For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যক্তিগত ক্যারিশমায় সেয়ানে সেয়ানে লড়াই, তবু পাল্লা ঝুঁকে ভারতেরই দিকে!

ব্যক্তিগত ক্যারিশমায় সেয়ানে সেয়ানে লড়াই, তবু পাল্লা ঝুঁকে ভারতেরই দিকে!

  • |
Google Oneindia Bengali News

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে অতি প্রতীক্ষিত বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজ শুরু হচ্ছে ১৭ ডিসেম্বর থেকে। অ্যাডিলেড ওভালে দিন-রাতের ফর্ম্যাটে অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ। গোলাপী বলে হবে খেলা। ফলে ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। তার আগে দেখে নেওয়া যাক বর্ডার-গাভাসকর ট্রফিতে দুই দলের মুখোমুখি সাক্ষাতে সবচেয়ে বেশি রান রয়েছে কোন কোন ব্যাটসম্যানের ঝুলিতে।

প্রথম সচিন তেন্ডুলকর

প্রথম সচিন তেন্ডুলকর

বর্ডার গাভাসকর ট্রফিতে সবচেয়ে বেশি রান করেছেন ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর। ট্রফির অধীনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৪টি টেস্ট খেলেছেন মাস্টার ব্লাস্টার। ৫৬.২৪-এর গড়ে তাঁর ব্যাট থেকে এসেছে ৩২৬২ রান। ৯টি শতরান এসেছেন সচিনের ব্যাট থেকে।

দ্বিতীয় রিকি পন্টিং

দ্বিতীয় রিকি পন্টিং

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয় কিংবদন্তি তথা দুই বারের বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিং। এই ট্রফিতে ভারতের বিরুদ্ধে ২৯টি টেস্ট খেলেছেন তিনি। ৫৪.৩৬-এর গড়ে ২৫৫৫ রান এসেছে তাঁর ব্যাট থেকে। এই ট্রফিতে ভারতের বিরুদ্ধে আটটি শতরান রয়েছে গ্রেট পন্টিংয়ের।

তৃতীয় ভিভিএস লক্ষ্মণ

তৃতীয় ভিভিএস লক্ষ্মণ

গোটা বিশ্বের তাবড় ব্যাটসম্যানরা যখন অস্ট্রেলিয়ার ভয়ঙ্কর বোলিং আক্রমণকে সামলাতে নাজেহাল, তখন গ্লেন ম্যাকগ্রা, ব্রেট লি, শেন ওয়ার্নদের নিয়ে একাধিকবার ছেলেখেলা করা ব্যাটসম্যানের নাম ভিভিএস লক্ষ্মণ। ভাগ্যক্রমে তিনি একজন ভারতীয়। ২০০১ সালে কলকাতার ইডেন টেস্টে ফলো অনের কবলে পড়েও টিম ইন্ডিয়ার ঐতিহাসিক কামব্যাকের পিছনে অবদান ছিল হায়দরাবাদির। ওই ম্যাচে ২৮১ রানের ইনিংস খেলছিলেন ভেরি ভেরি স্পেশাল। সেটি তাঁর কেরিয়ার ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ টেস্ট স্কোর। বর্ডার-গাভাসরকর ট্রফিতে অজি শিবিরের বিরুদ্ধে ২৯টি টেস্ট খেলে ৪৯.৬৭-এর গড়ে ২৪৩৪ রান করেছেন লক্ষ্মণ। ৬টি শতরান এসেছে তাঁর ব্যাট থেকে।

চতুর্থ রাহুল দ্রাবিড়

চতুর্থ রাহুল দ্রাবিড়

তালিকার চতুর্থ স্থানে থাকা রাহুল দ্রাবিড় বর্ডার-গাভাসকর ট্রফির অধীনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩২টি টেস্ট খেলে ২১৪৩ রান করেছেন। অজি শিবিরের বিরুদ্ধে টেস্টে দুটি শতরান রয়েছে 'দ্য ওয়াল'-এর।

পঞ্চম মাইকেল ক্লার্ক

পঞ্চম মাইকেল ক্লার্ক

বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার হয়ে ভারতের বিরুদ্ধে ২২টি টেস্ট খেলেছেন মাইকেল ক্লার্ক। ৫৩.৯২-এর গড়ে ২০৪৯ রান করেছেন প্রাক্তন অজি অধিনায়ক। সাতটি শতরান রয়েছে ক্লার্কের নামের পাশে।

ভারত বনাম অস্ট্রেলিয়া: টেস্ট সিরিজের জন্যে থেকে গেলেন নটরাজন সহ আরও ২ভারত বনাম অস্ট্রেলিয়া: টেস্ট সিরিজের জন্যে থেকে গেলেন নটরাজন সহ আরও ২

English summary
Batsmen who scores most runs in the history of Border-Gavaskar Trophy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X