For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঋদ্ধিকে সাংবাদিকের দেওয়া হুমকি প্রসঙ্গে মুখ খুলেছেন রবি শাস্ত্রী, সৌরভের প্রসঙ্গ টেনে এমনটা বললেন তিনি

ঋদ্ধিকে সাংবাদিকের দেওয়া হুমকি প্রসঙ্গে মুখ খুলেছেন রবি শাস্ত্রী, সৌরভের প্রসঙ্গ টেনে এমনটা বললেন তিনি

Google Oneindia Bengali News

ঋদ্ধিমান সাহাকে কোন সাংবাদিক হুমকি দিয়েছেন তা খুঁজে বের করার দায়িত্ব নিতে হবে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে। টুইট করে এমনটাই জানালেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। রবিবার সাংবাদিকের কাছ থেকে পাওয়া হুমকি মেসেজের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন টুইটারে।

টুইটে কী লিখেছিলেন ঋদ্ধিমান:

টুইটে কী লিখেছিলেন ঋদ্ধিমান:

অজ্ঞাত পরিচয় এক সাংবাদিকের পাঠানো বার্তার স্ক্রিন শট শেয়ার করে রবিবার টুইট করে ঋদ্ধিমান লেখেন, "ভারতীয় ক্রিকেটের প্রতি আমার অবদানের পরেও একজন তথাকথিত "সম্মানীয়" সাংবাদিকের থেকে আমি যা পেলাম! সাংবাদিকতা কোথায় গিয়ে পৌঁছেছে।"

ঋদ্ধির শেয়ার করা স্ক্রিনশটে সাংবাদিক কী বলেছিলেন:

ঋদ্ধির শেয়ার করা স্ক্রিনশটে সাংবাদিক কী বলেছিলেন:

যেই স্ক্রিনশটটি ঋদ্ধিমান শেয়ার করেছেন তাতে ওই সাংবাদিকের তরফ থেকে প্রেরিত বার্তায় লেখা রয়েছে, "আমাকে একটা সাক্ষাৎকার দিন, সেটা ভাল হবে। ওরা একজন উইকেটকিপারকে বেছে নিয়েছে, আর আপনি ১১ জন সাংবাদিককে বেছে নিয়েছেন, আমার মতে যারা সেরা নন। তাঁকেই বেছে নিন, যিনি আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারবেন। আপনি কল করলেন না। আমি আর আপনার সাক্ষাৎকার নেব না। আমি অপমান সহ্য করতে পারি না। এবং আমি এটা মনে রাখব। আপনার এটা করা উচিত হয়নি।"

রবি শাস্ত্রীর বক্তব্য:

রবি শাস্ত্রীর বক্তব্য:

একজন সাংবাদিকের থেকে হুমকি পাচ্ছেন একজন খেলোয়াড়-এটা ভয়ঙ্কর বিস্ময়ের। এটা ভারতীয় দলের সঙ্গে প্রায়শোই হচ্ছে। বিসিসিআই সভাপতির হস্তক্ষেপের সময় এসেছে। প্রতি ক্রিকেটারের স্বার্থে খুঁজে বের করতে হবে, কে এই ব্যক্তি। ঋদ্ধিমান সাহার মতো সত্যিকারের টিম ম্যান এই রমক কথা বলেছন।

শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ ঋদ্ধিমান:

শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ ঋদ্ধিমান:

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে গত বছর ভাল পারফর্ম করলেও তাঁকে দ্বিতীয় উইকেটরক্ষক করেই দীর্ঘদিন রেখেছে টিম ম্যানেজমেন্ট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুরে প্রথম টেস্ট ম্যাচে কাঁধে চোট নিয়ে ৬১ রানের ম্যাচ বাঁচানো ইনিংস খেললেও ঋদ্ধির জায়গা হয়নি ঘরের মাঠে আসন্ন শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে। যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় ভারতীয় ক্রিকেট।

English summary
Ravi Shastri said it is shocking for him that a player being threatened by a journalist. He wants BCCI President Sourav Ganguly to dive in and find out who the person is in the interest of every cricketer.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X