For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্থগিত হয়ে গেল কোচবিহার ট্রফি’র নক-আউট পর্বের ম্যাচ

স্থগিত হয়ে গেল কোচবিহার ট্রফি’র নক-আউট পর্বের ম্যাচ

Google Oneindia Bengali News

রঞ্জি ট্রফি, সি কি নাইডু ট্রফি'র পর বন্ধ হয়ে গেল কোচবিহার ট্রফি। সোমবার বিজ্ঞপ্তি জারি করে বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, ক্রমবর্ধমান কোভিডের কারণে স্থগিত রাখা হল কোচবিহার ট্রফি'র নক আউট পর্বের ম্যাচ।

স্থগিত হয়ে গেল কোচবিহার ট্রফি’র নক-আউট পর্বের ম্যাচ

অনূর্ধ্ব-১৯ এই প্রতিযোগীতার নক আউট পর্ব শুরু হওয়ার কথা ছিল মঙ্গলবার (১১ জানুয়ারি) থেকে। পুনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল প্রতিটা ম্যাচ। কিন্তু কোভিডের এই বাড়বাড়ন্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিসিসিআই-কে নক আউট পর্ব স্থগিত রাখার এই সিদ্ধান্ত নিতে বাধ্য করল।

জানা গিয়েছে কোচবিহার ট্রফি'র নক আউট পর্বে অংশগ্রহণকারী দলগুলির মধ্যে থেকে ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এবং অন্যান্য'দের নিয়ে মোট ৫৭ জনের কোভিড ধরা পড়েছে। এই ৫৭ জনের মধ্যে রয়েছেন ৩০ জন ক্রিকেটার, ৯ জন সাপোর্ট স্টাফ, বাকিরা কেউ গ্রাউন্ডসম্যান এবং ম্যাচ অফিসিয়ালস। এই ৩০ জন ক্রিকেটারের মধ্যে ছ'জন মুম্বইয়ের। এই প্রতিযোগীতায় অংশগ্রহণ ক্রিকেটারদের মধ্যে অধিকাংশ-ই দু'টি ডোজ নেননি। জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকে লিগের ম্যাচগুলি খেলতে হচ্ছিল তাই ভ্যাকসিনেশন কোটা পূর্ণ করা সম্ভব হয়নি।

কোচবিহারি ট্রফি'র নক আউট পর্বের যোগ্যতা অর্জন করেছে মুম্বই, মহারাষ্ট্র, বিদার্ভা, রাজস্থান, ঝাড়খন্ড, ছত্তিশগড়, হরিয়ানা এবং বাংলা। বিসিসিআই-এর পক্ষ থেকে প্রকাশ করা রিলিজে বলা হয়েছে, "দলের মধ্যে কোভিড সংক্রমণ ধরা পড়ায় বিসিসিআই কোচবিহার ট্রফি'র নকআউট পর্ব বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। প্রত্যেকের স্বাস্থ্যের কথা মাথায় রেখে পুনে'তে নক আউট পর্বের ম্যাচগুলি স্থগিত রাখা হয়েছে। লিগ পর্বে ২০টা মাঠে মোট ৯৩টা ম্যাচ আয়োজন করেছে বিসিসিআই। পরিস্থিতির দিকে ক্রমাগত নজর থাকবে বোর্ডের। পরিস্থিতির উন্নতি হলে নতুন উইন্ডো বের করে ফের টুর্নামেন্ট শুরু করা হবে।"

গত সপ্তাহে এই কোভিডের কারণেই রঞ্জি ট্রফি, কর্নেল সি কে নাইডু ট্রফি এবং সিনিয়র মহিলা টি-২০ লিগ অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রাখার কথা ঘোষণা করেছিল বিসিসিআই। এই মাসেই শুরু হওয়ার কথা ছিল রঞ্জি ট্রফি এবং কর্নেল সি কে নাইডু ট্রফি। সিনিয়র মহিলা টি-২০ লিগ শুরু হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসে। রঞ্জি সহ এই দুই প্রতিযোগীতা বন্ধ রাখার সিদ্ধান্ত প্রসঙ্গে বিসিসিআই-এর সচিব জয় শাহ আগেই বলেছিলেন, "প্লেয়ার, সাপোর্ট স্টাফ, ম্যাচ অফিসিয়াল সহ টুর্নামেন্টের সঙ্গে জড়িত ব্যক্তিদের স্বাস্থ্য নিয়ে বিসিসিআই যথেষ্ট সচেতন। এই কারণে তিনটি টু্র্নামেন্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি বিচার করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।"

English summary
BCCI postponed knock out phase of Cooch Behar Trophy on Monday. Looking at the surge in Covid-19, the knockout stage has been postponed. This is said in a statement by BCCI Secretary Jay Shah.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X