For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শার্দুলের সাহসিকতার প্রশংসায় ঋষভ ভক্ত সৌরভ, বিরাট-রোহিত-বুমরাহ-শামিতেও মুগ্ধ বিসিসিআই সভাপতি

শার্দুলের সাহসিকতার প্রশংসায় ঋষভ ভক্ত সৌরভ, বিরাট-রোহিত-বুমরাহ-শামিতেও মুগ্ধ বিসিসিআই সভাপতি

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজ হারানো এবং ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ জয়ের পিছনে যে যে ক্রিকেটারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাঁদের অন্যতম ঋষভ পন্থ ও শার্দুল ঠাকুরের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিরাট কোহলি, রোহিত শর্মার ব্যাটিং এবং জসপ্রীত বুমরাহ ও মহম্মদ শামির বোলিংয়ের প্রশংসা করেছেন বিসিসিআই সভাপতি।

ঋষভে মুগ্ধ সৌরভ

ঋষভে মুগ্ধ সৌরভ

লাগাতার ব্যর্থতার দিনে ক্রিকেট প্রেমী ও বিশেষজ্ঞদের একটা অংশ যখন ঋষভ পন্থকে তুলোধোনা করছেন, তখন তরুণ ক্রিকেটারের প্রতি আস্থা প্রদর্শন করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই সভাপতির পদে বসার আগে ২০১৯ সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের মেন্টরের ভূমিকা পালন করেছেন মহারাজ। সেখানে ঋষভ পন্থকে খিব কাছ থেকে দেখা সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান প্রতিভার খনি। ধাতস্থ হতে পন্থকে খানিকটা সময় দেওয়ার পক্ষপাতি ছিলেন বিসিসিআই সভাপতি। আজ তাঁর সেই কথা সত্যি বলে প্রমাণিত হওয়ায় তিনি সন্তুষ্ট বলে জানিয়েছেন সৌরভ। তিনি ঋষভের কত বড় ফ্যান, তা আরও একবার বুঝিয়েছেন মহারাজ। পন্থের সাম্প্রতিক পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

শার্দুলের সাহসে মুগ্ধ সৌরভ

শার্দুলের সাহসে মুগ্ধ সৌরভ

অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে নাস্তানাবুদ করার পিছনে বড় ভূমিকা নিয়েছেন পেসার শার্দুল ঠাকুর। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজেও ভারতীয় ফাস্ট বোলারের দক্ষতা প্রমাণ হয়েছে। তাতে মুগ্ধ হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শার্দুলের সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বিসিসিআই সভাপতি।

বিরাট-রোহিতের প্রশংসা

বিরাট-রোহিতের প্রশংসা

বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে নিয়ে আলাদা করে কারও কিছু বলার নেই। তবু তাঁদের ব্যাটিংয়ের ধরন নিয়ে আরও একবার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। টিম ইন্ডিয়ার অধিনায়ক ও সহ অধিনায়কের ব্যাটিং প্রতিভা তরুণ প্রজন্মের জন্য দৃষ্টান্ত বলে মনে করেন বিসিসিআই সভাপতি।

বুমরাহ ও শামির সুখ্যাতি

বুমরাহ ও শামির সুখ্যাতি

জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ শামি যে সাম্প্রতিক সময়ে বিশ্বের অন্যতম সেরা বোলার, তা আরও একবার দাবি করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দুই বোলার ভারতীয় দলের দুই শক্তির স্থল বলেও দাবি বিসিসিআই সভাপতির।

English summary
BCCI president Sourav Ganguly have faith on Rishabh Pant, Virat Kohli, Rohit Sharma, Jasprit Bumrah, Mohammed Shami
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X