For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অবশেষে বিসিসিআই সিইও রাহুল জোহরির ইস্তফা গৃহীত হল

অবশেষে বিসিসিআই সিইও রাহুল জোহরির ইস্তফা গৃহীত হল

  • |
Google Oneindia Bengali News

অবশেষে বিসিসিআই সভাপতি রাহুল জোহরির ইস্তফাপত্র গ্রহণ করল সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। প্রায় এক বছরের টালবাহানার পর এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় কার্যত স্বস্তি ফিরল দুই শিবিরেই। সূত্রের খবর, বৃহস্পতিবার রাহুলের ইস্তফা গ্রহণ করেছে বিসিসিআই।

জোহরির ইস্তফা গৃহীত

জোহরির ইস্তফা গৃহীত

সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির বিসিসিআইয়ের মসনদে বসার পর থেকেই তৎপরতা শুরু হয়েছিল। অবশেষে তা পরিপূর্ণতা পেল। মি-টু বিদ্ধ বিসিসিআই সিইও রাহুল জোহরির প্রায় এক বছর পুরনো ইস্তফাপত্র অবশেষে গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।

কবে ইস্তফা দিয়েছিলেন রাহুল

কবে ইস্তফা দিয়েছিলেন রাহুল

২০১৯-এর অক্টোবরে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির বিসিসিআইয়ের মসনদে বসেছিল। সেই সময়ই বোর্ডের শীর্ষ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন রাহুল জোহরি। তাঁর বিরুদ্ধে মি-টু অভিযোগ আনা হয়েছিল।

কবে দায়িত্বভার নিয়েছিলেন

কবে দায়িত্বভার নিয়েছিলেন

দুর্নীতি সহ একাধিক ইস্যুতে টালমাটাল হয়ে পড়া বিসিসিআইয়ের রাশ সরাসরি চলে গিয়েছিল সুপ্রিম কোর্টের হাতে। শীর্ষ আদালত মনোনিত বিচারপতি আরএম লোধা নেতৃত্বাধীন প্যানেলই তখন ভারতীয় ক্রিকেট বোর্ডে চিফ এগজিকিউটিভ অফিসার বা সিইও পদটি অন্তর্ভূক্ত করেছিল। ২০১৬ সালে প্রথম ব্যক্তি হিসেবে ওই পদে বসেছিলেন রাহুল জোহরি।

কার সময়ে সিইও

কার সময়ে সিইও

যে সময়ে দায়িত্বভার হাতে নিয়েছিলেন রাহুল জোহরি, তখন বিসিসিআই সভাপতি ছিলেন শশাঙ্ক মনোহর। সচিব ছিলেন বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। এরপর সুপ্রিম কোর্ট নির্দেশিত প্রশাসক প্যানেলের অধীনেও কাজ করেছেন রাহুল।

 <strong>৭১তম জন্মদিনে ৩৫ শিশুর হার্ট সার্জারির খরচ নিলেন গ্রেট গাভাসকর</strong> ৭১তম জন্মদিনে ৩৫ শিশুর হার্ট সার্জারির খরচ নিলেন গ্রেট গাভাসকর

English summary
BCCI CEO Rahul Johri's resignation has been accepted
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X