'জীবন একটাই, আনন্দে কাটান', ঋষি-ইরফানের প্রয়াণে কেন এমন বার্তা সৌরভের
মাত্র একদিনের পার্থক্য। অভিনেতা ইরফান খান ও ঋষি কাপুরকে হারিয়ে ভারতীয় সিনেমা জগতে যে শূণ্যস্থান তৈরি হয়েছে, তা যে পূরণ হওয়ার নয়, সে আর বলার অপেক্ষা রাখে না। তাঁদের অকাল প্রয়াণে কার্যত হতবাক গোটা দেশ তথা বিশ্ব। শোকস্তব্ধ সিনেমা জগত থেকে ক্রিকেট মহল। সেই দলে রয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। দুই অভিনেতার প্রয়াণে এক গুরুত্বপূর্ণ বার্তাও দিলেন তিনি।

মুখোমুখি হয়তো সেভাবে কোনওদিন সাক্ষাত হয়নি। হয়তো বা হয়েছে। তার চেয়েও বড় ব্যাপার ইরফান খান ও ঋষি কাপুরের আকস্মিক প্রয়াণে দেশজুড়ে যে হাহাকার শুরু হয়েছে, তাতে শরিক সিনেমাপ্রেমী সৌরভ গঙ্গোপাধ্যায়ও। করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া দুর্বিসহ পরিস্থিতির মধ্যেই দুই চলচ্চিত্র তারকার প্রয়াণ যেন বিসিসিআই সভাপতির কাছে জীবনের মূল্যকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। নিজের দর্শন সহ নাগরিকদের মধ্যেও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন মহারাজ।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">One life .. live to the fullest and happiest .. nothing else matters .. just a reminder . Will miss u both <a href="https://t.co/BgpruQOy02">pic.twitter.com/BgpruQOy02</a></p>— Sourav Ganguly (@SGanguly99) <a href="https://twitter.com/SGanguly99/status/1255754990523580417?ref_src=twsrc%5Etfw">April 30, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>অভিনেতা ইরফান খান ও ঋষি কাপুরের আকস্মিক প্রয়াণে তিনি স্তম্ভিত, তা স্পষ্ট বুঝিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে জীবন থেকে শিক্ষাও পেয়েছেন মহারাজ। একই ফ্রেমে দুই তারকার ছবি টুইটারে পোস্ট করেছেন বিসিসিআই সভাপতি। লিখেছেন, জীবন একটাই। আনন্দ সহকারে পুরোটাই কাটানো উচিত। কোনও কিছুই ভাবার দরকার নেই বলে লিখেছেন সৌরভ। শেষে তিনি যোগ করেছেন, 'জাস্ট অ্যা জেন্টল রিমাইন্ডার'। দুই অভিনেতার প্রয়াণে তিনি শূণ্যতা অনুভব করবেন বলেও জানিয়েছেন বিসিসিআই সভাপতি।