For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় মহিলা দল ঘোষণা করল বিসিসিআই, সুযোগ কি পেলেন ঝুলন?

ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় মহিলা দল ঘোষণা করল বিসিসিআই, সুযোগ কি পেলেন ঝুলন?

Google Oneindia Bengali News

ইংল্যান্ড সফরের জন্য শুক্রবার ভারতীয় মহিলা দল ঘোষণা করল বিসিসিআই-এর মহিলা নির্বাচক কমিটি। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ এবং তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারত। দুই ফরম্যাটেই ভারতীয় দল খেলবে হরমনপ্রীত কউরের নেতৃত্বে এবং তাঁর ডেপুটি হিসেবে থাকবেন স্মৃতি মন্ধনা। বার্মিংহ্যামে আয়োজিত সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসে রূপো জিতেছে ভারতীয় দল। যে স্কোয়াড বিসিসিআই ঘোষণা করেছে তাতে ওডিআই স্কোয়াডে শুধু ঝুলন গোস্বমী সুযোগ পেয়েছেন। প্রাক্তন ভারত অধিনায়কের স্থান হয়নি টি-২০ স্কোয়াডে।

টি-২০ সিরিজের জন্য ভারতের স্কোয়াড:

টি-২০ সিরিজের জন্য ভারতের স্কোয়াড:

হরমনপ্রীত কউর (অধিনায়ক), স্মৃতি মন্ধনা (সহ অধিনায়ক), শেফালি বর্মা, দীপ্তি শর্মা, পূজা ভাস্ত্রকর, জেমিমা রড্রিগেজ, স্নেহ রানা, রেণুকা ঠাকুর, মেঘনা সিং, রাধা যাদব, সাব্বিনেনি মেঘানা, তানিয়া স্বপ্না ভাটিয়া (উইকেটরক্ষক), রাজেস্বরী গায়েকোয়াড়, দয়ালন হেমলতা, সিমরন দিল বাহাদুর, রিচা ঘোষ (উইকেটরক্ষক), কে পি নাভগিরে

ওডিআই সিরিজের জন্য ভারতের স্কোয়াড:

ওডিআই সিরিজের জন্য ভারতের স্কোয়াড:

রমনপ্রীত কউর (অধিনায়ক), স্মৃতি মন্ধনা (সহ অধিনায়ক), শেফালি বর্মা, সাব্বিনেনি মেঘানা, দীপ্তি শর্মা, তানিয়া স্বপ্না ভাটিয়া (উইকেটরক্ষক), যশতিকা ভাটিয়া (উইকেটরক্ষক), পূজা ভাস্ত্রকর, স্নেহ রানা, রেণুকা ঠাকুর, মেঘনা সিং, রাজেস্বরী গায়েকোয়াড়, হারলিন দেওল, দয়ালন হেমলতা, সিমরন দিল বাহাদুর, ঝুলন গোস্বামী, জেমিমা রড্রিগেজ

ভারতীয় মহিলা দলের ইংল্যান্ড সফরের সূচি:

ভারতীয় মহিলা দলের ইংল্যান্ড সফরের সূচি:

১০ সেপ্টেম্বর (শনিবার) রিভারসাইড, ডারহামে প্রথম টি-২০ ম্যাচ খেলবে ভারত এবং ইংল্যান্ড। সিরিজের দ্বিতীয় ম্যাচটি দুই দল খেলবে ১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) ডার্বির দ্য ইনকোরা কাউন্টি গ্রাউন্ডে। সিরিজের শেষ টি-২০ ম্যাচটি আয়োজিত হবে ব্রিস্টলের ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে ১৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)।

রবিবার ১৮ সেপ্টেম্বর ফাস্ট সেন্ট্রাল কাউন্টি গ্রাউন্ড, হোভে প্রথম এক দিনের ম্যাচ আয়োজিত হবে। ২১ সেপ্টেম্বর (বুধবার) ক্যান্টারবারিতে আয়োজিত হবে দ্বিতীয় একদিনের ম্যাচ। সিরিজের শেষ একদিনের ম্যাচটি আয়োজিত হবে লর্ডসে ২৪ সেপ্টেম্বর (শনিবার)।

মহিলাদের হান্ড্রেড থেকে ছিটকে গেলেন জেমিমা রড্রিগেজ:

মহিলাদের হান্ড্রেড থেকে ছিটকে গেলেন জেমিমা রড্রিগেজ:

ভারতীয় মহিলা দলের ক্রিকেটার জেমিমা রড্রিগেজ মহিলাদের হান্ড্রেড থেকে ছিটকে গেলেন। মরসুমের বাকি সময়ের জন্য নর্থান সুপারচার্জাস জেমিমার পরিবর্তে বাকি মরসুমের জন্য নিচ্ছে গ্যাবি লুইসকে। উল্লেখ্য, ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ওডিআই এবং টি-২০ দলে জেমিমা রড্রিগেজের নাম রয়েছে। কমনওয়েলথ গেমসে বার্বাডোজের বিরুদ্ধে ম্যাচ খেলার সময়ে ডান হাতের কব্জিতে চোট পান জেমিমা। এই মরসুমে মহিলা হান্ড্রেডের প্রথম ম্যাচে নিজের দলের জার্সিতে ৩২ বলে ৫১ রান করেন জেমিমা।

এশিয়া কাপ এবং টি-২০ বিশ্বকাপের আগে ভারতের জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটারকে বিশেষ দায়িত্বে নিযুক্ত করল বাংলাদেশএশিয়া কাপ এবং টি-২০ বিশ্বকাপের আগে ভারতের জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটারকে বিশেষ দায়িত্বে নিযুক্ত করল বাংলাদেশ

English summary
The All-India Women’s Selection Committee picked the squads for India’s upcoming tour of England.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X