। তাতে ঘরোয়া ক্রিকেটও সামিল থাকবে বলে জানানো হয়েছে।

কর ছাড় নিয়ে বিতর্ক
চলতি বছরের অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৩ সালে আবার ভারতেই ৫০ ওভারের বিশ্বকাপ আয়োজন হওয়ার কথা। দুই টুর্নামেন্টের জন্য করছাড় নিয়ে আইসিসি-র সঙ্গে বিতর্কের সমাধান কোন পথে করা যায়, তা নিয়েও বিসিসিআইয়ের অ্যাপেক্স কমিটির বৈঠকে আলোচনা হতে পারে বলে খবর।

কোন পরিসংখ্যানে ব্রিসবেনে ভারতের থেকে কিছুটা হলেও এগিয়ে অস্ট্রেলিয়া?