For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলে সবচেয়ে বেশিবার শুন্য রানে আউট হওয়া প্রথম ১০জন ব্যাটসম্যানের তালিকা

একনজরে দেখে নেওয়া যাক আইপিএলে শূন্য রানে সবচেয়ে বেশিবার কোন খেলোয়াড়রা আউট হয়ে ফিরেছেন।

  • |
Google Oneindia Bengali News

টি২০ ক্রিকেট মানেই চার-ছয়ের খেলা। ধুন্ধুমার ব্যাটিং, আক্রমণাত্মক ফিল্ডিং, চূড়ান্ত উত্তেজনা ও দুরন্ত গতি। প্রতিটি ম্যাচেই প্রায় ভুরি ভুরি রান ওঠে, বোলারদের মার খেয়ে আত্মারাম খাঁচা হওয়ার জোগাড় হয়। তবে মাঝে মাঝে ব্যাটসম্যানদের সঙ্গে দ্বৈরথে জয়ী হয় বোলাররাও।

আইপিএলের দশ বছর : ১০টি দলগত সর্বাধিক রানের রেকর্ড একনজরে

আইপিএলের ইতিহাসে প্রথম দশটি সর্বনিম্ন দলগত রান

মারকাটারি সব টি২০ ব্যাটসম্যানও বোলারের ইনসুংঙ্গার, আউটসুইঙ্গার, ইয়র্কার বা গুগলিতে বোকা বনে শুন্য রানে আউট হয়ে ফেরেন। আইপিএলে ধুন্ধুমার সমস্ত ব্যাটিং রেকর্ডের পাশাপাশি কিছু রেকর্ড আছে যা সামনে আসুক এমনটা কোনও খেলোয়াড়ই চাইবে না। একনজরে দেখে নেওয়া যাক আইপিএলে শূন্য রানে সবচেয়ে বেশিবার কোন খেলোয়াড়রা আউট হয়ে ফিরেছেন। [পরিসংখ্যান ২৪ এপ্রিল, ২০১৭ পর্যন্ত]

হরভজন সিং

হরভজন সিং

আইপিএলের উদ্বোধনী বছর ২০০৮ সাল থেকে এখনও আইপিএল খেলা চালিয়ে যাচ্ছেন হরভজন সিং। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১৩২টি ম্যাচ খেলে ৭৮৯ রান করেছেন তিনি। সর্বোচ্চ রান করেছেন ৬৪। তবে আইপিএলে সবচেয়ে বেশি মোট ১২ বার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড রয়েছে তারই দখলে।

গৌতম গম্ভীর

গৌতম গম্ভীর

আইপিএলের অন্যতম সফল ব্যাটসম্যান গৌতম গম্ভীর ১৩৯টি ম্যাচ খেলে ৩৮৭৭ রান করেছেন। সর্বোচ্চ রান ৯৩। আইপিএলে ৩৩টি অর্ধশতরানের ইনিংসও রয়েছে গম্ভীরের। তবে তিনিও ১২বার শূন্য রানে আউট হয়ে ফিরেছেন।

পীযূষ চাওলা

পীযূষ চাওলা

কিংস ইলেভেন পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা পীযূষ চাওলা সবমিলিয়ে মোট ১২৫টি ম্যাচ খেলেছেন। টেলএন্ডার চাওলা মোট ৫১৩ রান করেছেন। তবে ১১ বার শুন্য রানে আউটও হয়েছেন।

মনীশ পাণ্ডে

মনীশ পাণ্ডে

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পুনে ওয়ারিয়র্স, মুম্বই ইন্ডিয়ান্স ও এখন কলকাতার হয়ে খেলা মনীশ পাণ্ডে এখনও পর্যন্ত মোট ৯৬টি ম্যাচ খেলেছেন। আইপিএলে ১১৪ রানের অপরাজিত ইনিংসও খেলেছেন। তবে তিনিও চাওলার মতো ১১ বার শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন।

পার্থিব প্যাটেল

পার্থিব প্যাটেল

চেন্নাই সুপার কিংস, ডেকান চার্জার্স, কোচি টাস্কার্স, আরসিবি, সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলা পার্থিব প্যাটেল আইপিএলে ২ হাজারের বেশি রান করে ফেলেছেন। তিনিও ১১ বার শূন্য রানে আউটও হয়েছেন।

অমিত মিশ্র

অমিত মিশ্র

লেগস্পিনার অমিত মিশ্র এই মুহূর্তে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলছেন। ১১৮টি ম্যাচ খেলে মোট ২৯৯ রান করেছেন। এবং ১০ বার শূন্য রানে আউটও হয়েছেন।

মনদীপ সিং

মনদীপ সিং

আরসিবির হয়ে খেলা মনদীপ সিং এর আগে পাঞ্জাবের হয়ে খেলেছেন। এখনও পর্যন্ত মোট ৬৬টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে তাঁর। রান করেছেন ৯৮৯, সর্বোচ্চ ৭৭ অপরাজিত। মোট ৯ বার শূন্য রানে মনদীপ আউট হয়েছেন।

প্রবীণ কুমার

প্রবীণ কুমার

অভিজ্ঞ ভারতীয় পেস বোলার প্রবীণ কুমার এই মুহূর্তে গুজরাত লায়ন্সের হয়ে খেলছেন। ১১৮টি ম্যাচ খেলে ৩৩৯ রান করেছেন আইপিএলে। মোট ৯বার তিনিও শূন্য রানে আউট হয়েছেন।

জাক কালিস

জাক কালিস

দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় তথা বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জাক কালিস আইপিএলে মোট ৯৮টি ম্যাচ খেলেছেন। কলকাতা ও ব্যাঙ্গালোরের হয়ে খেলা কালিস ২৪২৭ রান করেছেন এবং তিনিও ৯ বার শূন্য রানে সাজঘরে ফিরেছেন।

অজিঙ্ক রাহানে

অজিঙ্ক রাহানে

রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে খেলা রাহানেআইপিএলে ১০২টি ম্যাচ খেলেছেন। করেছেন মোট ২৮৩৪ রান। এর মধ্যে একটি ১০৩ রানের অপরাজিত শতরানের ইনিংসও রয়েছে। তিনিও মোট ৯ বার শূন্য রানে আউট হয়েছেন।

English summary
Batsmen with most ducks in IPL T20 matches
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X