For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন কোভিড-১৯ ভ্যাকসিনের দিকে তাকিয়ে রয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ

কেন কোভিড-১৯ ভ্যাকসিনের দিকে তাকিয়ে রয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ

  • |
Google Oneindia Bengali News

কোভিড-১৯ ভ্যাকসিনের দিকে তাকিয়ে রয়েছেন বিসিসিআই সভাপতি তথা ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও বিশ্বাস করেন মহারাজ। বিসিসিআই টিভি-তে টিম ইন্ডিয়ার ওপেনার মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে কথোপকথনে এ ব্যাপারে ঠিক কী জানিয়েছেন সৌরভ।

জীবন স্বাভাবিক হবে

জীবন স্বাভাবিক হবে

বিসিসিআই টিভি-তে টিম ইন্ডিয়ার ওপেনার মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে কথোপকথনে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় খুব শীঘ্র পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন। বলেছেন, করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হলেই ধীরে ধীরে সবকিছু ছন্দে ফিরবে। জনজীবন স্বাভাবিক হওয়ার পাশাপাশি ক্রিকেটও শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন বিসিসিআই সভাপতি। তবে আগামী দুই থেকে তিন মাসের সময় খুবই কঠিন এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেও মনে করেন মহারাজ।

লালার ব্যবহার নিষিদ্ধ

লালার ব্যবহার নিষিদ্ধ

করোনা ভাইরাসের আবহে এবং পরের টেস্টগুলিতে লালার ব্যবহার নিষিদ্ধ করেছে আইসিসি। কারণ লালার মাধ্যমে করোনা ভাইরাস সংক্রামিত হয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

কবে শুরু হবে আইপিএল

কবে শুরু হবে আইপিএল

আগের মতোই এখনও করোনা ভাইরাসের আবহে আইপিএল আয়োজন করতে বদ্ধপরিকরই রয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে এক্ষেত্রে ক্রিকেটারদের স্বাস্থ্য ও সুরক্ষাকে অধিক প্রাধান্য দেওয়া হবে বলেও জানিয়েছেন মহারাজ।

ভয়াবহ করোনা ভাইরাস

ভয়াবহ করোনা ভাইরাস

বিশ্বের ২১৩টি দেশের সাড়ে ১১ কোটিরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন প্রায় সাড়ে পাঁচ লক্ষ মানুষ। কেবল ভারতে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাত লক্ষে পৌঁছে গিয়েছে। প্রাণ হারিয়েছেন সাড়ে ১৯ হাজারেরও বেশি মানুষ। এই পরিস্থিতিতে দেশে এখনই ক্রিকেট চালু করার পক্ষপাতি নন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। পিছিয়ে দেওয়া হয়েছে টিম ইন্ডিয়ার প্রশিক্ষণ শিবিরও।

English summary
BCCI president Souarv Ganguly speaks about the COVID-19 situation of India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X