বিসিসিআই-এর ঘোষিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দলে বাংলার এক
অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল ভারত। তরুণ ব্যাটসম্যান যশ ঢুলের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজে এই টুর্নামেন্টে অংশ নেবে চারবারের বিজয়ী ভারত। রবিবার যে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে তার মধ্যে বাংলা থেকে সুযোগ পেয়েছেন রবিকুমার। এছাড়া পাঁচ জন ক্রিকেটার'কে স্ট্যান্ডবাই হিসেবে রেখেছে বোর্ড।

টুর্নামেন্টের চতুর্দশ সংস্করণে মোট ১৬টি দল অংশ নেবে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ বিশ্বের প্রথমসারির একাধিক দেশ অংশ নিলেও ভারত ফেভারিট হিসেবেই মাঠে নামবে।
১৪ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রতিযোগীতা চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। ২০০০ সালে প্রথম বার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে ভারত। আট বছরের ব্যবধানে দ্বিতীয়বার ২০০৮ সালে খেতাব ঢোকে দেশের মাটিতে। ২০১২ সালে তৃতীয়বার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে ভারতের তরুণ দল। শেষ বার রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণে ২০১৮ সালে বিশ্বকাপ ঘরে ঢুকিয়ে ছিল টিম ইন্ডিয়া। এছাড়া দু'বার ফাইনালে উঠলেও খেতাব হাতছাড়া হয়েছে ভারতের। ২০১৬ এবং ২০২০-র সংস্করণে রানার্স হয়েছিল নীল জার্সিধারী দল।
এক নজরে দেখে নিন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দল:
যশ ঢুল (অধিনায়ক), হারনুর সিং, অঙ্গক্রিস রঘুবর্শী, শেখ রশিদ, নিশান্ত সিন্ধু, সিদ্ধার্থ যাদব, অন্বেশর গৌতম, দীনেশ বানা (উইকেটরক্ষক), আরাধ্য যাদব (উইকেটরক্ষক), রাজ অঙ্গদ ভাবা, মানব পারেখ, কুশল তাম্বে, আরএস হাঙ্গারগেকর, ভাসু ভাটস, ভিকি ওস্তবাল, রবিকুমার, গর্ব সাঙ্গওয়ান
স্ট্যান্ডবাই পাঁচ ক্রিকেটার:
রিশিত রেড্ডি, উদয় সাহারন, অন্স গোসাঁই, অমৃত রাজ উপাধ্যায়, পিএম সিং রাঠৌর।
ঘোষিত ১৭-সদস্যের দলে বাংলার একমাত্র প্রতিনিধি হিসেবে সুযোগ পেয়েছেন রবিকুমার। স্ট্যান্ডবাই ক্রিকেটারদের তালিকাতে জায়গা করে নিয়েছেন বাংলার অমৃত রাজ উপাধ্যায়।