For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০-তে 'সফট সিগন্যাল' নিয়ে বিসিসিআইয়ের বড় সিদ্ধান্ত, আম্পায়ার্স কল নিয়েও ঘোষণা

আইপিএল ২০২০-তে 'সফট সিগন্যাল' নিয়ে বিসিসিআইয়ের বড় সিদ্ধান্ত, আম্পায়ার্স কল নিয়েও ঘোষণা

  • |
Google Oneindia Bengali News

ভারত-ইংল্যান্ড টি২০ সিরিজকে উত্তপ্ত করে রাখা আম্পায়ারের বিতর্কিত 'সফট সিগন্যাল' নিয়ে বড় সিদ্ধান্ত নিল বিসিসিআই। আগামী আইপিএলে এই নিয়ম রাখা বা ছুঁড়ে ফেলে দেওয়া নিয়ে চূড়ান্ত ঘোষণা করেই দিল সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। টুর্নামেন্টের গাইডলাইনে আম্পায়ার্স কল নিয়েও বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিসিসিআই। তাতে আর কী কী বিষয় অন্তর্ভূক্ত করা হয়েছে, তা এক নজরে দেখে নেওয়া যাক।

সফট সিগন্যাল নিয়ে সিদ্ধান্ত

সফট সিগন্যাল নিয়ে সিদ্ধান্ত

ভারত-ইংল্যান্ডের চতুর্থ টি২০ ম্যাচ চলার সময় সূর্যকুমার যাদবের আউট নিয়ে বিস্তর বিতর্ক তৈরি হয়েছিল। ভারতীয় ব্যাটসম্যানের ক্যাচ কার্যত মাটি ঘেঁষে নিয়েছিলেন ইংল্যান্ডের ফিল্ডার ডেভিড মালান। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য টিভি আম্পায়ারের কোর্টে বল ঠেলে দিয়েছিলেন ফিল্ড আম্পায়ার। সফট সিগন্যাল হিসেবে আউট সূর্যকে আউট ঘোষণা করেছিলেন ফিল্ড আম্পায়ার। সেই সিদ্ধান্তই বহাল রাখা হলে রেগে গিয়েছিলেন বিরাট কোহলি। সফট সিগন্যালের নিয়ম তুলে দেওয়ার জন্য আওয়াজ তুলেছিলেন ভারত অধিনায়ক। বিরাটের সেই প্রতিবাদের মূল্য দিল বিসিসিআই। আইপিএল ২০২১-এর গাইডলাইন থেকে ফিল্ড আম্পায়ারের সফট সিগন্যালের নিয়ম সরিয়ে দেওয়া হয়েছে।

আম্পায়ার্স কল অব্যাহত

আম্পায়ার্স কল অব্যাহত

সফট সিগন্যাল তুলে দিলেও আইপিএল ২০২১-এ আম্পায়ার্স কল অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। আগামী টুর্নামেন্টের গাইডলাইনে বিষয়টি উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য ভারত-ইংল্যান্ড সিরিজ চলাকালীন আম্পায়ার্স কলের জেরে একাধিক বেঠিক সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয়েছে দুই দল। বিষয়টি নিয়ে ক্রিকেট মহলে কাটাছেঁড়াও হয়েছে।

৯০ মিনিটে ২০ ওভার

৯০ মিনিটে ২০ ওভার

বিসিসিআইয়ের প্রকাশ করা গাইডলাইনে জানানো হয়েছে যে আগামী আইপিএলে প্রতি দলকে ৯০ মিনিটের মধ্যে ২০ ওভার শেষ করতে হবে। টুর্নামেন্টে প্রতি ঘণ্টায় ন্যূনতম ১৪.১১ ওভার বল করতে হবে প্রতি দলকে। টাইম আউটকে এই হিসেবের বাইরে রাখা হয়েছে। এর অর্থ পাঁচ মিনিটের টাইম আউট বাদ দিয়ে ৮৫ মিনিটে ২০ ওভার শেষ করতেই হবে। কোনও কারণে ম্যাচে ওভার সংখ্যা কমানো হলে ৯০ মিনিট থেকে ৪ মিনিট ১৫ সেকেন্ড (প্রতি ওভার) করে সময় কমানো হবে বলে বিসিসিআই গাইডলাইনে জানানো হয়েছে।

আইপিএলের অপেক্ষায় দেশ

আইপিএলের অপেক্ষায় দেশ

করোনা ভাইরাসের আবহে আগামী ৯ এপ্রিল থেকে শুরু হবে ২০২১ সালের আইপিএল। ৩০ মে পর্যন্ত চলবে টুর্নামেন্ট। ফাইনাল এবং প্লে-অফ সহ ৫২ দিনে মোট ৬০টি ম্যাচ খেলা হবে। দেশের ছয় শহরে (কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, আহমেদাবাদ) হবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ।

চোটের ওপর কাচের ঘা, হাতে অস্ত্রোপচারের পর আইপিএলে আর ফিরতে পারবেন কি আর্চার?চোটের ওপর কাচের ঘা, হাতে অস্ত্রোপচারের পর আইপিএলে আর ফিরতে পারবেন কি আর্চার?

English summary
BCCI says no to soft-signal to sets guidelines for IPL 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X