For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের প্রত্যেক সদস্যের জন্য ৪০ লক্ষ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা বিসিসিআই-এর

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের প্রত্যেক সদস্যের জন্য ৪০ লক্ষ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা বিসিসিআই-এর

Google Oneindia Bengali News

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করল বিসিসিআই। বিসিসিআই-এর সচিব জয় শাহ জানিয়েছেন, ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের প্রত্যেক সদস্যকে ৪০ লক্ষ টাকা দেওয়া হবে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের প্রত্যেক সদস্যের জন্য ৪০ লক্ষ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা বিসিসিআই-এর

ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত এই প্রতিযোগীতার ফাইনালে শনিবার অ্যান্টিগুয়ায় ইংল্যান্ডকে চার উইকেটে হারিয়েছে ভারত। যশ ঢুলের নেতৃত্বে পঞ্চমবার এই খেতাব জিতল ভারত। তরুণ ক্রিকেটারদের এই সাফল্যকে সাধুবাদ জানানোর পাশাপাশি বিসিসিআই আর্থিক পুরস্কার ঘোষণা করেছে সাপোর্ট স্টাফদের জন্যও। দলের সঙ্গে থাকা প্রত্যেক সাপোর্ট স্টাফকে ২৫ লক্ষ টাকা করে দেবে বোর্ড।

টুইটে জয় লেখেন, "আমার জানাতে পেরে ভাল লাগছে যে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জয়ী ভারতীয় দলের প্রত্যেক সদস্যকে ৪০ লক্ষ টাকা এবং প্রত্যেক সাপোর্ট স্টাফকে ২৫ লক্ষ করে আর্থিক পুরস্কার দেবে বিসিসিআই।"

যশ ঢুলের নেতৃত্বে বিশ্বকাপ জয়ী যুব ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও। কিংবদন্তি এই ক্রিকেট নক্ষত্র টুইটে লিখেছেন, "এই রকম দাপটে বিশ্বকাপ জেতার জন্য অনূর্ধ্ব-১৯ দল, সাপোর্ট স্টাফ এবং নির্বাচকদের শুভেচ্ছা জানাই। তাঁদের এই সাফল্যের স্বীকৃতি হিসেবে আমরা ৪০ লক্ষ টাকা করে দেওয়ার করা আমরা ঘোষণা করেছি। কিন্তু এই সাফল্য অমূল্য, অসাধারণ।"


এই নিয়ে লাগাতার চতুর্থবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে অংশ নিয়েছিল ভারত। শনিবারের ফাইনালে টসে জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক টম প্রিস্ট। ব্যাটিং সহায়ক উইকেটে অধিনায়কের সিদ্ধান্তের মর্যাদা রাখতে পারেননি ব্রিটিশ ব্যাটসম্যানরা। বলা ভাল তাঁদের খেলতে দেয়নি ভারতীয় পেস ব্যাটারি। ১৮৯ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। রবি কুমার সংগ্রহ করেন চার উইকেট, পাঁচটি উইকেট পান রাজ বাওয়া। একটা সময়ে ইংল্যান্ডের রান ছিল ৯৭/৭। সেখান থেকে জেমস রিউ (৯৫) এবং জেমস সেলস (৩৪*)-এর সৌজন্যে ১৮৯ পর্যন্ত পৌঁছেছিল ইংল্যান্ড।

যে কোনও পর্যায়ে ফাইনাল বরাবরই কঠিন। কিন্তু ইংল্যান্ডের এত দুর্বল পারফরম্যান্স ম্যাচে কোনও অবস্থাতেই চাপে ফেলেনি ভারতকে। শেখ রশিদ এবং নিশান্ত সিন্ধুর চওড়া ব্যাটের উপর ভর করে চার উইকেট হাতে নিয়ে ২.২ ওভার বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় টিম ইন্ডিয়া। এই দুই ব্যাটসম্যানই অর্ধ শতরান করেন।

English summary
BCCI Announced cash prize of 40 Lakh rupee for recently concluded 2022 u19 world cup winning team. Each member of the team will be awarded with 40 lakh rupee. Not only the player, even support staffs will be rewarded with 25 lakh rupee each.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X