For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার নজরে জার্সি, স্পনসরের দেয়া কিট না পসন্দ টিম ইন্ডিয়ার

ভারতীয় ক্রিকেট দলের জার্সি নিয়ে এবার শুরু বিতর্ক

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেট কিট নিয়ে মোটেই খুশি নয় বিসিসিআই। প্রাথমিকভাবে ক্রিকেটাররা জানিয়েছিলেন নাইকি-র দেওয়া কিট তাঁদের ব্যবহার করতে বিশেষ সুবিধা হচ্ছে না।

এবার ক্রিকেটারদের মত সহমত হল বিসিসিআইও। বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার রাহুল জোহরি এবং গেম ডেভলপমেন্টের ম্যানেজার রত্নাকর শেট্টি জানিয়েছেন কমিটি অফ অ্যাডমিনিসট্রেটরকে গোটা বিষয়টি জানানো হয়েছে।

এবার নজরে জার্সি, স্পনসরের দেয়া কিট না পসন্দ টিম ইন্ডিয়ার

বৈঠকে যখন সিও এ-কে এই প্রসঙ্গটি উত্থান করা হয়েছে তখন সিওএ-র পক্ষ থেকে বিনোদ রাইও বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, 'সিওএ-র বৈঠকে বিষয়টি(নাইকি-র কিট) নিয়ে আলোচনা হয়েছে। সিওএ-র চেয়ারম্যান বিনোদ রাই আদৌ বিষয়টিকে ভালভাবে নেননি। দল কখনই নিম্নমানের কিট ব্যবহার করতে পারেনা। আমরা ওঁদের সঙ্গে এই বিষয়ে কড়াভাবেই কথা এগোব।'

এবার নজরে জার্সি, স্পনসরের দেয়া কিট না পসন্দ টিম ইন্ডিয়ার

স্পোর্টস কিটের ক্ষেত্রে একটি বহুজাতিক সংস্থাই ভারতীয় দলের কিট দেয় এবং ২০০৬ থেকে এরা ভারতীয় দলের কিট সরবরাহ করে। এখনও অবধি ভারতীয় দলের কিটের জন্য এই সংস্থার সঙ্গে ২০২০ অবধি চুক্তি রয়েছে। প্রতি ম্যাচের জন্য তারা ৮৭ লক্ষ ৩৪ হাজার টাকা দেয়।

English summary
BCCI is not happy with Indian team kit supplier nike
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X