For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বড় সাহায্য আসতে পারে বিসিসিআই থেকে, শহীদ-স্মরণে আর কী উদ্যোগ ভারতীয় বোর্ডের, জেনে নিন

পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার শহীদ সৈনিকদের পরিবারের জন্য কমপক্ষে ৫ কোটি টাকা অনুমোদনের জন্য সিওএ-কে অনুরোধ জানিয়েছেন বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি সি কে খান্না।

  • |
Google Oneindia Bengali News

জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলায় সন্ত্রাসবাদী হামলায় শহীদ জওয়ানদের পরিবারের জন্য বড় মাপের সাহায্য আসতে চলেছে বিসিসিআই-এর তরফ থেকে। বিসিসিআই-এর ভারপ্রাপ্ত সভাপতি সিকে খান্না রবিবার (১৭ ফেব্রুয়ারি) এই খাতে অন্তত ৫ কোটি টাকা অনুমোদনের জন্য আবেদন করেছেন প্রশাসনিক কমিটির প্রধান বিনোদ রাইয়ের কাছে।

শহীদ-স্মরণে আর কী উদ্যোগ নিল ভারতীয় বোর্ড

বোর্ডের আগেই অবশ্য ব্যক্তিগতভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বীরেন্দ্র সেওয়াগ, শিখর ধাওয়ানদের মতো ক্রিকেটাররা। ইরানি ট্রফি জয়ের পুরো পুরস্কার মূল্যটাও দান করেছে বিদর্ভ ক্রিকেট বোর্ড। এরপর এই শুভ উদ্যোগে সামিল হল ভারতীয় ক্রিকেট বোর্ডও।

সিকে খান্না এক চিঠিতে বিনোদ রাইকে লিখেছেন, দেশের সকল নাগরিকের মতো ভারতীয় বোর্ড-ও এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। শহীদ পরিবারগুলিকে স্বান্তনাও জানিয়েছে বোর্ড। এরপরই সরকারের মারফত তাদের সাহায্যের জন্য অন্তত ৫ কোটি টাকা অনুমোদন করার জন্য আবেদন করেন তিনি।

শুধু তাই নয়, রাজ্য সংস্থা ও আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলিকেও তিনি এই শুভ উদ্যোগে সামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন সিকে খান্না। এই সঙ্গে পুলওয়ামার শহীদদের স্মরণ করা হতে পারে অস্ট্রেলিয়া সিরিজেও। এর জন্য প্রথম ম্যাচ শুরু হওয়ার আগে দুই মিনিট নীরবতা পালনের প্রস্থাব দিয়েছেন ভারপ্রাপ্ত সভাপতি। এই সবকটি প্রস্তাবই সিওএ মেনে নেবে বলে আশা করা হচ্ছে।

English summary
BCCI acting president CK Khanna Sunday appealed to CoA to sanction at least Rs 5 crore for the families of the martyred soldiers in the Pulwama terror attack.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X