For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চেতন শর্মাদের উপরই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ সিরিজের দল বাছাইয়ের দায়িত্ব, নতুন নির্বাচকদের নাম কবে চূড়ান্ত?

  • |
Google Oneindia Bengali News

বিসিসিআইয়ের ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি অবশেষে বৈঠকে বসছে নির্বাচকদের নাম চূড়ান্ত করতে। যদিও নতুন বছরের আগে আনুষ্ঠানিকভাবে নির্বাচকদের নাম বিসিসিআই ঘোষণা করতে পারবে না বলেই সূত্রের খবর। ফলে ৩ জানুয়ারি থেকে শুরু হতে চলা শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ সিরিজের দল বাছাইয়ের ভার ন্যস্ত হলো বিদায়ী নির্বাচকমণ্ডলীর উপরেই।

বিসিসিআইয়ের ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির বৈঠকে নজর

আজই চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলী শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ সিরিজের জন্য ভারতীয় দল বেছে নিয়েছে। যদিও তা আজ রাতে বা আগামীকাল ঘোষণা করবে বিসিসিআই। বোর্ড সূত্রে খবর, ইতিমধ্যেই কয়েকজন সিনিয়র ও জুনিয়র ক্রিকেটারকে বলে দেওয়া হয়েছে শুধু একদিনের আন্তর্জাতিকেই ফোকাস করতে। ২০২৩ সালে ভারতের খান ছয়েক টি ২০ আন্তর্জাতিক খেলার কথা। আইপিএলের আগে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি করে টি ২০ পাবে ভারত।

চেতন শর্মার নেতৃত্বাধীন বিদায়ী নির্বাচকমণ্ডলীকে বলা হয়েছিল ২৫ ডিসেম্বর দায়িত্বে থাকার জন্য। যদিও তারপর নির্বাচকদের বলা হয়েছে অতিরিক্ত দিন বরাদ্দ করার কথা। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজের দল তাঁদেরই বেছে নিতে বলেছে বিসিসিআই। সে কারণে নির্বাচকরা রঞ্জি ট্রফির ম্যাচগুলিও দেখছেন। মনে করা হচ্ছে, টি ২০ আন্তর্জাতিকে তারুণ্য নির্ভর দল গড়া হবে ২০২৪ সালের টি ২০ বিশ্বকাপের কথা ভেবে। হার্দিক পাণ্ডিয়াই অধিনায়কত্ব করবেন। রোহিত শর্মার আঙুলের চোট সারেনি। লোকেশ রাহুল বিয়ের জন্য ছুটি চেয়েছেন বিসিসিআইয়ের কাছে। বিরাট কোহলিও আর টি ২০ আন্তর্জাতিক খেলতে চান না বলে সূত্রের খবর। টি ২০ দল থেকে বাদ পড়ার সম্ভাবনা ঋষভ পন্থের। সেক্ষেত্রে সঞ্জু স্যামসন, ঈশান কিষাণদের উপরই আস্থা রাখা হবে।

এদিকে, নতুন নির্বাচকমণ্ডলী বাছার প্রক্রিয়া চলছে ধীর গতিতে। বিসিসিআইয়ের ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির তিন সদস্য- অশোক মালহোত্রা, যতীন পরাঞ্জপে ও সুলক্ষণা নায়েক বৃহস্পতিবার বৈঠকে বসছেন। নির্বাচক হতে চেয়ে যাঁরা আবেদন করেছেন তাঁদের কয়েকজনের নাম বোর্ডের কাছে সুপারিশ করবে এই কমিটি। মনে করা হচ্ছে, নির্বাচকমণ্ডলীর পরবর্তী চেয়ারম্যান হতে পারেন বেঙ্কটেশ প্রসাদ। চেতন শর্মা ও হরবিন্দর সিং ফের নির্বাচক হতে চেয়ে আবেদন করলেও তাঁদের রাখা হবে কিনা স্পষ্ট নয়। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, চেতনের অন্য কারও অধীনে কাজ করতে আপত্তি নেই। ফলে নতুন নির্বাচকমণ্ডলী নিয়েও চলছে নানা জল্পনা। যার উত্তর মিলতে পারে জানুয়ারির গোড়ায়।

English summary
BCCI's Cricket Advisory Committee Will Meet On Thursday To Pick New Selectors. It Will Be Interesting To See If BCCI Retains Chatan Sharma And Harvinder Singh.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X