For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন বছরে ক্রিকেট ফ্যানেদের জন্য সুখবর! কবে থেকে ঘরোয়া ক্রিকেটে বল গড়াচ্ছে জেনে নিন

নতুন বছরে ক্রিকেট ফ্যানেদের জন্য সুখবর! কবে থেকে ঘরোয়া ক্রিকেটে বল গড়াচ্ছে জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

করোনা পরবর্তী সময়ে বিদেশের মাটিতে সফল আইপিএল আয়োজন করে তাক লাগিয়ে দিয়েছে বিসিসিআই। মরুশহর আমিরশাহীতে জৈব সুরক্ষা বলয়ে দীর্ঘ টুর্নামেন্ট আয়োজনই কোভিড পরিস্থিতিতে বিসিসিআইয়ের কাছে বড় পরীক্ষা ছিল। সেই পরীক্ষায় লেটার মার্কস নিয়ে উত্তীর্ণ হওয়ার পর এবার কোভিড পরিস্থিতির মাঝেই দেশের মাটিতে ঘরোয়া ক্রিকেট শুরু নিয়ে পরিকল্পনা তৈরি।

নতুন বছরে ক্রিকেট ফ্যানেদের জন্য সুখবর! কবে থেকে ঘরোয়া ক্রিকেটে বল গড়াচ্ছে জেনে নিন

অতিমারি কালে স্থগিত থাকা ঘরোয়া ক্রিকেটে জানুয়ারিতে মাঠে বল গড়াতে চলেছে। জৈব সুরক্ষা বলয়ে আগামী বছরের ১০ জানুয়ারি থেকে সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্ট শুরু করতে চলেছে বিসিসিআই। মুস্তাক আলির ম্যাচ দিয়েই দেশের মাটিতে বোর্ডের ঘরোয়া ক্রিকেটের সূচি ফিরতে চলেছে। আগামী বছর ১০ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত টুর্নামেন্ট চলবে।

এই নিয়ে ইতিমধ্যে ২ জানুয়ারির মধ্য়ে ক্রিকেটারদের শিবিরে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বিসিসিআই সচিব জয় শাহ রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে চিঠি দিয়ে মুস্তাক আলির জন্য প্রস্তুতি নিতে বলেছে।

চিঠিতে জয় শাহ লিখেছেন, 'অতিমারিতে কঠিন সময়ের মধ্য়ে দিয়ে যেতে হচ্ছে। কোভিডে ঘরোয়া ক্রিকেট দীর্ঘদিন বন্ধ ছিল। শেষ পর্যন্ত এবার সব দিক বিচার করে বোর্ড ক্রিকেট শুরু নিয়ে ভাবছে। সৈয়দ মুস্তাক আলি দিয়ে ২০২০-২১ সালে ঘরোয়া ক্রিকেট শুরু হবে।'

মুস্তাক আলি টি-২০ শুরু হলেও এখনও পর্যন্ত কোভিডের কারণে স্থগিত থাকা রঞ্জি ট্রফির ম্যাচ কবে শুরু হবে, সেই বিষয়ে বোর্ডের সূত্রে অবশ্য কিছুই জানা যায়নি। বোর্ড মুস্তাক আলি নিয়ে দামামা বাজিয়ে দেওয়ায় ক্রিকেট মাঠে ফেরার নিয়ে ঘরোয়া ক্রিকেটারদের স্বপ্ন দেখা শুরু।

English summary
bcci send mail to all boards, for Mushtaq Ali T20 which will held from Jan 10-31,2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X