For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়ার দেখাদেখি ভারত-ইংল্যান্ড টেস্টে মাঠে দর্শক রাখার ভাবনায় বিসিসিআই!

অস্ট্রেলিয়ার দেখাদেখি ভারত-ইংল্যান্ড টেস্টে মাঠে দর্শক রাখার ভাবনায় বিসিসিআই!

  • |
Google Oneindia Bengali News

ক্রিকেট অস্ট্রেলিয়ার পথে হাঁটতে চলেছে বিসিসিআই। সূত্রের খবর, করোনা ভাইরাসের আবহে দেশে অনুষ্ঠিত হতে চলা ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজ চলাকালীন মাঠে দর্শক প্রবেশের ব্যবস্থা করতে তৎপর হয়ে উঠেছে বিসিসিআই। এ ব্যাপারে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবিরের সঙ্গে সরকারের কথা শুরু হয়েছে বলে জানানো হয়েছে। প্রক্রিয়া অনেকটা এগিয়েছে বলে খবর।

৫০ শতাংশ দর্শক

৫০ শতাংশ দর্শক

সূত্রের খবর, করোনা ভাইরাসের আবহে চেন্নাইয়ের চিপক এবং আহমেদাবাদের মোতেরায় ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট চালাকালীন মাঠে দর্শক প্রবেশের ব্যবস্থা করতে উদ্যোগী হয়েছে বিসিসিআই। সব ম্যাচের প্রত্যেক দিন ৫০ শতাংশ দর্শক যাতে মাঠে বসে খেলা দেখতে পারেন, সরকারের কাছে বিসিসিআই সেই অনুমতি চেয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।

অস্ট্রেলিয়াই পথ প্রদর্শক

অস্ট্রেলিয়াই পথ প্রদর্শক

সম্প্রতি অস্ট্রেলিয়ায় সীমিত ওভার ও টেস্ট সিরিজ খেলে দেশে ফিরেছে ভারতীয় ক্রিকেট দল। করোনা ভাইরাসের আবহে ওই দ্বিপাক্ষিক সিরিজের সব ম্যাচেই মাঠে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছিল অস্ট্রেলিয়া প্রশাসন। কোনও মাঠে ধারণ ক্ষমতার ৫০ শতাংশ তো কোথায় ২৫ শতাংশ দর্শক বসে ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেট যুদ্ধ প্রত্যক্ষ করেছে।

ভারত বনাম ইংল্যান্ড

ভারত বনাম ইংল্যান্ড

ভারত বনাম ইংল্যান্ডের প্রথম দুটি টেস্ট শুরু হচ্ছে আগামী ৫ ফেব্রুয়ারি থেকে। ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। এই দুটি ম্যাচ হবে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে। আহমেদাবাদের মোতরা স্টেডিয়ামে ২৪ ফেব্রুয়ারি ও ৪ মার্চ থেকে শুরু হবে ভারত ও ইংল্যান্ডর তৃতীয় এবং চতুর্থ টেস্ট।

ভারতে করোনা ভাইরাস

ভারতে করোনা ভাইরাস

করোনা ভাইরাসে প্রভাবিত দেশগুলির তালিকার দ্বিতীয় স্থানেই রয়েছে ভারত। বর্তমানে দেশে আক্রান্তের সংখ্যা এক কোটি ছয় লক্ষের কিছু বেশি। ভারতে অতিমারীর জেরে মৃত্যু হয়েছে দেড় লক্ষেরও বেশি মানুষ। সুস্থ হয়ে উঠেছেন এক কোটি আড়াই লক্ষেরও বেশি মানুষ।

English summary
BCCI likely to allow 50 percent crowd in Motera and Chepauk for test against England
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X