For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌরভ বেহালা ছাড়ছেন? মধ্য কলকাতায় মহারাজ বাড়ি-সহ জমি কিনলেন চমকপ্রদ দামে, দেখুন ছবি

Google Oneindia Bengali News

সৌরভ গঙ্গোপাধ্যায় এবার বেহালার পৈতৃক বাড়ি ছাড়তে চলেছেন। এক জনপ্রিয় সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন, বিসিসিআই সভাপতি নিজেই। দোতলা বাড়ি-সহ জমি কিনেছেন মধ্য কলকাতায়। এটিকে বাংলোও বলা চলে। ব্যবসায়ী অনুপমা বাগরি, কেশব দাস বিনানি ও তাঁর পুত্র নিকুঞ্জের কাছ থেকে এই সম্পত্তির মালিকানা নিয়েছেন সৌরভ।

সৌরভের নতুন বাড়ি

বাড়িটি অবস্থিত লোয়ার রডন স্ট্রিটে। ২৩.৬ কাঠার উপর অবস্থিত জমি-সহ বাড়ির আনুমানিক মূল্য ৪০ কোটি টাকা বলে জানা যাচ্ছে। যদিও এই জমিতে থাকা বাড়িটি ভেঙে নতুন করে মনের মতো বাড়ি তৈরি করবেন মহারাজ। সূত্র মারফত জানা গিয়েছে, শিলিগুড়ির বাসিন্দা স্থপতি বিবেক চট্টোপাধ্যায় সৌরভের বাড়ির ডিজাইন তৈরি করছেন। সেটা চূড়ান্ত হলেই বাড়ি তৈরির কাজ শুরু হবে। শহরের অন্যতম ব্যস্ত ও অভিজাত এলাকা হলেও সৌরভের নতুন বাড়িটির অবস্থান কানাগলিতে। ফলে কোলাহল নেই বললেই চলে। শান্ত এলাকায় নিরিবিলিতেই বসবাস করতে পারবেন বোর্ড সভাপতি।

বেহালা ছাড়া কঠিন

সৌরভের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে ২/৬, বীরেন রায় রোড ইস্ট। সম্প্রতি এখানে গিয়ে সৌরভের নৈশভোজের আমন্ত্রণ রক্ষা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কয়েকবার সৌরভদের বাড়িতে গিয়েছেন। চণ্ডী গঙ্গোপাধ্যায়ের প্রয়াণের রাতেই যেমন গিয়েছিলেন, তেমনই সৌরভের শারীরিক অবস্থার খোঁজ নিতেও গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পরিবারের সদস্যদের নিয়ে তিনি সেখানেই থাকছেন। এই বাড়িতেই তাঁর বড় হওয়া, এখান থেকেই ক্রিকেটের যাবতীয় উত্থান। এই বাড়ির কাছেই সৌরভের অফিসও রয়েছে। সেখান থেকে অন্যত্র সরে যাওয়া নিঃসন্দেহে কঠিন, আবেগঘনও। ইতিমধ্যেই কন্যা সানার লন্ডনে পড়াশোনার জন্য সেখানেও অভিজাত আবাসনে বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন সৌরভ। এবার কলকাতায় তাঁর নিজস্ব বাড়ি। সৌরভ বলেছেন, নিজের নতুন বাড়ি, ভালোই লাগছে। মধ্য কলকাতায় থাকতে পারা সব দিক দিয়েই সুবিধাজনক। তবে যেখানে ৪৮ বছর কাটিয়েছি সেটা ছেড়ে যাওয়া খুব কঠিনও।

পরিবার নিয়ে নতুন ঠিকানায়

সূত্রের খবর, নতুন এই সম্পত্তি মা নিরূপা গঙ্গোপাধ্যায়, স্ত্রী ডোনা ও কন্যা সানা গঙ্গোপাধ্যায়ের সঙ্গেই কিনেছেন সৌরভ। নতুন এই সম্পত্তি যেখানে কিনলেন মহারাজ সেখানকার জমির কাঠা ১.৭ কোটি টাকা বলে জানা যাচ্ছে। এর নিকটবর্তী ও সমান্তরালে থাকা রডন স্ট্রিট ও লাউডন স্ট্রিটে জমির দাম কাঠা প্রতি দুই থেকে আড়াই কোটি টাকা। তবে ওই এলাকার রাস্তাগুলি তুলনায় বেশি চওড়া। বাণিজ্যিকভাবে বহুতল তৈরি সেখানে সুবিধাজনক।

লন্ডনেও সৌরভের বিলাসবহুল ফ্ল্যাট

সৌরভ গঙ্গোপাধ্যায় নতুন বাড়িতে কবে থেকে নতুন বাড়িতে সরে যাবেন তা স্পষ্ট নয়। তবে বেহালার সঙ্গে যোগ ছিন্ন হওয়ার প্রশ্ন নেই। সৌরভের বাড়ি পাশেই ডোনার পৈতৃক বাড়িও রয়েছে। নিজেদের সুবিধার জন্য এখানে সরে আসছেন। সৌরভ ও ডোনাকে মাঝেমধ্যে লন্ডনেও থাকতে হয়। সানা সেখানে পড়াশোনা করছেন। এবার নিজের জন্মদিনও সৌরভ লন্ডনেই কাটাবেন।

English summary
BCCI President Sourav Ganguly Buys Plot With A Two-Storey Building For About Rs 40 Crore. Ganguly Says Hardest It Is To Leave A Place Where I Lived 48 Years.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X