For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল কোথায় এবং কোন কোন শহরে জানালেন দিল্লির কর্ণধার

  • |
Google Oneindia Bengali News

আইপিএল নিলাম হয়ে গিয়েছে। সব দল ঘর গুছিয়ে নিয়েছে। আইপিএল ভারতেই হবে। তবে কোথায় কীভাবে হবে তা নিয়ে চলছে জল্পনা। এ ব্যাপারে একটি ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাতকারে যে ইঙ্গিত দিল্লি ক্যাপিটালসের অন্যতম কর্ণধার পার্থ জিন্দাল দিলেন তাতে হতাশ হতেই হবে অনেক ক্রিকেটপ্রেমীকে।

আইপিএল কোথায় এবং কোন কোন শহরে জানালেন দিল্লির কর্ণধার

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন, আইপিএলের দিনক্ষণ শিগগিরই জানানো হবে। বোর্ড সভাপতি চান বিদেশে নয়, ভারতেই আইপিএল আয়োজন করতে এবং মাঠে দর্শকরা যাতে থাকতে পারেন। ভারত সরকার মাঠের সব দর্শকাসনে দর্শক রাখার অনুমতি দিলেও চলতি ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে গ্যালারিতে ৫০ শতাংশ দর্শক থাকার অনুমতি দিয়েছে বিসিসিআই। করোনা পরিস্থিতির উন্নতি হলে ক্রিকেট ফিরবে স্বাভাবিক ছন্দে। তবে ৮-১০টি শহরে নয়, বোর্ডসূত্রে ইঙ্গিত মিলছে মাত্র দুটি শহরে আইপিএল আয়োজনের। এক্ষেত্রে অনেকটা আইএসএল আয়োজনের মডেল অনুসরণ করতে পারে আইপিএল গভর্নিং কাউন্সিল তথা বিসিসিআই। এপ্রিলে আইপিএল হলে সেই সময় পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটও থাকবে।

পার্থ জিন্দালের কথায়, যদি ইংল্যান্ড ভারত সফরে এসে খেলতে পারে, আইএসএল শুধু গোয়াতেই আয়োজন হয় কিংবা সৈয়দ মুস্তাক আলি টি ২০ এ বিজয় হাজারে ট্রফি কয়েকটি বাছাই করা জায়গায় অনুষ্ঠিত হতে পারে, তাহলে আইপিএল এবার দেশে হতেই পারে। তেমনটাই শুনছি বা দেখছি। তবে শোনা যাচ্ছে, একটি শহরে সব লিগ ম্যাচ আয়োজন করে নক আউট পর্ব অন্য শহরে নিয়ে যাওয়া হতে পারে। মুম্বইয়ে তিনটি মাঠ আছে যেখানে আইপিএলের ম্যাচগুলি হতে পারে। ওয়াংখেড়ে স্টেডিয়াম, ব্র্যাবোর্ন স্টেডিয়াম ও ডি ওয়াই পাতিল স্টেডিয়াম। সব জায়গায় অনুশীলনের বন্দোবস্ত আছে। আর প্লে অফ ও ফাইনাল হতে পারে আমেদাবাদের মোতেরায়। তবে সবটাই আলোচনার স্তরেই আছে। পার্থ জিন্দাল আরও জানিয়েছেন, আমাদের দলে মুম্বইয়ের অনেকে রয়েছেন। ফলে মুম্বইয়ে খেলা হলে সুবিধাই হবে। স্টিভ স্মিথকেও সেটা ভেবেই নিয়েছি, সেখানকার উইকেটে ব্যাটিং করতে পছন্দ করবেন স্মিথ।

যদিও সম্প্রতি মহারাষ্ট্রে করোনা সংক্রমণ বাড়ায় মুম্বইয়ে আইপিএল ম্যাচ আয়োজন সম্ভব কিনা তা নিয়েও সংশয় রয়েছে। আইপিএল কোথায় হবে তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের মেন্টর ভিভিএস লক্ষ্মণ। একই কথা শোনা গিয়েছে কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর ও পঞ্জাব কিংস কোচ অনিল কুম্বলের গলাতেও। তাঁদের দাবি, এমন দল গড়া হয়েছে যাতে সব ধরনের পরিবেশেই খেলতে অসুবিধা হবে না। করোনার মধ্যেও বিসিসিআই গত বছর আইপিএল আয়োজন করেছে সফলভাবেই। যেখানেই হোক সব ফ্র্যাঞ্চাইজি বোর্ডের সিদ্ধান্তের পাশেই রয়েছে। আইসিসি টি ২০ বিশ্বকাপ আয়োজনের আগে আইপিএলেই তার মহড়া সেরে রাখতে মুখিয়ে বোর্ড।

English summary
IPL 2021 will be held in India. All the league matches may be held only in Mumbai. Knokout Matches to be played in Ahmedabad, says Delhi Owner.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X