For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২১-এর অফিসিয়াল পার্টনারের নাম ঘোষণা করল বিসিসিআই

আইপিএল ২০২১-এর অফিসিয়াল পার্টনারের নাম ঘোষণা করল বিসিসিআই

  • |
Google Oneindia Bengali News

আর কয়েক দিনের মধ্যে দেশের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে ২০২১ সালের আইপিএল। টু্র্নামেন্ট নিয়ে সাজো সাজো রব ভারতে। অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রিকেট প্রেমীরা। বিশ্বের তাবড় ক্রিকেটারদের একসঙ্গে একই টুর্নামেন্টে আরও একবার অংশগ্রহণ দেখার অপেক্ষায় বসে রয়েছে ক্রিকেট মহল। সেই আবহে টুর্নামন্টের অফিসিয়াল পার্টনারের নাম ঘোষণা করল বিসিসিআই।

আইপিএলের অফিসিয়াল পার্টনার

আইপিএলের অফিসিয়াল পার্টনার

অনলাইন স্টক ও শেয়ার ট্রেডিং কোম্পানি আপসটক্সকে আইপিএল ২০২১-এর অফিসিয়াল পার্টনার বলে ঘোষণা করেছে বিসিসিআই। টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল মঙ্গলবার নিজে এই ঘোষণা করছেন। জানিয়েছেন, বিসিসিআইয়ের সঙ্গে এই সংস্থার বহু বছরের চুক্তি হয়েছে।

আপসটক্সের বিবরণ

আপসটক্সের বিবরণ

স্টকস, মিউচ্যুয়াল ফান্ডস, ডিজিট্যাল গোলড, ডেরিভেটিভস এবং এটিএফে অনলাইন বিনিয়োগের পরিষেবা প্রদান করে আপসটক্স। ইনভেস্টর এবং ট্রেডার্সদের জন্য একই পরিষেবা প্রদান করে এই সংস্থা। বিশ্বব্যাপী ২.৮ মিলিয়ন গ্রাহক বর্তমানে আপসটক্সের পরিষেবা নিয়ে থাকে।

কবে থেকে শুরু আইপিএল ২০২১

কবে থেকে শুরু আইপিএল ২০২১

আগামী ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ২০২১ সালের আইপিএল। করোনা ভাইরাসের আবহে দর্শকশূন্য মাঠেই এবার টুর্নামেন্ট হবে। আহমেদাবাদ, কলকাতা, মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু এবং চেন্নাইতে ম্যাচগুলি হবে।

উচ্ছ্বসিত আপসটক্স

উচ্ছ্বসিত আপসটক্স

আইপিএলের সঙ্গে যুক্ত হতে পেরে তাঁরা উচ্ছ্বসিত বলে জানিয়েছেন আপসটক্সের সহ-নির্মাতা রবি কুমার। তাঁর কথায়, ভারতে ক্রিকেট কেবল খেলা নয়, একটা আবেগ। তারই অংশ আইপিএল, ভারতের গর্ব বলে জানিয়েছেন রবি কুমার।

কলকাতার বিডি মেমোরিয়াল স্কুলে একাধিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিকলকাতার বিডি মেমোরিয়াল স্কুলে একাধিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি

English summary
BCCI announces Upstox as the Official Partner for IPL 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X