For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার রেড ভলান্টিয়ারদের পাশে সৌরভ, অশোকের এক ফোনে সাহায্যে রাজি বিসিসিআই সভাপতি

এবার রেড ভলান্টিয়ারদের পাশে সৌরভ, অশোকের এক ফোনে সাহায্যে রাজি বিসিসিআই সভাপতি

  • |
Google Oneindia Bengali News

করোনা যুদ্ধে সর্বতোভাবে সামিল হওয়া সৌরভ গঙ্গোপাধ্যায় আরও এবার রাজ্যের রেড ভলান্টিয়ারদের পাশে দাঁড়ালেন। আত্মীয় তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেমে অশোক ভট্টাচার্যের এক ফোনেই শিলিগুড়িতে সহয়তা পাঠাতে রাজি হলেন বিসিসিআই সভাপতি। রাজ্য বিধানসভা নির্বাচনে শূন্য হয়েও ঘোর দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াতে দ্বিধা না করা বাম ছাত্র-যুবদের নিয়ে তৈরি করা রেড ভলান্টিয়ারদের কাজের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অশোক ভট্টাচার্য।

ইংল্যান্ড উড়ে যাওয়ার আগে মুম্বইয়ে বিরাট-রোহিত-রাহানেদের জন্য বিশেষ ব্যবস্থা, কিন্তু কেন?ইংল্যান্ড উড়ে যাওয়ার আগে মুম্বইয়ে বিরাট-রোহিত-রাহানেদের জন্য বিশেষ ব্যবস্থা, কিন্তু কেন?

শিলিগুড়িতে অক্সিজেন পাঠালেন সৌরভ

শিলিগুড়িতে অক্সিজেন পাঠালেন সৌরভ

আত্মীয় তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের এক ফোনেই নড়েচড়ে বসেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রিয় মানুষের আবেদনে সাড়া দিয়ে শিলিগুড়িতে করোনা যুদ্ধে সামিল থাকা রেড ভলান্টিয়ারদের সংস্থান ও শক্তি বাড়াতে অক্সিজেন কনসেনট্রেটর পাঠানোর উদ্যোগ নিয়েছেন বিসিসিআই সভাপতি। সৌরভের ফাউন্ডেশনের কর্মীরা কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশে রওনা দিয়েছেন বলেও জানিয়েছেন অশোক ভট্টাচার্য।

রেড ভলান্টিয়ারদের প্রশংসায় অশোক

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন রেড ভলান্টিয়াররা। অ্যাম্বুলেন্স-অক্সিজেন পরিষেবা থেকে শুরু করে করোনা আক্রান্তকে হাসপাতালে পৌঁছে দেওয়া কিংবা মৃতের সৎকারের ব্যবস্থা করার ক্ষেত্রে অগ্রগণ্য বাম ছাত্র-যুবদের এই শাখা সংগঠন। তাদের এ কাজের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। রেড ভলান্টিয়ারদের পিপিই কিট প্রদান থেকে অ্যাম্বুলেন্স ও স্যানিটাইজেশন মেশিনের ব্যবস্থা করে দেওয়া সহ অন্যান্য পরিষেবা সংক্রান্ত সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন শিলিগুড়ির প্রাক্তন চেয়ারম্যান। একই সঙ্গে বাম ছাত্র-যুবদের সাহসী কাজে রাজ্য সহযোগিতা আশা করেছেন অশোক ভট্টাচার্য। সকল রেড ভলান্টিয়ারদের টিকাকরণের দাবি তুলেছেন সিপিএম নেতা।

করোনা যুদ্ধে সামিল সৌরভ

করোনা যুদ্ধে সামিল সৌরভ

কোভিড অতিমারীর প্রথম পর্বে রাজ্যের দুঃস্থ মানুষদের অর্থ এবং চাল দিয়ে সাহায্য করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর এবার পরিস্থিতি আরও গম্ভীর হতেই নিজের ফাউন্ডেশনের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে অক্সিজেন সিলিন্ডার, কনসেনট্রেটর পাঠানোর পাশাপাশি কোভিড রোগীদের জন্য অক্সিজেন পার্লারও তৈরি করে দিয়েছেন বিসিসিআই সভাপতি। সৌরভের উদ্যোগের প্রশংসায় মুখর দেশের ক্রীড়া মহল।

সৌরভ ও দেবের যৌথ উদ্যোগ

সৌরভ ও দেবের যৌথ উদ্যোগ

সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর ফাউন্ডেশনের মহান কাজে সামিল হয়েছেন টলিউড অভিনেতা দেব, আবির চট্টোপাধ্যায় সহ অন্যান্য অনেকেই। মহারাজের সংস্থার তরফে রাজ্যের বিভিন্ন প্রান্তে সেফ হোম ও অক্সিজেন পার্লার তৈরির যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে মিলিত হয়েছেন টলিউড তারকারাও।

English summary
BCCI President Sourav Ganguly is ready to help Red Volunteer in Covid 19 crisis also
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X