For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোহলির সঙ্গেই বিশ্রামে ঋষভ পন্থ! বিরাটের শততম টেস্ট মোহালিতেই?

  • |
Google Oneindia Bengali News

বিরাট কোহলি ইতিমধ্যেই শহর ছেড়েছেন। ঋষভ পন্থকেও ভারতীয় দলের জৈব সুরক্ষা বলয় ত্যাগের অনুমতি দিল বিসিসিআই। বোর্ডসূত্রে খবর, দুজনকেই ১০ দিনের বিশ্রাম দেওয়া হচ্ছে। তাঁরা শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিক সিরিজে খেলবেন না। তবে মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে দুজনেই খেলবেন।

বিরাট কোহলি ইতিমধ্যেই শহর ছেড়েছেন। ঋষভ পন্থকেও ভারতীয় দলের জৈব সুরক্ষা বলয় ত্যাগের অনুমতি দিল বিসিসিআই। বোর্ডসূত্রে খবর, দুজনকেই ১০ দিনের বিশ্রাম দেওয়া হচ্ছে। তাঁরা শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিক সিরিজে খেলবেন না। তবে মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে দুজনেই খেলবেন।

বিরাট কোহলি আজ সকাল ৯টা ১০ মিনিটের বিমানে কলকাতা থেকে মুম্বই রওনা হয়েছেন। বিমানে তাঁর সিটের পাশে আরেকটি সিট অতিরিক্ত বুক করা ছিল। কিন্তু সকালের ওই বিমানে বিরাট একাই গিয়েছেন। ঋষভ পন্থ কখন যাবেন তা স্পষ্ট নয়। বোর্ডসূত্রে খবর, বিরাট মোহালিতে মার্চের প্রথম সপ্তাহে শুরু হতে চলা টেস্টে খেলবেন। নিজের শততম টেস্টের জন্য বিরাট ভালোভাবেই প্রস্তুতি নিয়ে নামতে চাইছেন। টি ২০ বিশ্বকাপের পর দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজ ও প্রথম টেস্টে বিশ্রাম নিয়েছিলেন বিরাট। তারপর ডিসেম্বর থেকে ভারতীয় দলের জৈব সুরক্ষা বলয়ে ছিলেন। দক্ষিণ আফ্রিকায় প্রথম ও তৃতীয় টেস্টে খেলেন। পিঠের ব্যথার কারণে দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি। এরপর তিনটি একদিনের আন্তর্জাতিকও খেলেন। দক্ষিণ আফ্রিকা সফরের পর টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলার পর টি ২০ সিরিজের প্রথম দুটি ম্যাচ খেলে তিনি বিশ্রাম নিলেন।

ঋষভ পন্থ দক্ষিণ আফ্রিকা সফরের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ ও টি ২০ সিরিজের প্রথম দুটি ম্যাচ খেলেন। তাঁর অনুপস্থিতিতে প্রথম একাদশে জায়গা কার্যত পাকা হয়ে গেল ঈশান কিষাণের। পন্থও কাল ইডেনে শেষ টি ২০ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ সিরিজে খেলবেন না। শ্রীলঙ্কা সিরিজের পর আইপিএলও রয়েছে। ঠাসা ক্রীড়াসূচির কথা ভেবেই পন্থ বিশ্রাম নিতে চেয়েছিলেন। ভারতীয় টিম ম্যানেজমেন্ট জৈব সুরক্ষা বলয়ের ক্লান্তি এড়াতে, ক্রিকেটারদের চনমনে রাখতে তাঁদের প্রয়োজনমতো বিশ্রাম দিয়ে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে।

ভারত গতকালই ইডেনে দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিক জিতে সিরিজ পকেটে পুরে নিয়েছে। এই ম্যাচের সেরা হন ঋষভ। তাঁর ও ভেঙ্কটেশ আইয়ারের ঝোড়ো ব্যাটিংয়েই ভারত ৫ উইকেট হারিয়ে ১৮৬ রানে পৌঁছাতে পেরেছিল। শেষ অবধি ৮ রানে ম্যাচ জেতে ভারত। হর্ষল প্যাটেল ও ভুবনেশ্বর কুমারের ডেথ ওভারে কৃপণ বোলিংয়েই জয় নিশ্চিত হয়। পন্থ বলেন, দলের প্রয়োজনে যে কোনও জায়গায় ব্যাট করতে পারি। তবে জৈব সুরক্ষা বলয়ে ধারাবাহিকতা বজায় রাখা মোটেই সহজ নয়। এদিন যেভাবে খেলেছি সেভাবেই আমি খেলে থাকি। তাঁর কিছু চমকপ্রদ শট এদিন মুগ্ধ করেছে ক্রিকেটপ্রেমীদের। অনুশীলনেই সেগুলি রপ্ত করেছেন পন্থ। রভম্যান পাওয়েল ওয়েস্ট ইন্ডিজকে প্রায় জিতিয়েই দিচ্ছিলেন। শেষ অবধি জয় নিশ্চিত হওয়ায় স্বস্তি পাওয়া পন্থ খুশি পাওয়েলের পারফরম্যান্সে। কেন না, প্রতিপক্ষের এই ক্রিকেটার আইপিএলে পন্থের দিল্লি ক্যাপিটালসের তুরুপের তাস হতেই পারেন।

English summary
BCCI Allowed Virat Kohli And Rishabh Pant 10-Day Bio Bubble Break Before Test Series Against Sri Lanka. India Will Play The Last T20I Against West Indies Tomorrow.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X