For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্রিকেটে ফিক্সিং রুখতে আরও শক্তিশালী দুর্নীতিদমন শাখা তৈরি করা হবে: সৌরভ

কর্ণাটক প্রিমিয়র লিগের স্পট ফিক্সিংয়ের অভিযোগে প্রতিদিনই যখন নতুন নতুন তথ্য উঠে আসছে, তখন বোর্ডের দুর্নীতদমন শাখাকে আরও বেশি শক্তিশালী করা হবে জানালেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

কর্ণাটক প্রিমিয়র লিগের স্পট ফিক্সিংয়ের অভিযোগে তদন্তে প্রতিদিনই যখন নতুন নতুন তথ্য উঠে আসছে, তখন বোর্ডের দুর্নীতদমন শাখাকে আরও বেশি শক্তিশালী করা হবে জানালেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

শক্তিশালী দুর্নীতিদমন শাখা তৈরি করা হবে বার্তা সৌরভের

এদিন মুম্বইয়ে বোর্ডের বার্ষিক সাধারণ সভার বৈঠক ছিল।সেখানেই ক্রিকেট মাঠকে দুর্নীতিমুক্ত করা নিয়ে আলোচনা হয়েছে। বোর্ডের মসনদে এসেই ভারতীয় ক্রিকেটকে দুর্নীতিমুক্ত কড়ার বার্তা দিয়েছিলেন সৌরভ।

ক্রিকেটে ফিক্সিং রুখতে আরও শক্তিশালী দুর্নীতদমন শাখা তৈরি করা হবে: সৌরভ

এদিন সাধারণ সভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ বলেন, 'ক্রিকেটকে কলুষিত করা একেবারেই বরদাস্ত করা হবে না।উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। কর্ণাটক, চেন্নাই মুম্বইয়ের তিন ক্রিকেট লিগ জনপ্রিয়। যার মধ্যে কর্ণাটক ও চেন্নাই থেকে বেটিং-স্পট ফিক্সিংয়ের অভিযোগ এসেছে। পুরোটা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্য়েই কর্ণাটক প্রিমিয়র লিগ স্থগিত করা হয়েছে। চেন্নাই দুটি ফ্র্যাঞ্চাইজি নির্বাসন করেছে। এই নিয়ে বোর্ডের দুর্নীতিদমন শাখাকে এবার আরও শক্তিশালী করা হবে।'

ক্রিকেটে ফিক্সিং রুখতে আরও শক্তিশালী দুর্নীতদমন শাখা তৈরি করা হবে: সৌরভ

এখানেই না থেকে সৌরভ বলেছেন, 'কর্ণাটক প্রিমিয়র লিগের অভিযোগ নিয়ে তদন্ত চলছে। এর মাঝেই সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টেও কিছু ক্রিকেটারকে স্পট ফিক্সিংয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল,বলে তথ্য কানে এসেছে। কীভাবে বুকিটা প্রস্তাব দিচ্ছে বা তারা কীভাবে ফাঁদ পাতছে, পুরোটাই শক্তিশালী দুর্নীতি দমন শাখা তদন্ত করবে। বাইশ গজকে দুর্নীতিমুক্ত রাখাই বিসিসিআইয়ের অন্যতম প্রধান লক্ষ্য।' প্রসঙ্গত চলতি বছরের জুলাইয়ে কর্ণাটক প্রিমিয়র লিগের গড়াপেটা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এরপর থেকে এখনও পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

ক্রিকেটে ফিক্সিং রুখতে আরও শক্তিশালী দুর্নীতদমন শাখা তৈরি করা হবে: সৌরভ

উল্লেখ্য চলতি সপ্তাহে কর্ণাটক প্রিমিয়র লিগের স্পট ফিক্সিংয় কাণ্ডে জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অভিমন্যু মিঠুনের নাম জড়িয়েছে। তাঁকে জেড়া করার জন্য গোয়েন্দা দপ্তর ডেকে পাঠিয়েছে। কর্ণাটক প্রিমিয়র লিগের একটি দলের অধিনায়কের ভূমিকায় ছিলেন অভিমন্যু। গড়াপেটায় নিয়ে তাঁর থেকে কিছু উত্তর জানতে মিঠুনকে ডেকে পাঠানো হয়েছে।

<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">BCCI President Sourav Ganguly after Board's Annual General Meeting in Mumbai: We've to get the anti-corruption system right. It's hard to stop tournaments based on who's being approached. KPL(Karnataka Premier League) is on hold now.If this doesn't stop,we'll have to do something <a href="https://t.co/xhXkn01fmA">pic.twitter.com/xhXkn01fmA</a></p>— ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/1201115429160120322?ref_src=twsrc%5Etfw">December 1, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

English summary
BCCI President Sourav Ganguly say We've to get strong anti-corruption system to stop fixing in cricket
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X