For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Wriddiman Saha: সাংবাদমাধ্যমে মুখ খোলা নিয়ে ঋদ্ধিমানকে শো কজ করতে পারে বোর্ড

Wriddiman Saha: সাংবাদমাধ্যমে মুখ খোলা নিয়ে ঋদ্ধিমানকে শো কজ করতে পারে বোর্ড

Google Oneindia Bengali News

দলের অন্দরের আলোচনা এবং বিসিসিআই-এর আধকারিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে হওয়া কথপোকথন সংবাদমাধ্যমে প্রকাশ করে নিয়ম লঙ্ঘন করায় বোর্ডের জেরার মুখে পড়তে পারেন ঋদ্ধিমান সাহা।

Wriddiman Saha: সাংবাদমাধ্যমে মুখ খোলা নিয়ে ঋদ্ধিমানকে শো কজ করতে পারে বোর্ড

বিসিসিআই-এর সেন্ট্রাল কন্ট্রাক্টে থেকা একজন ক্রিকেটার ঋদ্ধিমান। তিনি গ্রুপ 'বি'-তে রয়েছেন এবং বোর্ডের সঙ্গে তাঁর চুক্তির ভিত্তিতে এই মরসুমের জন্য তিন কোটি টাকা পাবেন বাংলার এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এই সেন্ট্রাট কন্ট্র্যাক্টের একাধিক ভাগ আছে এবং যেই ক্রিকেটারর বোর্ডের সঙ্গে এই চুক্তি সাক্ষরিত করেন তাঁদের একাধিক নিয়ম মেনে চলতে হয়। সেন্ট্রাল কন্ট্র্যাক্টের ৬.৩ ধরায়া বলা হয়েছে, "কোনও প্লেয়ার খেলা, অফিসিয়াল, ম্যাচের মধ্যে ঘটা কোনও ঘটনা, টেকনোলজির ব্যবহার, নির্বাচন সংক্রান্ত কোনও বিষয় বা খেলার সঙ্গে জড়িত কোনও বিষয়ে মিডিয়ার সামনে মুখ খুলতে পারবেন না।"

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য দল থেকে বাদ পড়ার পর দলে তাঁর জায়গা না পাওয়া নিয়ে মিডিয়ায় বিভিন্ন রকম মন্তব্য করেছেন ঋদ্ধিমান এবং জাতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়, নির্বাচক প্রধান চেতন শর্মা এবং বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে হওয়া ব্যক্তিগত আলোচনার কথাও তিনি তুলে এনেছেন সর্বসমক্ষে।

৩৭- বছর বয়সী বিশ্বের অন্যতম উইকেটরক্ষক- ব্যাটসম্যানের আন্তর্জাতিক কেরিয়ার প্রায় শেষের মুখে। কারণ টিম ম্যানেজমেন্ট তাঁকে জানিয়ে দিয়েছে যে টিম ম্যানেজমেন্ট তরুণ উইকেটরক্ষক তৈরি করতে চায়। এর পরই বিভিন্ন বিষয়ে মুখ খোলেন ঋদ্ধি। পাশাপাশি এক সাংবাদিকের তাঁকে হুমকি দেওয়ার কথা জানিয়ে একটি টুইটও করেন পাপালি। যদিও সেই সাংবাদিকের নাম তিনি সামনে আনেননি। সাহার পাশে দাঁড়িয়ে সেই সাংবাদিকের নাম প্রকাশ্যে আনার জন্য বিসিসিআই তাঁকে অনুরোধ করলেও ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা খুশি নয় দ্রাবিড়ের সঙ্গে তাঁর ব্যক্তিগত কথোপকথন সামনে নিয়ে আসার জন্য এবং বিসিসিআই সভাপতির সঙ্গে মেসেজে কী কথা হয়েছে তা তুলে ধরার জন্য।

পিটিআই-কে বিসিসিআই-এর অরুণ ধুমাল বলেছেন, "বিসিসিআই সাহাকে জিজ্ঞাসা করতেই পারে একজন সেন্ট্রল কন্ট্র্যাক্টে থাকা ক্রিকেটার হয়ে তিনি কী ভাবে দল নির্বাচন নিয়ে মুখ খুললেন। সভাপতি ওকে মোটিভেট করার চেষ্টা করেছিল। বোর্ডে জানতে চাইতে পারে তাঁকে কোনটা বাধ্য করল বিভিন্ন বিষয় সহ রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথপোকথন সমস্ত কিছু জন সমক্ষে তুলে ধরতে।"

তা হলে কী ঋদ্ধিমান সাহাকে শো কজের কথা ভাবছে বিসিসিআই বা মৌখিক ভাবে কিছু বলবে?

এই বিষয়ে ধুমল বলেছেন, "এই বিষয়ে এখনও আমরা কিছু স্থির করিনি আমরা প্রত্যেকেই ব্যস্ত। তবে কিছু দিনের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।"

English summary
BCCI is not happy they way Wriddhiman saha go to public with his dressing room conversation with Rahul Dravid and make specific comments on across media on Chief selector Chetan Sharma and BCCI President Sourav Ganguly.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X