For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলে কি ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজও অনিশ্চিত! কোন আভাস বিসিসিআই-এর

টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলে কি ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজও অনিশ্চিত! কোন আভাস বিসিসিআই-এর

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের জেরে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে গোটা বিশ্ব। বন্ধ রয়েছে ক্রিকেট। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তা কেউ জানে না। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আদৌ আয়োজন করা সম্ভব কিনা, তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। সেই টুর্নামেন্ট বাতিল হয়ে গেলে ঠিক তার আগে নির্ধারিত থাকা ভারত বনাম অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সফর নিয়ে বিশেষ বার্তা দিল বিসিসিআই।

করোনা ভাইরাস

করোনা ভাইরাস

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা ৭১ লক্ষ পেরিয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন চার লক্ষেরও বেশি মানুষ। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় দুই লক্ষ ষাট হাজারে পৌঁছে গিয়েছে। মৃত্যু হয়েছে সাত হাজারেরও বেশি মানুষের। অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় সাত হাজার তিনশো। প্রাণ হারিয়েছেন ১০২ জন।

লকডাউনের প্রভাব

লকডাউনের প্রভাব

করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আনতে দুই দেশেই লকডাউন জারি রাখা হয়েছে। তবে নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে। অন্তর্দেশীয় বিমান পরিবহন চালু হলেও বিদেশিদের প্রবেশ নিষেধ করে দেওয়া হয়েছে দুই দেশেই।

টি-টোয়েন্টি বিশ্বকাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপ

আগামী ১৮ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রায় এক মাস ধরে চলার কথা টুর্নামেন্ট। করোনা ভাইরাসের জেরে বিশ্বকাপ পিছিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। আগামী ১০ জুন এক বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আইসিসি।

ভারত বনাম অস্ট্রেলিয়া

ভারত বনাম অস্ট্রেলিয়া

আগামী অক্টোবরেই অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ভারতীয় ক্রিকেট দলের। ১১ অক্টোবর ব্রিসবনের গাবাতে দুই দলের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। ১৪ এবং ১৭ অক্টোবর যথাক্রমে কানবেরার মানুকা ওভাল ও অ্যাডিলেড ওভালে পরের দুটি টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা।

বিসিসিআই-এর বক্তব্য

বিসিসিআই-এর বক্তব্য

উল্লেখ্য ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যেকার এই তিন ম্যাচের সিরিজকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দেখছিল দুই দেশের বোর্ড। বিশ্বকাপ বাতিল হয়ে গেলে ওই সিরিজের আর কোনও প্রয়োজনীয়তা রয়েছে কিনা, তা নিয়ে বিসিসিআই ধোঁয়াশার মধ্যে রয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। তাই ওই সিরিজ বাতিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

করোনার আবহেই খুলছে আই লিগ জয়ী মোহনবাগানের ক্লাব তাঁবু, কবে জেনে নিনকরোনার আবহেই খুলছে আই লিগ জয়ী মোহনবাগানের ক্লাব তাঁবু, কবে জেনে নিন

English summary
BCCI is not sure about the future of Team India's T20 series against Australia in October
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X