For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ICC Women’s T20 World Cup: টি ২০ বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে ভারত, হরমনপ্রীতের দলে কারা রয়েছেন?

  • |
Google Oneindia Bengali News

রোহিত শর্মার ভারত টি ২০ বিশ্বকাপ জিততে পারেনি। এবার নজরে হরমনপ্রীত কৌরের ভারত। আগামী বছর মহিলাদের টি ২০ বিশ্বকাপ রয়েছে। তার আগে ভারতীয় মহিলা ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকায় একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে। আজ সেই বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করা হলো। হরমনপ্রীত কৌরই নেতৃত্ব দেবেন। সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা। ১৪ মাস পরে দলে ফিরলেন শিখা পাণ্ডে।

মহিলাদের টি ২০ বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায়

মহিলাদের টি ২০ বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায়

মহিলাদের টি ২০ বিশ্বকাপ শুরু হচ্ছে ফেব্রুয়ারির ১০ তারিখ থেকে। ভারত কেপ টাউনে অভিযান শুরু করবে ১২ ফেব্রুয়ারি পাকিস্তান ম্যাচ দিয়ে। গ্রুপ ২-এ ভারতের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও আয়ারল্যান্ড। দুটি গ্রুপের শীর্ষে থাকা দুটি করে দল পৌঁছে যাবে সেমিফাইনালে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি।

পাকিস্তান ম্যাচ দিয়ে অভিযান শুরু

পাকিস্তান ম্যাচ দিয়ে অভিযান শুরু

ভারত ১২ ফেব্রুয়ারি পাকিস্তান ম্যাচ দিয়ে অভিযান শুরুর পর কেপ টাউনেই ১৫ ফেব্রুয়ারি খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেষ ১৮ ফেব্রুয়ারি পোর্ট এলিজাবেথে প্রতিপক্ষ ইংল্যান্ড। ২০ ফেব্রুয়ারি সেখানেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ খেলবেন হরমনপ্রীত, মান্ধানারা।

হরমনপ্রীতের দলে কারা?

হরমনপ্রীতের দলে কারা?

একনজরে মহিলাদের টি ২০ বিশ্বকাপের ভারতীয় দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ অধিনায়ক), শেফালি ভার্মা, যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), রিচা ঘোষ (উইকেটকিপার), জেমাইমা রডরিগেজ, হরলীন দেওল, দীপ্তি শর্মা, দেবিকা বৈদ্য, রাধা যাদব, রেণুকা ঠাকুর, অঞ্জলি সর্বাণী, পূজা বস্ত্রকার, রাজেশ্বরী গায়কোয়াড়, শিখা পাণ্ডে। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই পূজা বিশ্বকাপের দলে থাকবেন। রিজার্ভে রাখা হয়েছে সাব্বিনেনি মেঘানা, স্নেহ রানা ও মেঘনা সিংকে।

ত্রিদেশীয় সিরিজ

ত্রিদেশীয় সিরিজ

বিশ্বকাপের আগে ইস্ট লন্ডনের বাফেলো পার্কে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। এই সিরিজে খেলবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মহিলা ক্রিকেট দল। ১৯ জানুয়ারি প্রথম ম্যাচে ভারতের সামনে দক্ষিণ আফ্রিকাষ ২৩ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে ভারত। ২৮ ও ৩০ জানুয়ারি ভারত ফের খেলবে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ফাইনাল ২ ফেব্রুয়ারি।

ত্রিদেশীয় সিরিজের ভারতীয় দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ অধিনায়ক), যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), জেমাইমা রডরিগেজ, হরলীন দেওল, দীপ্তি শর্মা, দেবিকা বৈদ্য, রাজেশ্বরী গায়কোয়াড়, রাধা যাদব, রেণুকা ঠাকুর, মেঘনা সিং, অঞ্জলি সর্বাণী, সুষমা ভার্মা (উইকেটকিপার), আমনজ্যোৎ কৌর, পূজা বস্ত্রকার, সাব্বিনেনি মেঘানা, স্নেহ রানা, শিখা পাণ্ডে। পূজার খেলার বিষয়টি নির্ভর করবে ফিটনেসের উপর।

English summary
BCCI Announced Indian Squad For ICC Women’s T20 World Cup 2023 And Tri-Series In South Africa. Ahead Of The T20 World Cup, Team India Will Play A Tri-Series That Will Begin From 19th January 2023.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X