For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাটের শততম টেস্টে মোহালিতে থাকবেন সৌরভ, লন্ডন থেকে কোহলিকে দিলেন কোন বার্তা?

Google Oneindia Bengali News

বিরাট কোহলি কেরিয়ারের শততম টেস্টটি খেলবেন মোহালিতে। আর সেখানেই উপস্থিত থাকবেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। লন্ডন থেকে সোজা চণ্ডীগড় পৌঁছে মোহালির পিসিএ স্টেডিয়ামে উপস্থিত থাকবেন মহারাজ। সৌরভ তথা বিসিসিআইয়ের সঙ্গে বিরাটের সংঘাতে কয়েক মাস ধরে সরগরম ভারতীয় ক্রিকেট। তারই মধ্যে সৌরভ বার্তা দিলেন বিরাটের মাইলস্টোন ম্যাচের আগে।

সক্রিয় বোর্ড সভাপতি

সক্রিয় বোর্ড সভাপতি

কন্যা সানা উচ্চশিক্ষার জন্য মা ডোনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে লন্ডনে। ইডেনে ভারত-শ্রীলঙ্কা টি ২০ আন্তর্জাতিক সিরিজ শেষেই সৌরভ পরিবারের সঙ্গে সময় কাটাতে চলে গিয়েছিলেন লন্ডনে। বিরাট কোহলির শততম টেস্টে মোহালিতে দর্শক প্রবেশের অনুমতি প্রথমে দেয়নি বিসিসিআই। যদিও এ নিয়ে বিতর্ক হতেই সৌরভ গঙ্গোপাধ্যায় কথা বলেছিলেন পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের সঙ্গে। তারপরই সরকারি নির্দেশকে মান্যতা দিয়ে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেয় বিসিসিআই।

সংঘাত অতীত?

সংঘাত অতীত?

তাঁকে অধিনায়কত্ব থেকে সরানো নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যকে মিথ্যা প্রমাণে দক্ষিণ আফ্রিকা সফরের আগে সচেষ্ট ছিলেন বিরাট কোহলি। তাঁর বিস্ফোরক প্রেস কনফারেন্স তোলপাড় করে ভারতীয় ক্রিকেটকে। তবে দক্ষিণ আফ্রিকা সফর চলাকালীন বিরাটকে কোনও শাস্তিমূলক পদক্ষেপের সাক্ষী থাকতে হয়নি। যদিও বিরাটের উপর ক্ষোভ জন্মায় বোর্ডের অন্দরমহলে। সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলির ভক্তরা সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহকে নিশানা করেন। ইডেনেও সৌরভ ও বিরাট একই সময় মাঠে থাকলেও দুজনকে কাছাকাছি আসতে দেখা যায়নি। তার আগেই দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ হারার পর ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছিলেন বিরাট। কোহলির শততম টেস্ট বেঙ্গালুরুতে হওয়ার কথা থাকলেও ক্রীড়াসূচি বদলে তা হতে না দেওয়ার পিছনেও অনেকে বোর্ডের নোংরা রাজনীতির অভিযোগও উঠেছিল।

মহারাজকীয় বার্তা

যদিও সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁদের পারস্পরিক সম্পর্ক নিয়ে জল্পনা উড়িয়ে লন্ডনে নিজের বিলাসবহুল ফ্ল্যাট থেকেই দিলেন বার্তা। বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সেই ভিডিও বার্তায় সৌরভ বলেন, এটা ভারতীয় ক্রিকেটের ক্ষেত্রেও এক বিশাল ল্যান্ডমার্ক। সকলেই দেশের হয়ে খেলা শুরুর পর শততম টেস্ট খেলার স্বপ্ন দেখেন। বিরাটের জন্য এটি এক বিশেষ মুহূর্ত, ভারতীয় ক্রিকেটের পক্ষেও গুরুত্বপূর্ণ। আমি নিজেও শততম টেস্ট খেলেছি। সেই অভিজ্ঞতার নিরিখে বলতে পারি, একজন ক্রিকেটারের কাছে এই মুহূর্ত কতটা গুরুত্বপূর্ণ। বিরাটের আগে যাঁরা শততম টেস্ট খেলেছেন তাঁরা হলেন, সুনীল গাভাসকর, দিলীপ বেঙ্গসরকার, কপিল দেব, সচিন তেন্ডুলকর, অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র শেহওয়াগ, হরভজন সিং ও ইশান্ত শর্মা। সচিন খেলেছেন ২০০টি টেস্ট।

লন্ডন টু চণ্ডীগড়

সৌরভ আরও বলেন, বিরাটের ক্রিকেটের যাত্রাপথটা অসাধারণ। ১১ বছর আগে টেস্ট অভিষেকের পর অনেক অনন্য কীর্তি গড়েছেন। বিসিসিআই এবং শততম টেস্ট খেলা একজন প্রাক্তন অধিনায়কের তরফে তাঁকে শুভেচ্ছা জানাচ্ছি। তাঁর কেরিয়ার অসাধারণ। আরও অনেক মাইলস্টোনে তিনি পৌঁছাতে পারবেন, তাঁর হাতে পর্যাপ্ত সময়ও রয়েছে। এদিন বিরাট কোহলি নিজেও বলেছেন, শততম টেস্ট খেলতে পারবেন তা কোনওদিন ভাবেননি। এটি তাঁর, তাঁর পরিবার ও কোচের কাছেও এক আনন্দ ও গৌরবের মুহূর্ত। ফিটনেসে জোর দেওয়া, সেই সঙ্গে ঈশ্বরের আশীর্বাদ সঙ্গী করে এই নজির গড়তে চলায় বিরাট নিজেও খুশি। জানা গিয়েছে, বিরাটকে শততম টেস্টের জন্য বিশেষ টুপি দেওয়া হবে। পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনও স্মারক ও উপহার দিয়ে বিরাটের শততম টেস্ট স্মরণীয় করে রাখতে চাইছে।

English summary
BCCI President Sourav Ganguly Opines That Virat Kohli Still Has Time For Greater Milestones. Kohli Will Be The 12th Indian Cricketer To Play 100 Tests.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X