For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'নো-বল স্পটিং' ক্যামেরার ব্যবহার শুরু করে দিয়েছে বিসিসিআই

'নো-বল স্পটিং' ক্যামেরার ব্যবহার শুরু করে দিয়েছে বিসিসিআই

  • |
Google Oneindia Bengali News

২০২০-র আইপিএল থেকে চালু হচ্ছে 'নো-বল স্পটিং' ক্যামেরার ব্যবহার। এই ক্য়ামেরার মাধ্যমেই চুলের ব্যবধানে হওয়া নো-বল নির্ধারণ করতে সুবিধা হবে আম্পায়ারদের। সূত্রের খবর, সেই ক্যামেরার প্রযুক্তি নিয়ে ইতিমধ্যেই গবেষণা করে দিয়েছে বিসিসিআই।

নো-বল স্পটিং ক্যামেরার ব্যবহার শুরু করে দিয়েছে বিসিসিআই

বিসিসিআই সূত্রে খবর, কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত ও বাংলাদেশের মধ্যে দেশের প্রথম দিন-রাতের টেস্টে পরীক্ষামূলক ভাবে 'নো-বল স্পটিং' ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি এবং ওয়ান ডে ম্যাচেও ফিল্ড আম্পায়ারদের টুপিতে এই ক্যামেরা লাগানো থাকবে বলে বিসিসিআই সূত্রে খবর।

গত আইপিএল-এ আম্পায়ারদের ভুল নো-বল ডাকা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল আইপিএল কমিটিকে। আইপিএল খেলানো আম্পায়ারদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। একই ভুল যাতে আর না হয়, তাই ২০২০-র আইপিএল-এ 'নো-বল স্পটিং' ক্যামেরার ব্যবহার শুরু করতে চলেছে বিসিসিআই।

বিষয়টি এখন পরীক্ষামূলক স্তরে আছে বলে বিসিসিআই-র তরফে জানানো হয়েছে। আগামী আইপিএল-এ এর পূর্ণ ব্যবহার চোখে পড়বে। পরবর্তী কালে আন্তর্জাতিক স্তরেও এই ক্যামেরার ব্যবহার করা হবে বলে বিসিসিআই-র একটা সূত্রের তরফে দাবি করা হয়েছে।

English summary
BCCI has started to test camera spotting of no balls
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X