For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্রিকেটে ভারত সেরা, ফুটবলে ব্রাজিল, আচমকা তুলনা টানলেন বিসিসিআই সভাপতি সৌরভ

ক্রিকেটে ভারতই সেরা, ফুটবলে ব্রাজিল, তুলনা টেনেই ফেললেন বিসিসিআই সভাপতি সৌরভ

  • |
Google Oneindia Bengali News

ফুটবলে যেমন, ক্রিকেটে তেমন ভারত। টিম ইন্ডিয়ার পারফরম্যান্স এবং ধারাবাহিকতা নিয়ে এমনই কথা বললেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজের বক্তব্যের স্বপক্ষে যুক্তিও খাড়া করেছেন দেশের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক। এ ব্যাপারে ঠিক কী বলেছেন মহারাজ, তা দেখে নেওয়া যাক।

শ্রেক

শ্রেক

রাজ্যকন্যা ফিওনাকে অভিশাপ দিয়ে বলা হয়েছিল, দিনে সে সুন্দরী থাকবে, আর রাতে হলেই দানবীর মতো দেখতে হয়ে উঠবে। এমন অভিশাপ নিয়েই নরদৈত্য় শ্রেকের প্রেমে পড়ে ফিওনা। কিন্তু তার পর কী হল তাদের প্রেমের? 'রূপ' না 'মন', প্রেমে কোনটা বেশি জরুরি জানতে দেখতে হবে 'শ্রেক' ।

টিম ইন্ডিয়া এবং ব্রাজিল

টিম ইন্ডিয়া এবং ব্রাজিল

ফুটবল সম্রাট পেলে, গ্যারিঞ্চা, সক্রেটিস, জিকো, রোমারিও, রোনাল্ডো, রোনাল্ডিনহো, রিভাল্ডো, নেইমারের ব্রাজিল পাঁচ বার ফুটবল বিশ্ব। এমন রেকর্ড বিশ্বের অন্য কোনও ফুটবল খেলিয়ে দেশের নেই। অন্যদিকে দুই বার ক্রিকেট বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। তুলনা এবং একাধিপত্যের নিরিখে কিন্তু ব্রাজিলের থেকে কিছুটা পিছিয়েই রয়েছে ভারতীয় ক্রিকেট দল।

এনচ্যান্টেড

এনচ্যান্টেড

রূপকথার এক রাজকন্যার হঠাৎই বাস্তবের কংক্রিটের ঘর বাড়ির দুনিয়ায় চলে আসার গল্প 'এনচ্যান্টেড'। আর বাস্তবের দুনিয়ায় রাজকন্যার প্রেমে পড়েন এক বাস্তবেরই এক ছাপোসা , সাধরান ব্যক্তি। দুই ভিন্ন জগতের মানুষের এই প্রেমের গল্পের পরতে পরতে রয়েছে চমক।

বরং কাছে অস্ট্রেলিয়া

বরং কাছে অস্ট্রেলিয়া

ধারাবাহিকতা এবং আধিপত্যের নিরিখে কিন্তু ফুটবল দৈত্য ব্রাজিলের সঙ্গে কিন্তু অস্ট্রেলিয়ার তুলনা করে থাকেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কারণ ইতিমধ্যে পাঁচ বার বিশ্বকাপ জিতে ফেলেছে ক্যাঙারুর দেশ। ১৯৯৯ থেকে ২০০৭ সাল পর্যন্ত টানা তিন বার খেতাব জিতেছে স্টিভ ওয়া, রিকি পন্টিংয়ের দেশ।

ওয়াল ই

ওয়াল ই

'স্পেসশিপ' থেকে নেমে রোবোট ওয়াল -ই প্রেমে পড়ে যায়, আরও উন্নতমানের রোবট ইভের । মন ছুঁয়ে যাওয়া 'রোবট-প্রেমে'-এর গল্প 'ওয়াল -ই'। সঙ্গে রয়েছে, বিশ্ব উষ্ণায়ন ও প্রযু্ক্তির নানা প্রভাব নিয়ে এক অপূর্ব বার্তা।

সৌরভের যুক্তি

সৌরভের যুক্তি

দেশের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতে, বিশ্বকাপ কম জিতলেও ধারাবাহিকতার নিরিখে পয়লা নম্বর স্থানেই রয়েছে ভারতীয় ক্রিকেট দল। তাঁর দেশ প্রজন্মের পর প্রজন্ম ধরে কিংবদন্তি ক্রিকেটা উপহার দিয়ে চলেছেন বলে দাবি মহারাজের। তাঁর কথায়, পেলে-রাজ শেষ হওয়ার পর জিকো, রোমারিও, রোনাল্ডো, রোনাল্ডিনহো, নেইমাররা ব্রাজিলকে ধারাবাহিক ভাবে আলোকিত করে গিয়েছেন বা করে চলেছেন। ভারতীয় ক্রিকেট দলেও সুনীল গাভাসকরের পর সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় এবং বিরাট কোহলিরা প্রজন্মের পর প্রজন্ম ধরে পারফরম্যান্স করে দেশের নাম উজ্জ্বল করে চলেছেন দাবি সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

বিউটি অ্যান্ড দ্য বিস্ট

বিউটি অ্যান্ড দ্য বিস্ট

এই রূপকথার গল্প তো সবারই জানা। তবুও স্ক্রিনে অ্যানিমেশনের জাদুতে, রাক্ষস আর সুন্দরীর প্রেমের গল্প একদম অন্য মাত্রা পেয়েছে। গোটা ছবিতে রাক্ষসের রাজমহলের প্রাণহীন বাসনপত্র গুলিকে যেভাবে সজীবতার মাত্রা দিয়ে ছবিতে এক নিপুণ বার্তা দেওয়া হয়েছে, তা ছবিটিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে।

ক্রিকেট পাগল ভারত

ক্রিকেট পাগল ভারত

সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাবি, ভারতের মতো ক্রিকেট নিয়ে মাদকতা অন্য কোনও বিশ্বের অন্য কোনও প্রান্তে দেখতে পাওয়া যায় না। বিসিসিআই সভাপতির কথায়, সকালে মুম্বই, বেঙ্গালুরু, কলকাতা কিংবা দিল্লির ক্রিকেট অ্যাকাডেমিগুলিতে গেলে বোঝা যায় কত সংখ্যক তরুণ ক্রিকেটার রোজ অনুশীলন করে চলেছে। যা ভারতীয় ক্রিকেটের পরম্পরাকে ধরে রেখেছে বলে মনে করেন মহারাজ। টিম ইন্ডিয়া বরাবরই দুর্দান্ত দল ছিল এবং আগামী দিনেও সেই সুনাম বজায় রাখবে বলে মনে করেন বিসিসিআই সভাপতি।

সিন্ড্রেলা

সিন্ড্রেলা

আরেকটি রূপকথার গল্প 'সিন্ড্রেলা '। এই গল্প সুন্দরী 'এলার'-এর প্রেমে পড়ে যায় কিট। ছবির মূল আকর্ষণ এলার 'কাঁচের জুতো'। কিন্তু কোথা থেকে এলো এই জুতো? কী বা মাহাত্য রয়েছে 'কাঁচের জুতো'-এর জানতে হলে দেখতে হবে ছবি 'সিন্ড্রেলা'। রূপকথার এক অন্যরকমের প্রেমের কাহিনী 'সিন্ড্রেলা' ।

স্নো হোয়াইট

স্নো হোয়াইট

রূপকথাকে অ্যানিমেশনে বন্দি করা আরেকটি ছবি স্নো হোয়াইট। অভিশাপকে মাথায় নিয়ে নিজের রাজ্য রাজপ্রাসাদ ছাড়তে হয়েছিল ছোট্ট স্নো হোয়াইটকে। তখন তাকে আশ্রয় দেয় তার সাত বামন বন্ধু। এরপর স্নো হোয়াইটের জীবনে ঘটে যায় নানা ঘটনা। তারপর কীভাবে নানা বিপদ পেরিয়ে কী স্নো হোয়াইট তার প্রেমকে পেয়েছিল? উত্তর রয়েছে অ্যানিমেশন ছবি 'স্নো হোয়াইট'-এ।

English summary
BCCI president Sourav Ganguly compares Team India with Brazil
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X