For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ্রীলঙ্কার বিরুদ্ধে এই মাঠে আয়োজিত হতে পারে দিন-রাতের টেস্ট

শ্রীলঙ্কার বিরুদ্ধে এই মাঠে আয়োজিত হতে পারে দিন-রাতের টেস্ট

Google Oneindia Bengali News

চলতি বছর বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দিন-রাতের টেস্ট আয়োজন করার কথা ভাবছে বিসিসিআই। এক সর্ব ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শ্রীলঙ্কার বিরুদ্ধে এই পিঙ্ক বল টেস্ট বেঙ্গালুরুতে আয়োজন করতে চাইছে বিসিসিআই।

শ্রীলঙ্কার বিরুদ্ধে এই মাঠে আয়োজিত হতে পারে দিন-রাতের টেস্ট

টেস্টের পরিবর্তে তিন ম্যাচের টি-২০ সিরিজ দিয়ে শুরু হবে শ্রীলঙ্কার ভারত সফর। একটি জৈব সুরক্ষা বলয় থেকে অপর জৈব সুরক্ষা বলয়ে গোটা দলকে নিয়ে যাওয়ার সুবিধার্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পর আয়োজিত হবে টেস্ট সিরিজ।

এখনও স্থির হয়নি যে বেঙ্গালুরুতেই প্রথম টেস্ট খেলা হবে কি না! উল্লেখ্য, এই টেস্ট ম্যাচটিই বিরাটের শততম টেস্ট হতে চলেছে।

ভ্রমণের ঝক্কি কমাতে বোর্ড চেষ্টা করেছে অধিকাংশ সিরিজটাই ধর্মশালা এবং মোহালিতে আয়োজন করতে। টেস্ট সিরিজটি শুধু হতে পারে বেঙ্গালুরুতে। প্রাথমিক ভ্রমণসূচি অনুযায়ী, বেঙ্গালুরু এবং মোহালিতে টেস্ট ম্যাচ আয়োজিত হওয়ার কথা ছিল। তারপর শুরু হওয়ার কথা ছিল তিন ম্যাচের টি-২০ সিরিজ। এই তিন ম্যাচের জন্য বর্ডের পরিকল্পনায় ছিল মোহালি, ধর্মশালা, লখনউ।

সর্ব ভারতীয় সংবাদমাধ্যমটিকে বিসিসিআই-এর একটি সূত্র বলেছে, "সিরিজের শুরুতে প্রথম দু'টি টি-২০ ধর্মশালায় এবং তৃতীয় টি-২০ ও প্রথম টেস্টটি আয়োজিত হতে পারে মোহালিতে। লখনউ টি-২০ আয়োজন করার সুযোগ হারাতে পারে। মোহালিতে পিঙ্ক বল টেস্ট আয়োজন করা কঠিন কারণ ওখানে কুয়াশা একটা বড় ফ্যাক্টার হবে। যাই হোক, বিসিসিআই এখনও দেশের কোভিড পরিস্থিতিতর উপর সজাগ নজর রেখেছে। সময় সূচি পরিবর্তনের বিষয় কিছু দিনের মধ্যে সরকারী ভাবে ঘোষণা করে দেবে বোর্ড।"

প্রথম টেস্ট ম্যাচটি খেলা হতে পারে বেঙ্গালুরুতে, ওই ম্যাচটিই বিরাটের টেস্ট কেরিয়ারে শততম ম্যাচ হতে চলেছে। দীর্ঘদিন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক থায় এবং এখনও সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বেঙ্গালুরুতে বেশ ভালই ফ্যান ফলোয়িং রয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির।

English summary
India to welcome Sri Lanka for the home series. India will play three matches t20i series before moving to test series against Sri Lanka. BCCI is planning to organize the day night test of the series in bengaluru.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X