আইপিএল ২০২০ : আমিরশাহী ক্রিকেট বোর্ডকে বিসিসিআইয়ের স্বীকৃতিপত্র
করোনা ভাইরাসের আবহে আরব আমিরশাহীতেই যে আইপিএল হতে চলেছে, সে ব্যাপারে এখন আর কোনও সন্দেহ রইল না। টুর্নামেন্টের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছেন যে আমিরশাহী ক্রিকেট বোর্ডকে স্বীকৃতি পত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। আইপিএলের ব্যবস্থাপনা নিয়ে দুই বোর্ডের মধ্য কথা হচ্ছে বলেও জানিয়েছেন প্যাটেল। ঠিক কী বলেছেন তিনি, তা জেনে নেওয়া যাক।

বিসিসিআইয়ের স্বীকৃতি পত্র
করোনা ভাইরাসের আবহে আইপিএল যে আরব আমিরশাহীতেই হবে, তা আগেই জানিয়েছিলেন টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। এবার তিনি জানালেন যে আমিরশাহী ক্রিকেট বোর্ডকে আইপিএল আয়োজনের জন্য বিসিসিআইয়ের তরফে স্বীকৃতি পত্র দেওয়া হয়েছে। খুব শীঘ্র এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন প্যাটেল।

অভিজ্ঞ আরব আমিরশাহী
২০১৪ সালের আইপিএলের কিছু ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হয়েছিল। সবকটি ম্যাচই সফল ভাবে আয়োজন করেছিল আমিরশাহী ক্রিকেট বোর্ড বা ইসিবি। সে কথা মাথায় রেখেই আরবকে এতবড় দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান।

আইপিএলের সূচনা
গভর্নিং কাউন্সিলের বৈঠকের আগেই আইপিএলের আংশিক সূচি কার্যত ঘোষণা করে দিলেন চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। জানিয়েছেন, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএল। ৮ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল হবে বলে জানিয়েছেন প্যাটেল।

টুর্নামেন্টের পরিসর
বিসিসিআই সূত্রে খবর, প্রতি বছরের মতো এবারও প্লে-অফ ধরে ৬০টি ম্যাচ খেলা হবে আইপিএলে। চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেলের ঘোষণা অনুযায়ী মোট ৫১ দিনের টুর্নামেন্ট হতে চলেছে। তাতে ডবল হেডার ম্যাচের সংখ্যা বাড়ানো হবে না বলেই জানানো হয়েছে।

গভর্নিং কাউন্সিলের বৈঠক
চলতি সপ্তাহেই অনুষ্ঠিত হতে চলেছে আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠক। ওই বৈঠকেই আনুষ্ঠানিক ভাবে আইপিএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল।
কোন শর্তে বিনিয়োগকারীর সঙ্গে চুক্তি আটকে ইস্টবেঙ্গলে