For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহিলাদের আইপিএল আয়োজনে বড় পরিকল্পনা বিসিসিআইয়ের, কবে শুরু প্রতীক্ষিত লিগ?

Google Oneindia Bengali News

টি ২০ ফরম্যাটে অস্ট্রেলিয়া পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন। কমনওয়েলথ গেমসের ক্রিকেটেও ভারতকে হারিয়ে ঐতিহাসিক সোনা জিতেছে মেগ ল্যানিংয়ের নেতৃত্বাধীন দল। মহিলা ক্রিকেটের টি ২০-তে অস্ট্রেলিয়ার দাপটের অন্যতম বড় কারণ হিসেবে মনে করা হয় মহিলা বিগ ব্যাশ আয়োজন। সেখানে ভারতেরও কয়েকজন ক্রিকেটার খেলেন।

মহিলাদের আইপিএল

মহিলাদের আইপিএল

অস্ট্রেলিয়া যেমন মহিলাদের বিগ ব্যাশ আয়োজন করে তেমনই ভারত এবার মহিলাদের আইপিএল চালু করতে চলেছে। ইংল্যান্ডেও আগে মহিলাদের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি ২০ টুর্নামেন্ট হতো। এখন দ্য হান্ড্রেড হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলির পুরুষ ও মহিলা দলকে নিয়েই। বিসিসিআই সূত্রে খবর, আগামী বছর আইপিএল শুরুর আগেই হতে পারে মহিলাদের আইপিএল। এ দেশে মহিলা ক্রিকেটে বহু প্রতীক্ষিত এই লিগ ওই সময় আয়োজনের জন্য উইন্ডোও বের করে ফেলেছেন বিসিসিআই কর্তারা।

মার্চেই হবে নয়া লিগ

মার্চেই হবে নয়া লিগ

সাধারণত ঘরোয়া ক্রিকেট মরশুমে মহিলাদের টুর্নামেন্ট নভেম্বরে শুরু হয়ে এপ্রিল অবধি চলে। তবে আসন্ন মরশুমের যে সূচি বোর্ড প্রকাশ করেছে তা দেখলেই বোঝা যাচ্ছে, মেয়েদের ক্রিকেট মরশুম এক মাস এগিয়ে আনা হয়েছে। টি২০ প্রতিযোগিতা দিয়ে অক্টোবরের ১১ তারিখ শুরু হবে মহিলাদের ঘরোয়া ক্রিকেট মরশুম। ইন্টার-জোনাল ওয়ান ডে প্রতিযোগিতা দিয়ে তা শেষ হচ্ছে ফেব্রুয়ারিতে। এরপরই মহিলাদের আইপিএল শুরু হবে বলে মনে করা হচ্ছে।

ধাপে ধাপে এগোচ্ছে বিসিসিআই

ধাপে ধাপে এগোচ্ছে বিসিসিআই

২০১৮ সাল থেকে বিসিসিআই আইপিএলের মধ্যেই মহিলা টি ২০ চ্যালেঞ্জ আয়োজন করে থাকে। করোনা পরিস্থিতিতে ২০২১ সালে তা আয়োজন করা যায়নি। প্রথম মরশুমে দুটি দলে মহিলা ক্রিকেটারদের রেখে একটিই প্রদর্শনী ম্যাচ হয়েছিল। পরে তা তিন দলের টুর্নামেন্টের রূপ নেয়। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় প্রথম জানান ২০২৩ সাল থেকে মহিলাদের আইপিএল শুরুর কথা। বোর্ড সচিব জয় শাহ গত মে মাসে জানান, ৫ বা ৬টি দলকে নিয়ে হবে মহিলাদের আইপিএল। আইপিএলের অনেক ফ্র্যাঞ্চাইজিই মেয়েদের দল গড়তেও আগ্রহী বলে জানিয়েছেন জয়।

আগ্রহী আইপিএলের দলগুলি

আগ্রহী আইপিএলের দলগুলি

রাজস্থান রয়্যালস ও বার্বাডোজ রয়্যালস মহিলাদের আইপিএলে দল গঠনে আগ্রহ প্রকাশ করেছে। কলকাতা নাইট রাইডার্স বিভিন্ন দেশে টি ২০ লিগের দল গঠনের ফাঁকে মহিলাদের আইপিএলেও দল নামাতে পারে বলে জানা যাচ্ছে। এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে মেয়েদের টি ২০ লিগ হবে তিনটি দল নিয়ে। তাতে খেলবে ত্রিনবাগো নাইট রাইডার্স, যেটির মালিকানা রয়েছে নাইট রাইডার্স গ্রুপের। সেপ্টেম্বরে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় মহিলাদের আইপিএলের বিষয়টি নিয়ে আলোচনা হবে। এরপর ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে কথা বলে তাদের দল কেনার প্রস্তাব দেওয়া হবে। ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর, সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা এ দেশে এমন লিগ চালুর পক্ষে বারবার সওয়াল করেছেন। এমনকী অবসর ভেঙে প্রথম মহিলা আইপিএলে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক মিতালি রাজও।

English summary
BCCI Has Earmarked A Window In March 2023 For The Inaugural Women's IPL. The Women's Season That Generally Stretches From November To April Has Been Advanced By A Month.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X