For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোচ পরিবর্তনের পর এবার ভারতীয় মহিলা দলে ব্যাটিং ও ফিল্ডিং কোচ নিয়োগ

Google Oneindia Bengali News

ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বিসিসিআই কতটা গুরুত্ব দিচ্ছে তার প্রমাণ ফের মিলল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাটিতে সীমিত ওভারের সিরিজে হারের পর ব্যাটিং ও ফিল্ডিং কোচের দাবি জানাচ্ছিলেন সিনিয়র ক্রিকেটাররা। সেই দাবি মেনে নিল বোর্ড।

ব্যাটিং ও ফিল্ডিং কোচ

ব্যাটিং ও ফিল্ডিং কোচ

ডব্লিউ ভি রামনকে সরিয়ে আগেই ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচের পদে ফিরিয়ে আনা হয়েছে রমেশ পওয়ারকে। এবার ওডিশা তথা ভারতীয় টেস্ট দলের প্রাক্তন ওপেনার শিবসুন্দর দাসকে মহিলা দলের ব্যাটিং কোচ করা হলো। ফিল্ডিং কোচ হিসেবে নিযুক্ত করা হলো দিল্লির প্রাক্তন উইকেটকিপার অভয় শর্মাকে। বরোদা দলের মহিলা নির্বাচকমণ্ডলীর প্রধান রাজকুওয়ার গায়কোয়াড় ভারতীয় মহিলা ক্রিকেট দলের ম্যানেজার হিসেবে ইংল্যান্ডে যাবেন।

আশাবাদী শিবসুন্দর

আশাবাদী শিবসুন্দর

ভারতীয় মহিলা এ দলের সঙ্গে গত বছর কাজ করা শিবসুন্দর দাস জানিয়েছেন, ইংল্যান্ডে লিগ ক্রিকেট খেলার পাশাপাশি ভারতীয় দলের হয়েও খেলতে গিয়েছিলাম। সেই ইংল্যান্ড সফরের জন্য যে দায়িত্ব পেয়েছি সেখানকার পরিবেশ সম্পর্কিত নানা বিষয়ে ওয়াকিবহাল থাকায় নিজের অভিজ্ঞতা দলের সঙ্গে ভাগ করে নিতে চাই। ভারতীয় মহিলা দলের সঙ্গে কাজ করার প্রথম সুযোগ পেয়ে ভালো লাগছে। নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। জানা গিয়েছে, ২১ জন ক্রিকেটারের সঙ্গে ৯ জন সাপোর্ট স্টাফ ইংল্যান্ডে যাচ্ছেন। রমেশ, শিবসুন্দর, অভয় ছাড়াও বাকিদের মধ্যে রয়েছেন ট্রেনার আর নরেশ, ভিডিও অ্যানালিস্ট সন্দীপ রাজু, ম্যাসিওর নীরজা দেশাই। ইংল্যান্ড সফরের পর ভারতীয় মহিলা ক্রিকেট দল তিনটি করে ওয়ান ডে ও টি ২০ আন্তর্জাতিক খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে।

ইংল্যান্ডে ভারত

ইংল্যান্ডে ভারত

নতুন কোচ রমেশ পওয়ারের তত্ত্বাবধানে মিতালি রাজ, হরমনপ্রীত কৌর, ঝুলন গোস্বামী, স্মৃতি মান্ধানারা ইংল্যান্ড সফরে যাচ্ছেন ২ জুন। ১৬ জুন থেকে ব্রিস্টলে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের একটি টেস্ট রয়েছে। ২৭ জুন সেখানেই প্রথম একদিনের আন্তর্জাতিক। দিন-রাতের দ্বিতীয় ওয়ান ডে ৩০ জুন টনটনে। ৩ জুলাই শেষ ওয়ান ডে ওরসেস্টারে। ৯ জুলাই দিন-রাতের প্রথম টি ২০ নর্দান্টসে, ১১ জুলাই হোভে দ্বিতীয় টি ২০, দিন রাতের তৃতীয় টি ২০ ১৫ জুলাই চেমসফোর্ডে। এরপর ২১ জুলাই শুরু হতে চলা দ্য হান্ড্রেডে খেলতে দেখা যাবে হরমনপ্রীত, মান্ধানা, শেফালিদের। সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলে অক্টোবর-নভেম্বরে মহিলাদের বিগ ব্যাশে খেলবেন শেফালি ভার্মা, রাধা যাদব-সহ বেশ কয়েকজন ভারতীয় তারকা। এর আগে হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা ও জেমাইমা রডরিগেজ মহিলাদের বিগ ব্যাশে খেলেছেন। তবে এবার বিগ ব্যাশে আরও বেশি ভারতীয় অংশ নেবেন।

ভারতীয় দল

ভারতীয় দল

ইংল্যান্ড সফরে ভারতের টেস্ট ও একদিনের আন্তর্জাতিকের দলে রয়েছেন মিতালি রাজ (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌর (সহ অধিনায়ক), পুণম রাউত, প্রিয়া পুনিয়া, দীপ্তি শর্মা, জেমাইমা রডরিগেজ, শেফালি ভার্মা, স্নেহ রানা, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), ইন্দ্রাণী রায় (উইকেটকিপার), ঝুলন গোস্বামী, শিখা পাণ্ডে, পূজা বস্ত্রকার, অরুন্ধতী রেড্ডি, পুনম যাদব, একতা বিস্ত, রাধা যাদব। ভারতের টি ২০ দলে রয়েছেন হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ অধিনায়ক), দীপ্তি শর্মা, জেমাইমা রডরিগেজ, শেফালি ভার্মা, রিচা ঘোষ, হরলীন দেওল, স্নেহ রানা, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), ইন্দ্রাণী রায় (উইকেটকিপার), শিখা পাণ্ডে, পূজা বস্ত্রকার, অরুন্ধতী রেড্ডি, পুনম যাদব, একতা বিস্ত, রাধা যাদব, সিমরন দিল বাহাদুর।

English summary
Batting Coach And Fielding Coach Included Before India Women's Tour Of England. Shiv Sundar Das Has Been Appointed As The Batting Coach While Abhay Sharma Named As Fielding Coach.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X