মহারাজকীয় কামব্যাক সৌরভের, হাসপাতাল থেকে ছুটি পেয়ে কী বললেন দাদা
প্রতীক্ষা ও উদ্বেগের অবসান। বৃহস্পতিবার সকালে মহারাজকীয় কামব্যাক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। এদিন বেলা ১০.৪৫ মিনিটে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন সৌরভ। এরপর ফ্যানেদের জন্য হাত নাড়েন। এরপর মাইক তুলে নিয়ে তাঁর আরোগ্য কামনা করার জন্যে সবাইকে ধন্যাবাদ জানান।

পাঁচদিনের লড়াইয়ের পর হাসপাতাল থেকে ছুটি পেয়ে সৌরভ বলেন,'আমি সম্পূর্ণ সুস্থ। সবাইকে ধন্যবাদ জানাব। বিশেষ করে চিকিৎসক ও সাংবাদিকদের অনেক ধন্যবাদ। মেডিক্যাল টিম ঘন্টার পর ঘন্টার আমার জন্য লড়াই করে গিয়েছেন। তাঁদের অসংখ্য ধন্যবাদ। দেবী শেঠিকে অনেক ধন্যবাদ জানাব। উনি আমার জন্য সময় দিয়েছেন। সেই সঙ্গে সাংবাদিক বন্ধুরা ঘন্টার পর ঘন্টা হাসপাতালে বাইরে থেকে কভারেজ করে গিয়েছেন। সকলকে অনেক ধন্যবাদ। দ্রুতই কাজে ফেরার জন্যে মুখিয়ে রয়েছি। '
প্রসঙ্গত বছর শুরুর দ্বিতীয় দিন শনিবার হঠাৎই জিম করার মুহূর্তে সৌরভ বুকে ব্যথা অনুভব করেন। এদিন সৌরভ বাড়ি ফেরার পর তাঁর গাড়ির চালককে সেদিন ঠিক কী ঘটেছিল প্রশ্ন করা হলে, মহারাজের গাড়ির দীর্ঘদিনের চালক জানিয়েছেন, 'ডিউটিতে এসে হঠাৎই মহারাজ অসুস্থ জানতে পারি। তড়িঘড়ি গাড়ি বের করি। হুইল চেয়ার নিয়ে আসব কিনা, জিজ্ঞাসা করতে মহারাজ হেঁটেই গাড়ি পর্যন্ত আসবেন বলে জানান। এরপর হাসপাতালে পৌঁছে মহারাজের হৃদযন্ত্রের ব্লকেজ ধরা পরে। পরিবারের আর পাঁচজনের মতো আমিও চিন্তা ছিলাম। '
বৃহস্পতিবার সৌরভ ছুটি পাওয়ার পর পরিবারে স্বস্তি ফিরেছে। এখন ডাক্তারদের পরামর্শ মতো বাড়িতেই সৌরভের নিয়মিত বিভিন্ন চেক আপ ও ওষুধ চলবে। বাড়িতে পৌঁছে হাত নেড়ে দাদাকে নিয়ে উদ্বেগের মধ্যে থাকা অপেক্ষারত অনুরাগীদের নিশ্চিন্ত করেন সৌরভ।