For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিটল না পূজারার প্রত্য়াশা, মাইনে কমল শিখর, ভুবি, ঋদ্ধিদের! বিসিসিআই-এর চুক্তিতে কোহলিরা কে কোথায়

দেখে নিন ২০১৮-১৯ মরসুমের জন্য বিসিসিআই-এর ঘোষিত কেন্দ্রীয় চুক্তির তালিকা। এ প্লাস ক্যাটেগরির সদস্য ৫ থেকে ৩-এ নেমে গিয়েছে। 

Google Oneindia Bengali News

২০১৮-১৯ মরসুমের নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করল বিসিসিআই। দুর্দান্ত অস্ট্রেলিয়া সফরের পর বোর্ড সূত্রে জানা গিয়েছিল, নতুন চুক্তিতে চেতেশ্বর পূজারাকে সর্বোচ্চ গ্রেড অর্থাত 'গ্রেড এ প্লাস'-এ উন্নীত করতে চান সিওএ প্রধান বিনোদ রাই। কিন্তু কার্যক্ষেত্রে তা হল না। সেই আগের এ গ্রেডেই থেকে গেলেন পূজারা।

তবে চুক্তির তালিকায় অনেক ক্রিকেটারেরই গ্রেডেশনের অদলবদল হল। গত বছর সর্বোচ্চ গ্রেড 'এ প্লাস'-এ ছিলেন অধিনায়ক বিরাট কোহলি-সহ পাঁচ ক্রিকেটার। এবার সেই সংখ্যা কমে দাঁড়াল ৩ জনে। প্রথমবার চুক্তিবদ্ধ হয়েই এ গ্রেড পেলেন তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থ।

এক নজরে দেখে নেওয়া যাক বিসিসিআইএর ২০১৮-১৯ মরসুমের কেন্দ্রীয় চুক্তিতে কে কোন গ্রেডে থাকলেন -

ঋতিক ভাসিন

ঋতিক ভাসিন

মুম্বইয়ের জনপ্রিয় নাইট ক্লাব রেড লাইটের মালিক ঋতিকের সঙ্গে সুস্মিতা প্রায় ২ বছর ডেট করেন বলে খবর। পরে আলাদা হয়ে যান।

গ্রেড সি

এই গ্রেডের ক্রিকেটারদের বেতন বছরে ১ কোটি টাকা। এই গ্রেডে নতুন নাম হনুমা বিহারি ও খলিল আহমেদ। এই গ্রেড থেকে কেন্দ্রীয় চুক্তির বাইরে চলে গেলেন সুরেশ রায়না, করুণ নায়ার, অক্ষর প্যাটেল, পার্থিব প্যাটেল ও জয়ন্ত যাদব। দীনেশ কার্তিক ও ঋদ্ধিমান সাহা যথাক্রমে বি ও এ গ্রেড থেকে নামলেন এই গ্রেডে।

বিক্রম ভাট

বিক্রম ভাট

'দস্তক' সিনেমার শ্যুটিংয়ের সময়ে একে অপরের প্রেমে পড়েন সুস্মিতা ও বিক্রম। খবর রটেছিল, সুস্মিতার জন্য নিজের স্ত্রীকে ছেড়ে বেরিয়ে আসতে চেয়েছিলেন বিক্রম। পরে সুস্মিতা নিজেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসেন।

গ্রেড বি

বার্ষিক বেতন ৩ কোটি টাকা। এই গ্রেডে নতুন কোনও নাম যুক্ত হয়নি। দীনেশ কার্তিকের অবনমনের পাশাপাশি গ্রেড এ-তে উন্নীত হয়েছেন কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, ও মহম্মদ শামি।

রণদীপ হুডা

রণদীপ হুডা

সুস্মিতার চেয়ে বয়সে রণদীপ অনেকটা ছোট। তাতে কি, প্রেমের সম্পর্কে মজেছিলেন দুজনে। সুস্মিতার জন্য পাগল হয়ে উঠেছিলেন রণবীর। যদি সেই সম্পর্ক স্থায়ী হয়নি।

গ্রেড এ

বার্ষিক বেতন ৫ কোটি টাকা। ঋদ্ধিমান সাহা এই গ্রেড থেকে নেমে গিয়েছেন সি গ্রেডে। এছাড়া কেন্দ্রীয় চুক্তিরই বাইরে চলে গিয়েছেন মুরলি বিজয়। গ্রেড এ প্লাস থেকে শিখর ধাওয়ান ও ভূবনেশ্বর কুমার নেমে গিয়েছেন গ্রেড এ-তে। নতুন সংযোজন ঋষভ পন্থ।

ওয়াসিম আক্রম

ওয়াসিম আক্রম

পাকিস্তানি কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আক্রমের সঙ্গেও নাম জড়িয়েছিল সুস্মিতার।

গ্রেড এ প্লাস

বছরে ৭ কোটি টাকা বেতনের এই এলিট গ্রুপে থাকলেন মাত্র ৩ ক্রিকেটার - বিরাট কোহলি, রোহিত শর্মা, ও জসপ্রিত বুমরা। পূজারাকে নিয়ে প্রত্যাশা থাকলেও, তা পূরণ হল না।

মুদস্সর আজিজ

মুদস্সর আজিজ

মুদস্সর আজিজ নামে একজনের সঙ্গেও সম্পর্কে জড়ান সুস্মিতা সেন।

ইমতিয়াজ খাতরি

ইমতিয়াজ খাতরি

ব্যবসায়ী ইমতিয়াজ খাতরির নামও জড়িয়ে যায় সুস্মিতার সঙ্গে। তবে তা খুব কম সময়ের জন্যই স্থায়ী হয়েছিল।

মানব মেনন

মানব মেনন

খবর রটে, মানব মেননের সঙ্গে সিরিয়াস সম্পর্কে জড়িয়েছেন সুস্মিতা। তবে সেই সম্পর্কও সুস্মিতার জীবনে স্থায়ী হয়নি।

সঞ্জয় নারঙ্গ

সঞ্জয় নারঙ্গ

হোটেল ব্যবসায়ী সঞ্জয়ের সঙ্গেও সম্পর্ক নিয়ে নাম জড়ায় সুস্মিতার। তবে বিয়ের প্রসঙ্গ আসলে পিছিয়ে আসেন সুস্মিতা।

সাবির ভাটিয়া

সাবির ভাটিয়া

হটমেল ডট কমের প্রধান সাবিরের সঙ্গেও নাম জড়ায় সুস্মিতার। শোনা গিয়েছিল, সুস্মিতাকে একটি ১০.৫ ক্যারেটের ডায়মন্ড রিং দেন সাবির।

বান্টি সচদেব

বান্টি সচদেব

বান্টি সচদেবকে ডেটিং করা সুস্মিতার জীবনের বোধহয় সবচেয়ে খারাপ সময়। কারণ শোনা গিয়েছিল, সুস্মিতা ছাড়াও একইসঙ্গে নেহা ধুপিয়া ও দিয়া মির্জাকে ডেট করছিলেন বান্টি।

English summary
Here is the central contract list announced by the BCCI for the 2018-19 season. Members of A+ category has been reduced to three.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X