For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাভুমা-ডুসেনের জোড়া শতরান, পার্লে জিততে ভারতের জন্য ২৯৭ রানের টার্গেট দিল দক্ষিণ আফ্রিকা

  • |
Google Oneindia Bengali News

লোকেশ রাহুল ৫০ ওভারের ক্রিকেটে প্রথমবার নেতৃত্ব দিচ্ছেন আজ পার্লে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিকে। তবে সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে অভিষেকে তাঁর বোলিং পরিবর্তন নিয়ে রইল একাধিক প্রশ্ন। আর সে কারণেই দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলেও কম রানে বেঁধে রাখতে পারল না ভারত। রাসি ভ্যান ডার ডুসেন শতরানের পাশাপাশি কেরিয়ারের সর্বাধিক রান করলেন। সেই সঙ্গে তেম্বা বাভুমার অধিনায়কোচিত ইনিংসের সুবাদে দক্ষিণ আফ্রিকা তুলল ৪ উইকেটে ২৯৬ রান। রাসি ভ্যান ডার ডুসেন ১২৯ ও ডেভিড মিলার ২ রানে অপরাজিত থাকেন।

ধাক্কা সামলাল বাভুমা-ডুসেন জুটি

ধাক্কা সামলাল বাভুমা-ডুসেন জুটি

পার্লের বোল্যান্ড পার্কের উইকেটে মন্থর ভাব রয়েছে। টস জিতে ব্যাটিং নেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা। ৪.২ ওভারে জ্যানম্যান মালান ১০ বলে ৬ রান করে জসপ্রীত বুমরাহর দুরন্ত ডেলিভারিতে কট বিহাইন্ড হন। দক্ষিণ আফ্রিকার রান তখন ১ উইকেটে ১৯। ১৫.১ ওভারে কুইন্টন ডি কক রবিচন্দ্রন অশ্বিনের বলে বোল্ড হন। ৪১ বলে ২৭ রান করে ফেলেন প্রোটিয়া ওপেনার। ১৭.৪ ওভারে এইডেন মার্করামকে রান আউট করেন ভেঙ্কটেশ আইয়ার। খারাপ ফর্ম অব্যাহত মার্করামের। এদিন ১১ বলে ৪ রান করেন তিনি। ৬৮ রানে তিন উইকেট ফেলে দিলেও চতুর্থ উইকেটের জন্য ভারতকে অপেক্ষা করতে হয় ৪৮.১ ওভার পর্যন্ত।

জোড়া শতরান

জোড়া শতরান

চতুর্থ উইকেট জুটিতে ২০৪ রানের পার্টনারশিপ গড়ে ফেলেন তেম্বা বাভুমা ও রাসি ভ্যান ডার ডুসেন। ১৩৩ বলে কেরিয়ারের দ্বিতীয় শতরানটি পূর্ণ করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। তার কিছুক্ষণ পরেই ৮৩ বলে শতরান পূর্ণ করেন ডুসেন। বাভুমা-ডুসেন জুটিও ভাঙেন বুমরাহ। ৮টি চারের সাহায্যে ১৪৩ বলে ১১০ রানে আউট হন প্রোটিয়া অধিনায়ক। এই ম্যাচের আগে ১৩টি একদিনের আন্তর্জাতিকে তাঁর মোট রান ছিল ৪৯৯, সেরা ছিল আয়ারল্যান্ডের বিরুদ্ধে করা ১১৩। পাঁচে নেমে রাসি ভ্যান ডার ডুসেনও এদিন কেরিয়ারের দ্বিতীয় শতরান পেলেন। তিনি গত বছর সেঞ্চুরিয়নে পাকিস্তানের বিরুদ্ধে করেছিলেন অপরাজিত ১২৩। এদিন ৯৬ বলে ১২৯ রানে অপরাজিত রইলেন, মেরেছেন ৯টি চার ও চারটি ছক্কা।

বুমরাহ সফলতম

বুমরাহ সফলতম

ভারতের সফলতম বোলার জসপ্রীত বুমরাহ ৪৮ রানের বিনিময়ে পেলেন ২ উইকেট। রবিচন্দ্রন অশ্বিন ২০১৭ সালের পর প্রথম একদিনের আন্তর্জাতিকে খেলতে নেমে ৫৩ রানের বিনিময়ে পেলেন ১ উইকেট। শার্দুল ঠাকুরের ১০ ওভারে ১টি মেডেন ওভার, কিন্তু তিনি ৭২ রান দিয়ে কোনও উইকেট পেলেন না। চাহাল ১০ ওভারে দেন ৫৩, ভুবনেশ্বর কুমার ১০ ওভারে ৬৪ রান খরচ করেন।

বোলিং আক্রমণ নিয়ে প্রশ্ন

বোলিং আক্রমণ নিয়ে প্রশ্ন

দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা তিনশোর কাছাকাছি রান তুলতে পারলেন স্পিনারদের বিরুদ্ধে বেশ কিছু স্যুইপ শট খেলে। এতে বোঝাই গিয়েছে ভারতের বিরুদ্ধে ভালো প্রস্তুতি নিয়েই নেমেছে প্রোটিয়ারা। রাহুলের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন থাকছে। অভিষেক ম্যাচে অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারকে দিয়ে কেন বল করালেন না রাহুল, তার উত্তর তিনিই দিতে পারবেন। অন্তত যেখানে আইয়ারকে হার্দিক পাণ্ডিয়ার বিকল্প হিসেবে ভাবা হচ্ছে এবং হার্দিক বোলিং করতে পারছেন না বলেই আইয়ারকে দেখে নেওয়া হচ্ছে। আইপিএল কিংবা নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০-তে ভেঙ্কটেশ বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনও করেছেন। কিন্তু এদিন তিনি হাত ঘোরাতে পারলেন না।

English summary
South Africa Set The Target Of 297 Runs For India In Paarl ODI. Temba Bavuma And Rassie van der Dussen Hit Hundreds.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X