
'ভারতীয় ক্রিকেটে চিরস্মরণীয় থাকবে গাব্বার জয়', বললেন বিসিসিআই সভাপতি সৌরভ
কার্যত রিজার্ভ দল নিয়ে গাব্বার মতো মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট জয় হাসিল করেছে ভারতীয় ক্রিকেট দল। অজিঙ্ক রাহানে শিবিরের এই কৃতিত্বে গর্বিত হয়েছে গোটা দেশ। উচ্ছ্বসিত হয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও। যাঁর সুদক্ষ নেতৃত্বে অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে চ্যালেঞ্জ জানানোর ধারা চালু হয়। ভারতীয় দলের সেই প্রাক্তন তথা কিংবদন্তি অধিনায়ক টুইট করে জানিয়েছেন যে তিনি ক্যাঙারু বধের আনন্দে বিভোর হয়েছেন।

কী লিখলেন সৌরভ
গাব্বায় ভারতের ঐতিহাসিক টেস্ট জয়ের পর টুইট করেছেন উচ্ছ্বসিত বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার ব্রিসবেন টেস্ট জয়কে অসাধারণ বলে আখ্যা দিয়েছেন মহারাজ। অজিভূমে অজিঙ্ক রাহানে শিবিরের জয় ভারতীয় ক্রিকেটে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন বিসিসিআই সভাপতি।

দলকে ৫ কোটি টাকা বোনাস
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য ভারতীয় ক্রিকেট দলকে পাঁচ কোটি টাকা বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। টুইটে সে কথা জানিয়েছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে গাব্বা তথা অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের মূল্য টাকা দিয়ে মাপা যাবে না বলেও জানিয়েছেন মহারাজ।

সৌরভ থেকে শুরু
২০০৩ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল ভারতীয় ক্রিকেট। তরুণ দল নিয়ে সেবারও কার্যত অসম্ভবকে সম্ভব করেছিল টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট সিরিজ ড্র করে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির।

এই জয়ের মূল্য বেশি
২০১৮-১৯ মরসুমে বিরাট কোহলির নেতৃত্বে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ-হীন অজি শিবিরকে তাদেরই মাটিতে ২-১ ব্যবধানে বর্ডার-গাভাসকর ট্রফিতে ধরাশায়ী করেছিল টিম। অস্ট্রেলিয়ার মাটিতে সেটাই ছিল ভারতের প্রথম টেস্ট সিরিজ জয়। এবার দেশের মাটিতে পুরো দল নিয়েই ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া। উল্টে প্রথম টেস্টের পর অধিনায়ক বিরাট কোহলি দেশে ফিরে যাওয়ায় অনেকটা দুর্বল হয়ে গিয়েছিল ভারত। চোট-আঘাতে জর্জরিত দল হয়ে সিরিজের মাঝপথে দেশে ফিরে যেতে হয়েছে রথী-মহারথীদেরও। কার্যত বি টিম নিয়ে গাব্বায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে নেমেছিল ভারত। ফলে এই জয়ের গুরুত্ব অনেক বেশি বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
অস্ট্রেলিয়ায় ইতিহাস রচনা করা ভারতের লড়াই ও মানসিকতার প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী